Nabila's Diary

Nabila's Diary DM for collaboration/ paid- non paid PR, products, dress shoot and many more. Thank you and take love from Faridpur ❤️🥰
(1)

কেন যে পাকিস্তান থেকে আলাদা হলো ইস কত কম ঐখানে!!আমার কেন জানি মনে হচ্ছে স্বর্ণের বাজারে ব্যাপক ধ্বস নামবে কারণ ২০১২-১৩ এ...
11/10/2025

কেন যে পাকিস্তান থেকে আলাদা হলো ইস কত কম ঐখানে!!আমার কেন জানি মনে হচ্ছে স্বর্ণের বাজারে ব্যাপক ধ্বস নামবে কারণ ২০১২-১৩ এর দিকে এমন হয়েছিলো,,খুবই কম সময়ের মধ্যে স্বর্ণের দাম এমন আকাশ চুম্বী হয়ে গেলো যা কল্পনারও বাইরে,,কেমন যেন প্ল্যানমাফিক,,,যায় হোক আমি নিজেও চাই একটা বড়সড় ধ্বস নামুক সোনার বাজারে!

আল্লাহ,,প্রত্যেকটা ঠকে যাওয়া নারী কে "আছিয়ার" মতো ধৈর্য দিক!আর নারীদের ঠকানো প্রত্যেকটা পুরুষকে "ফেরাউনের" মতো ধ্বংস করু...
10/10/2025

আল্লাহ,,প্রত্যেকটা ঠকে যাওয়া নারী কে "আছিয়ার" মতো ধৈর্য দিক!
আর নারীদের ঠকানো প্রত্যেকটা পুরুষকে "ফেরাউনের" মতো ধ্বংস করুক!😅👍 Nabila S. Hossain

  মেনশন ই করে নাই ভাই, বাঙালির যে flex বেশি এটা এরাও জানে! এরা চাইলেই যখন খুশি তখন   কিনতে পারে কোন ব্যাপারই না 😅
08/10/2025

মেনশন ই করে নাই ভাই, বাঙালির যে flex বেশি এটা এরাও জানে! এরা চাইলেই যখন খুশি তখন কিনতে পারে কোন ব্যাপারই না 😅

ফরিদপুরের মাননীয় ডিসি সাহেবের সিগনেচার জাল করে ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি করার চেষ্টা স্কুলের ভারপ্...
07/10/2025

ফরিদপুরের মাননীয় ডিসি সাহেবের সিগনেচার জাল করে ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি করার চেষ্টা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের !!
এত বড় অপকর্ম আবারও সেই আদর্শ বালিকার অধ্যক্ষের? এও কি সম্ভব?? স্কুলের অধ্যক্ষেরই কোন আদর্শ কাজ করেনা??

এখনই কেন?? আবার ভয় ঢুকে গেলো!! ১০ তারিখে ট্রেনে ঢাকা যাওয়ার সব রেডি 😟
07/10/2025

এখনই কেন?? আবার ভয় ঢুকে গেলো!! ১০ তারিখে ট্রেনে ঢাকা যাওয়ার সব রেডি 😟

সত্যিকারের কার্টুনেও রাপাঞ্জেল এরকম নুডুলস মার্কা বেণী করছিল কিন্তু তবু ভাইরাল করতে হবে বলেই শুধু বীথি আপুর পিছে লাগছে স...
06/10/2025

সত্যিকারের কার্টুনেও রাপাঞ্জেল এরকম নুডুলস মার্কা বেণী করছিল কিন্তু তবু ভাইরাল করতে হবে বলেই শুধু বীথি আপুর পিছে লাগছে সবাই ….. যদিও একটু জংলা রিক্রিয়েশন হইছে তবুও নিজেকে কয়জন ই বা প্রিন্সেস ভাবতে পারে?? 🤣

প্রিয় প্রিন্সেস,

আপনি আমাদের মাথা মোটা ব্লগারদের ক্ষমা করে দিয়েন, আপনার সোনালি চুল কে জট পাকিয়ে কালো বানিয়ে সেটা তে ফুল ফল আর ঝিকিমিকি লাইট জ্বালানোর এই বিশেষ ক্ষমতার কথা আপনি জানলে খুবি অবাক হবেন।

