BD বিচিত্রা

BD বিচিত্রা পথ চলো তাহার নামে,
যিনি তোমাকে সৃষ্টি করেছেন

27/11/2025

মহান আল্লাহ তা'আলার কে নিয়ে কটূক্তি করার পরও যারা এমন মন্তব্য করেন, তারা আসলে কি চান, আমি জানি না। দয়া করে মন্তব্য করে যাবেন আপনারা।

📢 বিশেষ ঘোষণা!​অপেক্ষার অবসান! মজলুম জননেতা আসছেন!​বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নেতা, মজলুম জননেতা এটিএম আজহারুল ই...
26/11/2025

📢 বিশেষ ঘোষণা!
​অপেক্ষার অবসান! মজলুম জননেতা আসছেন!
​বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নেতা, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম (হাফি.) আগামী ২ ডিসেম্বর, মঙ্গলবার আপনাদের মাঝে আসছেন!
​তাঁর এই আগমন উপলক্ষে অম্বিকা ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
​দীর্ঘদিন পরে তাঁর এই গুরুত্বপূর্ণ আগমন আমাদের সকলের জন্য আনন্দের ও অনুপ্রেরণার।

​আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী
​আসুন, এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দলে দলে যোগ দিয়ে এই সমাবেশকে সফল করি। আমাদের প্রিয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানাই।
​ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই!
​ #এটিএম_আজহারুল_ইসলাম #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #অম্বিকা_ময়দান #জনসভা #ঐক্যবদ্ধ_হোন

দেশের আনাচে-কানাচে এখন একটাই রব— দাঁড়িপাল্লার জোয়ার চলছে! এই জোয়ার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি হচ্ছে ন্যায় ও ইনসাফ...
22/11/2025

দেশের আনাচে-কানাচে এখন একটাই রব— দাঁড়িপাল্লার জোয়ার চলছে! এই জোয়ার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জোয়ার, যা গোটা জাতিকে এক নতুন দিনের বার্তা দিচ্ছে।
​দীর্ঘ সংগ্রামের পর জন-মানুষের এই প্রিয় প্রতীক 'দাঁড়িপাল্লা' ফিরে আসায় দেশবাসী উল্লসিত।
​এটি কেবল একটি প্রতীক নয়, এটি মজলুমের পক্ষে দাঁড়িয়ে রাষ্ট্রীয় জীবনে ভারসাম্য, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার।

​আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ এই প্রতীকের ছায়াতলে থেকেই জনগণের ম্যান্ডেট নিয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করবে।
​আমরা বিশ্বাস করি, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের অধীনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

​আসুন, সকল অবিচার ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পতাকাতলে সমবেত হই। জনগণের রায়ের মাধ্যমে জামায়াত ইসলামী ইনশাআল্লাহ আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।
​ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে!

#দাঁড়িপাল্লার_জোয়ার #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #আগামী_নির্বাচন #ন্যায়ের_শাসন #ইনসাফ_ভিত্তিক_সমাজ

19/11/2025

কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ
কপাল পোড়া জাতি, তিনি শুধু বাংলাদেশের সম্পদ ছিল না, তিনি ছিলেন সারা মুসলিম জাহানের সম্পদ।
তার এলেম, তার বয়ান, তার প্রজ্ঞা আজও লক্ষ মানুষের হৃদয়ে আলো ছড়ায়।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন- আমিন
#দেলোয়ার #হোসাইন #সাঈদী

19/11/2025

তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত কর এবং এ বিষয়ে তোমরা কোন মতবিরোধ করো না
সুরা- আশ শুরা
আয়াত -১৩

17/11/2025

দুই নেত্রীর প্রতি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। #

নৌকা দিয়েও দেশ চালাইছি,চাচার লাঙ্গল দিয়েও দেশ চালাইছি,ভাবির ধানের শীষ দিয়েও দেশ চালাইছি। বিনিময়ে দুর্নীতি, চাদাবাজ আর অ...
16/11/2025

নৌকা দিয়েও দেশ চালাইছি,চাচার লাঙ্গল দিয়েও দেশ চালাইছি,ভাবির ধানের শীষ দিয়েও দেশ চালাইছি। বিনিময়ে দুর্নীতি, চাদাবাজ আর অনিয়ম ছাড়া কিছুই পাইনি। এবার একবার দাঁড়িপাল্লা কে ভোট দিতে চাই । এতো দিন স্বাধীনতার পক্ষের শক্তি দিয়ে দেশ চালালেন। আজ স্বাধীনতার পক্ষে শক্তি এতদিন কি করছে তা তো সবারই জানা। তাই এবার জণগণ পরিবর্তন চায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কে একবার সুযোগ দিয়ে দেখতে চায় তারা কি ভাবে দেশ পরিচালনা করে।।
#বাংলাদেশ_বদলাক #দাঁড়িপাল্লা #নতুন_নেতৃত্ব #পরিবর্তন_চাইবুবুর

15/11/2025

কি সব বলছেন এই মহিলা! চাঁদার টাকা নাকি লন্ডনে তারেক রহমানের কাছে ১০% পৌঁছায়....?
#তারেক #বিএনপি #রাজনীতি #বাংলাদেশ

15/11/2025

মুসলমানি আর বিয়ে যদি এক সাথে সম্ভব হয়, তাহলে গণভোট ও জাতীয় নির্বাচন এক সাথে সম্ভব।

14/11/2025

ডা. ইউনুস সরকারের গতকালের জাতির উদ্দেশ্যে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে আয়োজনের ঘোষণার তীব্র প্রতিবাদে আজ ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণতন্ত্র পুনরুদ্ধার জুলাই সনদ বাস্তবায়ন ও জনগণের ভোটাধিকারের সুরক্ষায় এই সমাবেশ ছিল জনতার স্পষ্ট বার্তা—যে কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ।
#গণতন্ত্র #জুলাইসনদ #রাজনীতি #বাংলাদেশজামায়েতইসলামী #বাংলাদেশ

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when BD বিচিত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share