Brunei Bd Arif

Brunei Bd Arif অন্যের জন্য শুভ কামনা করলে,ওইটা ফিরে নিজের দিকে আসে!✅

🇧🇳 বিডি আরিফ -দোকান বান্ডার ।
whatsp -7305384

আজকের বিজয়ী এই ৩ জন। 🇧🇳🌷খেলা মাত্র শুরু সামনে আরো বড় কিছু হবে।
23/07/2025

আজকের বিজয়ী এই ৩ জন। 🇧🇳🌷

খেলা মাত্র শুরু সামনে আরো বড় কিছু হবে।

23/07/2025

কে হবে আজকের বিজয়ী??

কে হবে বিজয়ী  --৩টি পুরুস্কার দেওয়া হবে একটু পর লাইভে 🇧🇳।
23/07/2025

কে হবে বিজয়ী --৩টি পুরুস্কার দেওয়া হবে একটু পর লাইভে 🇧🇳।

23/07/2025

Today Dollar Gold Uodate ||

জরুরী নিয়োগ ব্রুনাই প্রবাসী। 🇧🇳🇧🇳সেলাই কাজ জানা একজন লোক প্রয়োজন এই দোকানের জন্য। বেতন ৫০% কমিশনে। whstpp 730🥰5384
22/07/2025

জরুরী নিয়োগ ব্রুনাই প্রবাসী। 🇧🇳🇧🇳
সেলাই কাজ জানা একজন লোক প্রয়োজন এই দোকানের জন্য।
বেতন ৫০% কমিশনে।

whstpp 730🥰5384

আজকে টাকার রেট।
22/07/2025

আজকে টাকার রেট।

স্কুলের ঘন্টা বাজছিল, বই খোলা ছিল, শিক্ষক পড়াচ্ছিলেন...হঠাৎ এক মুহূর্ত—একটি বিমান আকাশ থেকে ধেয়ে এলো,✈️😭আর ভেঙে পড়লো ঠিক...
21/07/2025

স্কুলের ঘন্টা বাজছিল, বই খোলা ছিল, শিক্ষক পড়াচ্ছিলেন...
হঠাৎ এক মুহূর্ত—একটি বিমান আকাশ থেকে ধেয়ে এলো,✈️😭
আর ভেঙে পড়লো ঠিক সেই স্কুলের উপর।
শব্দ থেমে গেল, কলরব থেমে গেল, ছোট ছোট স্বপ্ন থেমে গেল ধ্বং*সস্তূপে।
যারা জীবন শুরু করছিলো, তারা আজ বিদায় নিলো—কারো কিছু বুঝে ওঠার আগেই।
এই কষ্টের কোনো ভাষা নেই, শুধু একটাই প্রশ্ন—এত নিষ্ঠুর কেন বাস্তবতা?

আল্লাহ নিহত শিশুদের জান্নাত দান করুন,
আর আহতদের সুস্থতা ও পরিবারের জন্য ধৈর্য দান করুন। আমিন।"**

21/07/2025

ব্রুনাই প্রবাসী 🇧🇳লাইভ শে*য়ার কমে*ন্ট করলে ৩টি পুরুস্কার দেওয়া হবে।

লাইভে আসতেছি -যারা কমেন্ট শেয়ার করবে তাদের উপহার দিব এগুলা।
21/07/2025

লাইভে আসতেছি -যারা কমেন্ট শেয়ার করবে তাদের উপহার দিব এগুলা।

21/07/2025

আজ বিকাল ৫.৩০ লাইভে আসবো ,
তুতং ,সিরিয়া ,কেবি এরিয়া এখন থেকে আমার সকল পন্য হোম ডেলিভারি পাবেন।

এক সময় বিল গেটস একটি ব্যাংক থেকে কিছু লোনচেয়েছিলেন।কিন্তু ব্যাংক তাঁকে লোন দেয়নি।সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটিই কিনে ...
21/07/2025

এক সময় বিল গেটস একটি ব্যাংক থেকে কিছু লোন
চেয়েছিলেন।কিন্তু ব্যাংক তাঁকে লোন দেয়নি।
সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটিই কিনে নিয়েছিলেন।

ছেঁড়া শার্টের কারণে এন্ড্রু কার্নেগিকে পার্কে ঢুকতে
দেওয়া হয়নি। সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী
ব্যক্তি হওয়ার পর পুরো পার্কটি ক্রয় করেন
এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন,
আজ থেকে পার্ক সবার জন্য উন্মুক্ত!

আজ গলা ধাক্কা খেয়েছেন? কোন ব্যাপার ন!
একদিন সেই লোকগুলোই আপনার গলায় ফুল দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে।

আজ কেউ আপনাকে ঠকিয়েছে?
কোন ব্যাপার না!
একদিন সে-ই লোকটি আপসোস করে বলবে,
আপনাকে ঠকিয়ে সে বেঁচে যায় নি! উল্টো নিজেও ঠকে গেছে অন্য কারো কাছে।

আজ আপনাকে দেখে "ক্ষ্যাত" বলে কেউ দূরে সরে যাচ্ছে?
ব্যাপার না!
একদিন সেই লোকগুলোই আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য আপনার কাছে আসবে।

আজ গরিব বলে কেউ আপনাকে অবজ্ঞা করছে,
ব্যাপার না!
হয়তো একদিন সেই লোকগুলো আপনার নিকট সহায্যের জন্য হাত পাতবে।

এসব পিছুগল্পের দিকে তাকিয়ে থাকলে আপনি চিরকাল
অপমান, লাথি, গুঁতা, বাঁশ, ক্রাশ ইত্যাদি খেয়েই যাবেন।

কে কী করছে, কী ভাবছে-সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে
এগিয়ে গেলেই কেবল একদিন আপনি উদাহরণ কিংবা
দৃষ্টান্ত হতে পারবেন।

জীবনে ছোট খাট বিষয় নিয়ে পড়ে থাকার কোন মানে হয়না।
জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়,
অনেক কিছু মেনে নিতে হয়।

সময় যখন পক্ষে থাকে না, তখন অনেক কিছু সহ্য করেও মুখ বুজে নিজের লক্ষে এগিয়ে যেতে হয়।

একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা
যুগে যুগে নজরুলের মতো চায়ের দোকানে কাজ করে
জীবন বাঁচিয়েছেন।
তাহলে আপনি কেনো পারবেন না?

শুধু একটি কথা মাথায় রাখুন,
হয়তো আজ সময় আপনার পক্ষে না।
কিন্তু একদিন সময় আপনার হবে।

Address

Faridgonj

Alerts

Be the first to know and let us send you an email when Brunei Bd Arif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brunei Bd Arif:

Share

Category