ভাগ্যিস আপনি দুনিয়া তে এক্সিস্ট করেননা নাহলে আপনার পোশাক এর রঙ এর বাহার দেখলে আপনার এমনিও এই দুনিয়ার উপর রুচি উঠে যেতো।
আপনি আরো জানলে অবাক হবেন যে, এখন ঘরে ঘরে একটা করে আপনি রয়েছেন..! প্রতিটা ব্লগার এর মধ্যে আপনি বাস করছেন..! 😜

আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কে পবিত্র মাহে রমজান পালন করার মতো নেক হায়াত ও তৌফিক দান করুন, আমিন 🤲
06/10/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কে পবিত্র মাহে রমজান পালন করার মতো নেক হায়াত ও তৌফিক দান করুন, আমিন 🤲

একবার এক ঘোড়া সারাদিন পরিশ্রম করবার পর তার আস্তাবলে আসলো বিশ্রাম করার জন্য। সেই সময় একটি বিড়াল আসলো তার সাথে দেখা করত...
04/10/2025

একবার এক ঘোড়া সারাদিন পরিশ্রম করবার পর তার আস্তাবলে আসলো বিশ্রাম করার জন্য। সেই সময় একটি বিড়াল আসলো তার সাথে দেখা করতে। ঘোড়া বিড়ালটিকে বলল -" কাল কম কাজ করব। অনেক ক্লান্ত লাগছে। তাই কালকে একটু বেশি বিশ্রাম নিবো।

বিড়ালটি তারপর গরুর কাছে গেল। বলল- “ঘোড়া তো এখানে একেবারেই থাকতে চাচ্ছে না, কারণ ঘোড়ার মালিক নাকি ঘোড়াকে দিয়ে অনেক পরিশ্রম করায়। তাই ঘোড়া অন্য কোথাও যেতে চায়।”
তারপর গরুর সাথে একটি ছাগলের দেখা হল - গরু তখন ছাগলকে বলল-" ঘোড়া তো এখান থেকে চলে যেতে চায় । ঘোড়ার মালিক নাকি ওকে অনেক মারধর করে। সারাদিন অনেক কাজ করায়। ঠিকমত খেতেও দেয় না। "

সন্ধ্যায় সেই ছাগলের সাথে দেখা করতে খরগোশ এল।ছাগল তখন খরগোশ কে বলল - "ঘোড়া তো এখান থেকে যেতে চায়। ওর মালিক নাকি অনেক নিষ্ঠুর। ওকে শুধু মারধর করে। সারাদিন সবার সব কাজ ওকে দিয়েই করায়। ঠিকমতো খাবারও খেতে দেয় না। সে নাকি কালকেই এখান থেকে চলে যাবে। "

সন্ধ্যায় মালিকের এক কর্মচারী ফার্মে এলো। কর্মচারীকে দেখে খরগোশ তাকে বলল - "ঘোড়া তো এখানে থাকতেই চায় না। ও নাকি অন্য ফার্ম খুঁজে পেয়েছে। সেখানে মালিক অনেক ভালো। না মারধর করে, না বেশি কাজ করায়, না ক্ষুধার্ত রাখে। এই কারণে কাল ঘোড়া এখান থেকে চলে যাবে।
সেবক এই কথা শুনে মালিকের কাছে গিয়ে বলল- "ঘোড়া তো বিদ্রোহ করেছে। কালকে নাকি ঘোড়া এখানের সব পশুদের কে নিয়ে আরেকটা ফার্মে চলে যাবে। "

মালিক এই কথা শুনে ভীষণ রেগে গেল এবং সেই রাতেই বিষের ইনজেকশন দিয়ে ঘোড়াকে মেরে ফেলল।

এখন বলেনতো ঘোড়াটি কেন মারা গেল?

