Varansi

Varansi Sad Songs | Hindi Sad Songs | turu love | Heart Touching

পরিবেশটা অনেক সুন্দর সাথে ক্যান্টিন ও
27/11/2025

পরিবেশটা অনেক সুন্দর সাথে ক্যান্টিন ও

দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা—বাবার কাঁধে সন্তানের লা*শ! 💔দীর্ঘ ৬ দিনের অপেক্ষার প্রহর শেষ হলো, কিন্তু এমন ভয়ানকভাবে? চাঁদপুর...
27/11/2025

দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা—বাবার কাঁধে সন্তানের লা*শ! 💔

দীর্ঘ ৬ দিনের অপেক্ষার প্রহর শেষ হলো, কিন্তু এমন ভয়ানকভাবে? চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড় সাক্ষী হলো এক মর্মান্তিক দৃশ্যের। যে মেয়েটি ছিল বাবার চোখের মনি, তাকেই আজ বাবা নিজে পানি থেকে টেনে তুলছেন।

ছবিটার দিকে তাকালে কি বুকটা ফেটে যায় না? মেয়েটির হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এলাকাবাসীর ধারণা, পাষণ্ডরা মেয়েটিকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল।

ভাবা যায়? যে হাত দিয়ে বাবা মেয়েকে আদর করে বড় করেছেন, আজ সেই হাত দিয়েই মেয়ের পচগলা দেহ টেনে পাড়ে তুলছেন। এই য/ন্ত্র/ণা একজন বাবা কীভাবে সইবেন?

আমরা কি তবে পশুদের রাজত্বে বাস করছি? যেখানে একটা মেয়ে ঘর থেকে বের হলে আর নিরাপদে ফেরার নিশ্চয়তা নেই? এই বাবার চোখের পানির দায় কে নেবে?

আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। সেই নরপশুদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শা*স্তি দেওয়া হোক, যাতে আর কোনো বাবাকে এমন দৃশ্য দেখতে না হয়।

📍 স্থান: ডাকাতিয়া নদী, চাঁদপুর সদর।

ডায়াগনস্টিক সেন্টারে চাকরি সূত্রে ডাক্তারের সাথে প্রেম। মেয়েটার স্বামী ও একটা সন্তান আছে তবুও মন গলেনি, প্রেমে পাগল হয়ে...
26/11/2025

ডায়াগনস্টিক সেন্টারে চাকরি সূত্রে ডাক্তারের সাথে প্রেম। মেয়েটার স্বামী ও একটা সন্তান আছে তবুও মন গলেনি, প্রেমে পাগল হয়ে স্বামীকে ডিভোর্স দিলো, বাচ্চাটা অনেক কান্নাকাটি করে বলেছিলো মা তুমি আমাকে ছেড়ে যেও না। উত্তরে বলেছিলো, তোর ভাদা*ইমা বাপের কাছে আমি কোনো দিন সুখি হবো না, বছরে যে ৪/৫ সুট জামা দিতে পারে না,কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে না, আমাকে ভালো কোনো ফোন কিনে দিতে পারে না তার সাথে থাকার চেয়ে না থাকা ভালো। তারপরে বিয়ে করে ডাক্তার প্রেমিককে। বিয়ে করার কিছুদিন পরেই বাধে ঝামেলা, নতুন শ্বশুর বাড়ির লোকজনের সাথে বুনি বোনা হয় না, আর ডাক্তার স্বামীর রুপ ও বদলে গেলো আর তখন ডাক্তার ওই মহিলাকে তা*লা*ক দেয়। মহিলা লাইভে এসে বললো, মাসুদ তোমাকে আমি অনেক ভালোবাসছিলাম আমার স্বামী সন্তান ফেলে তোমার কাছে আসছিলাম, তুমি আমায় ঠকিয়েছো। তার কিছুক্ষন পরেই গলায় Faস দিয়ে চলে গেলো না ফেরার দেশে। 😭
ঘটনাটি : বরিশালের, আগৈলঝাড়া

কেউ চিনতে পারছেন এরা হলো ওয়ার্ল্ডের ৭০ শতাংশ সম্পদের মালিক
25/11/2025

কেউ চিনতে পারছেন এরা হলো ওয়ার্ল্ডের ৭০ শতাংশ সম্পদের মালিক

Al Saif Beach Park jeddha
20/11/2025

Al Saif Beach Park jeddha

09/11/2025

ছেলেটার পারিশ্রমিকের টাকার জন্য ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছিল আর বারবার অনুরোধ করে বলতেছিল ‘স্যার টাকা টা দেন’ ‘স্যার টাক...
09/11/2025

ছেলেটার পারিশ্রমিকের টাকার জন্য ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছিল আর বারবার অনুরোধ করে বলতেছিল ‘স্যার টাকা টা দেন’ ‘স্যার টাকা টা দেন’। বার বার বলার পরেও ছেলেটাকে টাকা দেয়নি‌। ছেলেটা ট্রেন থেকে হাত সরিয়ে নিয়ে বললো “আল্লাহ আপনার বিচার করবো, আল্লাহ আপনার কড়া বিচার করবো”। বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো।

এমন একটা দেশে বসবাস করি যেখানে কুলীর সামান্য কিছু টাকা মেরে দেয়- আপনার, আমার মতো নামধারী ভদ্রলোকেরা। যারা খেটে খাওয়া মানুষের ঘাম জড়ানো টাকা মেরে খায়- উপরওয়ালা জানি তাদের কঠিন বিচার করে‌। আর কিছু বলার নাই।

Address

Faridpur

Telephone

+8801303841998

Website

Alerts

Be the first to know and let us send you an email when Varansi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share