আমার স্বপ্ন,আমার সংগ্রাম

আমার স্বপ্ন,আমার সংগ্রাম "আমার স্বপ্ন, আমার সংগ্রাম "

17/10/2025
17/10/2025

কলিজা ঠান্ডা হয়ে যায়..
#আনিচুররহমানআশরাফি #হুজুর।

14/10/2025
মাগুরার ঘটনায়  অনেকে ধর্ষিতা মেয়েটার বোনের শ্বশুরকে দোষী করলেও,  আসল ঘটনা কিন্তু সেইটা নয়। ধর্ষিতা ৮ বছরের শিশু মেয়েটির ...
07/03/2025

মাগুরার ঘটনায় অনেকে ধর্ষিতা মেয়েটার বোনের শ্বশুরকে দোষী করলেও, আসল ঘটনা কিন্তু সেইটা নয়। ধর্ষিতা ৮ বছরের শিশু মেয়েটির মায়ের মুখের বর্ণনা শুনলাম। তাতে তিনি স্পষ্ট বলেছেন, শিশু মেয়েটি ও তার বোন দুলাভাই এক রুমে একই খাটে শুয়ে ছিল রাতে। কিন্তু হঠাৎ রাত যখন দুইটা বাজে তখন শিশুটির বোন ঘুম ভেঙে দেখে মেয়েটি মুমূর্ষু অবস্থায় নিচে পড়ে আছে। তাহলে কে করলো এটা? অবশ্যই শিশু মেয়েটির দুলাভাই। শিশুটির বোনও এই একই কথা বলেছেন যে তার স্বামীই এটা করেছে। কারন ঐ রুমে তখন একজন মাত্রই পুরুষ ছিল। ধর্ষকের নাম সজীব( শিশুটির দুলাভাই) তার বাবার নাম হিটু। বাসা নিজনান্দুয়ালি ঈদগাহ ময়দান এলাকায়। এলাকায় তাদের আমলনামা সম্পর্কে জানা যায় হিটু নামক লোকটি অর্থাৎ সজীবের বাবা নাকি তার স্বীয় পুত্রবধুর সাথেও এই একই কাজ করেছিল। মেয়েটির শরীরের আলামত দেখে স্পষ্ট বোঝা যায় তার গলায় দড়ির দাগ। এ থেকে বোঝা যায় তাঁকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিল ধর্ষক। কিন্তু গলায় ফাঁস দেওয়ায় শ্বাস প্রশ্বাস নিতে না পারায় মেয়েটি সেন্সলেস হয়ে গেলে ধর্ষক তাঁকে মৃত ভেবে ফেলে রাখে। এই রমজান মাসে এই জঘন্য ঘৃণিত কাজ যে করলো তাঁকে ইসলামি বিধি মোতাবেক মাটিতে শরীরের অর্ধেকটা পুতে বাকিটাতে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করতে হবে। ধর্ষণের শাস্তি একটাই মৃত্যুদন্ড। এরা মানুষ না, এরা হিংস্র পশুর থেকেও জঘন্য। নিজের বোনের ঘরেও নিরাপদ নয় মেয়েরা। ধিক্কার জাতি। ধিক্কার মনুষ্যত্ব। আর মাগুরার কথিত সাংবাদিকরা নিউজের নামে লাইভে এসে পাগলের মতো খানিকক্ষণ আন্দাজে না বকলে মাগুরার সাধারণ জনগণ খুশি হবে।

মেয়েটিকে মাগুরা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য বর্তমান ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। মেয়েটি আইসিইউতে আছে। অবস্থা আশংকা জনক। মেয়েটির চিকিৎসার দায়িত্ব নিলেন মাগুরার মা মাটি ও মানুষের নেতা রবিউল ইসলাম নয়ন ভাই
ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
সকলে তার সুস্থতা কামনা করি।

তুষার'স কেয়ার এর একাডেমিক জুনিয়র শাখা৫ম থেকে ১০ম শ্রেণিবিকাল ৩ টার শিফট এ ছাত্র-ছাত্রীদের মাঝে ক্যালেন্ডার বিতরন।
15/01/2025

তুষার'স কেয়ার এর একাডেমিক জুনিয়র শাখা
৫ম থেকে ১০ম শ্রেণি
বিকাল ৩ টার শিফট এ ছাত্র-ছাত্রীদের মাঝে ক্যালেন্ডার বিতরন।

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার স্বপ্ন,আমার সংগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার স্বপ্ন,আমার সংগ্রাম:

Share