না ও এই ধরনের কথা বলেছে, না ও বিদ্রোহ করেছে, ও তো এই ধরনের কোন কিছুই ভাবেনি। ঘোড়াটি শুধুমাত্র একটা বড় ভুল করে ফেলেছিল, আর তা হল ও ওর মনের কথা অন্যকে বলে দিয়েছিল।

জীবনে ওই ঘোড়াটির মতো আমাদেরও ভুল হয়ে যায় যে, আমরা আমাদের মনের কথা অন্যকে বলে ফেলি। একটা কথা মনে রাখবে, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এতটা বুদ্ধি নেই যে, সে তোমার কথা বুঝতে পারবে।

পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার সামনে তোমার শুভাকাঙ্ক্ষী হওয়ার ভান করবে আর তোমার পিছনে তোমার কষ্টকে মজা বানিয়ে ফেলবে।
আবার কিছু মানুষ আছে যারা তোমার কষ্টটাকে ব্যবহার করবে নিজের ফায়দার জন্য, যার লোকসান ভবিষ্যতে তোমাকেই সহ্য করতে হবে।

এইজন্য তুমি তো কারো অভ্যাস পরিবর্তন করতে পারবে না। কারো খারাপ নিয়তকেও বদলাতে পারবেনা।
তাই এটাই সবচেয়ে ভালো যে নিজের এবং নিজের পরিবারের কথা কাউকে না বলে নিজের মধ্যে রাখা।।

আচ্ছা মনে করেন,কারো সুখ দেখলে আপনার প্রচণ্ড রাগ হয়,হিংসে আসে মনে তাই হিংস্র হয়ে আপনি তাকে ব্ল্যাক ম্যাজিক করে তার সুন্দ...
04/10/2025

আচ্ছা মনে করেন,কারো সুখ দেখলে আপনার প্রচণ্ড রাগ হয়,হিংসে আসে মনে তাই হিংস্র হয়ে আপনি তাকে ব্ল্যাক ম্যাজিক করে তার সুন্দর চেহারাটা নষ্ট করে দিলেন, তার শারীরিক এবং মানসিক সুস্থতা কেড়ে নিলেন — ধরেন তাকে মেরেও ফেললেন।

এতে আপনার কী লাভ হলো?সে মারা গেলে কি আপনি তার সুন্দর চেহারাটা পেয়ে যাবেন?নাকি তার জীবনের হাসিগুলো আপনার জীবনে ফুটে উঠবে?নাকি তার লাইফস্টাইল,তার তিলে তিলে সাজানো সংসারটা আপনার হয়ে যাবে?

এগুলো কিছুই হবে না। কী হবে জানেন? আপনার আজীবনের করা ইবাদত নষ্ট হয়ে যাবে।কারও জীবনের বিনিময় কি এটাই কি আপনার প্রাপ্তি?এটাই কি আপনার কাঙ্খিত শান্তি?

কারো এতো বড় ক্ষতি করে সুখী হতে পারবেন তো?জায়নামাজে আল্লাহর সামনে বসতে পারেন তো?রাতে আপনার চোখে স্বস্তির ঘুম আসে?

রেগে গেলে বা মন খারাপ হলেই আম্মুর ডায়লগ ছিল—“আজ যদি আমি একটা চাকরি করতাম, তোমাদের এই সংসারটা ফেলে দিয়ে নিজের মতো চলে যেত...
03/10/2025

রেগে গেলে বা মন খারাপ হলেই আম্মুর ডায়লগ ছিল—
“আজ যদি আমি একটা চাকরি করতাম, তোমাদের এই সংসারটা ফেলে দিয়ে নিজের মতো চলে যেতাম।”

আজকাল আপনারা আমার রান্নার ভিডিও দেখে খুব খুশি হন। অথচ বিয়ের আগে আমি রান্নাঘরে ১৫ মিনিটও টিকে থাকতে পারতাম না।
ভাত রাঁধতে পারি কি না, রুটি গোল হয় কি না—এসব নিয়ে আমার মায়ের এক ফোঁটা মাথাব্যথা ছিল না।

