
22/08/2025
সত্যি দিনটা অন্যভাবে উপভোগ করলাম, সকালে রোদ বিকেলে মেঘাচ্ছন্ন, একটু পর বৃষ্টি, কি যে শান্তি!বৃষ্টি আসার আগে পিচ্চিদের সাথে খেলা করছি ওই গুলোভিডিও করতে পারিনাই, অনেক দিন পর কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে সত্যিই দিনটা অন্যভাবে কাটালাম, প্রতিদিনযদি কাজ না করতাম তাহলে হয়তো আজকের দিন এতোটা speical হতো না, প্রতিদিন কাজ করি বলেই আজ এই রোদ বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ এতো কিছু ভালো লাগছে, নিজ বাড়িতে অন্যরকম আপ্যায়ন , যদি এই বেকারত্ব দূর না করতাম তাহলে অন্য দিনের মতো আজকের দিন কাটতো এতো speical হতো না, শুধু আমি কেন যে কেউ যদি আগে এই বেকারত্ব দূর করে তাহলে নিজ পরিবারের মানুষের আপনাকে কোন অন্যভাবে ভালবাসবে অন্যরকম আপ্যায়ন করবে,শুধুমাত্র বেকারত্ব দূর করতে হবে নিজেকে যোগ্য করে তুলতে হবে |
আমি বেশি শিক্ষিত না, পড়ালেখাও নেই অতটা, বন্ধু-বান্ধবও কম ,তেমন টাকা পয়সা নেই, হাতে দামি ফোনও নেই, তারপরও এই প্রকৃতি তুলে ধরতে ভালো লাগে, ছবি ভিডিও তুলতে ভালো লাগে, কবিতা লিখতে ভালো লাগে ,নিজের জীবন থেকে নেওয়া কিছু সত্য লাইন গুলো লিখতে ভালো লাগে |বাস এইটুকুই আর এইটুকুতে আমার জীবনের অনেক শান্তি☺️