
10/09/2025
ভালোবাসা মানে যেমন সারাদিন Love You বলা না, ঠিক তেমনি সারাদিন miss you বললেই যে আপনি তাকে প্রচন্ড মনে করছেন তাও না। care করার জন্য প্রতি second এ call দেওয়ার দরকার পড়েনা। যদি তার কথা মনোযোগ দিয়ে না শোনেন, আপনি তার মুখ দেখে বুঝতেই না পারেন সে কেমন আছে। সারাদিনে একবার কথা বলেও ভালোবাসা যায় যদি সেটার মধ্যে ভালোবাসা থাকে। ভালোবাসলে ভালোবাসার মত বাসুন। যাকে ভালোবাসবেন তার সবকিছুকেই ভালোবাসতে শিখুন। তার ভালো লাগা গুলোকে প্রাধান্য দিন কারণ আপনার কথা এবং আচরণই ভালোবাসার বহিঃপ্রকাশ.... 😊😊😊