
22/04/2025
ধূলাফুল (তুলাফুল) – এক নিঃশব্দ যাত্রা
খুব সাধারণ, পথের ধারে জন্মানো এক গাছ। কেউ খেয়াল করে না, কেউ আগাছা বলে পাশ কাটিয়ে যায়। কিন্তু যখন সেই ছোট্ট ফুলটা শুকিয়ে যায়, তখন হঠাৎ করেই সে হয়ে ওঠে এক উড়ন্ত স্বপ্নের প্রতীক। তুলার মতো হালকা বীজগুলো বাতাসে ভেসে চলে—যেন কেউ তার কথা না বললেও, সে নিজের অস্তিত্ব ছড়িয়ে দেয় চুপিচুপি, হাওয়ার সঙ্গে।
এই ফুল আমাদের শেখায়—
চুপ থেকেও ছড়িয়ে পড়া যায়।
ছোট হয়েও স্বপ্নের মতো উড়া যায়।
অগোচরে থেকেও জীবনকে ছুঁয়ে দেওয়া যায়।
ছোটবেলায় এই ফুলটা হাতে নিয়ে এক দমে ফুঁ দিয়ে উড়িয়ে দিতাম। তখন মনে হতো, প্রতিটা উড়ন্ত বীজ একটা করে ইচ্ছে নিয়ে উড়ছে। এখন বুঝি—ওগুলো কেবল বীজ না, জীবনের পাঠ।