তার প্রথম মাথাব্যথা ছিল—
মেয়েটা যেন নিজের পায়ে দাঁড়ায়, নিজের আয় করে, নিজের শখ-চাহিদার জন্য কাউকে মুখাপেক্ষী না হয়।
আম্মু সবসময় বলতেন—
“এমন চাকরি করবি যেন রান্নার জন্য আলাদা লোক থাকে, ঘরের কাজের জন্য আলাদা লোক থাকে। তুই খালি নিজের চেয়ারে বসে রাজকন্যার মতো খাবি। স্বামীর কাছে কিছু চাইতে হবে না।”

এখন বুঝি—এই জেদটা আম্মুর নিজের ট্রমা থেকে আসত।

মেয়েদের বলা হয়—“এটা তোমার সংসার, স্বামী তোমার, সন্তান তোমার—কাজ করবে না তো কে করবে?”
কিন্তু সেই সংসারে মেয়েদের ভ্যালু দেওয়া হয় শূন্যেরও নিচে।
শখের কিছু চাইলে একশো জেরা পেরোতে হয়। এত প্রশ্ন পার হয়ে কিছু পেলে সেই শখও আর শখ থাকে না।

প্রশ্ন হলো—
যে সংসারটা মেয়েরও সমান, সেখানে মেয়েটার মতামত কেন ‘ইনভ্যালিড’ হয়ে যায়, শুধু সে টাকা রোজগার করে না বলে?
ছেলেরা যে ঘরে ফিরে গরম ভাত, পরিপাটি কাপড়, ফ্রেশ বিছানা পায়—এসব ছাড়া কি শুধু টাকা দিয়ে জীবন চলে?

তাহলে যদি টাকা-ই সম্মানের মাপকাঠি হয়, মেয়েরা কেন অসম্মান নিয়ে সংসার করবে?
তারা নিজেরাই আয় করবে, নিজের টাকায় নিজের সম্মান বজায় রাখবে।

আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে যখন কোনো ছেলে গর্ব করে বলে—
“আমার মা/খালা এসব নিয়ে কখনো ঝামেলা করেনি।”
কিন্তু চুপ করে কষ্ট সহ্য করা মানেই কষ্টটা ছিল না—এমনটা কি সত্যি?

আর এখনকার কনসেপ্ট তো আরও মজার—
“আমরা ঘরে থাকব, রাজরানীর মতো থাকব, বাইরে গিয়ে কষ্ট করে কাজ করব কেন?”

প্রিয় রানীরা, বাইরে না গিয়ে বসে থাকতে চাইলে কোনো সমস্যা নেই।
কিন্তু মনে রেখো—যে কষ্টটা এখন এড়িয়ে যাচ্ছ, তার দ্বিগুণ কষ্ট একদিন ঘরে হেঁটে ঢুকবে।
২৪ ঘণ্টা খেটে খুটে শুনতে হবে—“থাকো তো ঘরে খালি, কাজের কাজই বা কী করো?”

ভাবতেই কেমন লাগে তাই না? 🙂

কিসের সোনার হরিণ, যার হরিণ সে নিয়ে যা ভাই 😒 যেমন সময় তেমন নেট/Data খরচ কিন্তু ফলাফল = !! এই জন্যই বড় বড়   রা বিদেশে/...
03/10/2025

কিসের সোনার হরিণ, যার হরিণ সে নিয়ে যা ভাই 😒
যেমন সময় তেমন নেট/Data খরচ কিন্তু ফলাফল = !!
এই জন্যই বড় বড় রা বিদেশে/ বিজনেসের দিকে যাচ্ছে 🤨

আপনি ভরপুর ইনগেজমেন্ট আর ফলোয়ার পাবেন যদি এই ছোট্ট কাজ করলে যদি আপনি আমার এই পোষ্টে একটি কমেন্ট করে আর যারা কমেন্ট করেছ...
02/10/2025

আপনি ভরপুর ইনগেজমেন্ট আর ফলোয়ার পাবেন যদি এই ছোট্ট কাজ করলে যদি আপনি আমার এই পোষ্টে একটি কমেন্ট করে আর যারা কমেন্ট করেছে তাদের রিয়াকশন দিবেন। তালে ইনগেজমেন্ট ও ফলোয়ার পাবেন ☺️ Nabila S. Hossain

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Nabila's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nabila's Diary:

Share