ইলিয়াস - ELIUS

ইলিয়াস - ELIUS - Welcome To ইলিয়াস - ELIUS ❤️🥰
- Stay With Us🌺
- Thank You💛

19/02/2025

ভোটার আইডির ঠিকানা অথবা ভোটার এলাকা পরিবর্তন ২০২৫

03/01/2025

২০২৫ সালের নতুন বই ডাউনলোড করুন সম্পূর্ণ ফ্রী। প্রাথমিক ও মাধ্যমিক স্তর।

নতুন বই ২০২৫,২০২৫ সালের বই,নতুন বই ডাউনলোড ২০২৫,২০২৫ সালের নতুন বই,৯ম শ্রেণির নতুন বই ২০২৫,৮ম শ্রেণির নতুন বই ২০২৫,৭ম শ্রেণির নতুন বই ২০২৫,১০ম শ্রেণির নতুন বই ২০২৫,২০২৫ সালের নতুন বই কবে দিবে ? প্রাথমিক মাধমিক বই,নতুন বই ডাউনলোড,৭ম শ্রেণি নতুন বই ২০২৫,২০২৫ সালের বই কখন দিবে,২০২৫ সালের বই কখন পাবো,২০২৫ সালের সকল বই ডাউনলোড কিভাবে করব,২০২৫ সালের ৯ম শ্রেণির সকল বই ডাউনলোড লিংক,২০২৫ সালের নতুন বই কবে দিবে,কেমন হবে ২০২৫ সালের নতুন বই

আলহামদুলিল্লাহ। প্রিয় হুজুর এই মাত্র বাংলাদেশে পৌঁছেছেন।🤍
02/10/2024

আলহামদুলিল্লাহ।
প্রিয় হুজুর এই মাত্র বাংলাদেশে পৌঁছেছেন।🤍

28/09/2024

পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, আবেদন ফি ৪০ টাকা। ❤️

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদসংখ্যা: ৩০৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী

শিক্ষাগত যোগ্যতাঃ
আগ্রহীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ
বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

বয়সঃ
২০২৪ সালের ১৫ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮-২০ বছরের মধ্যে হতে হবে।

26/09/2024

তারপর বলো, টেলিগ্রাম যোদ্ধারা! কে কত কোটি বিলিয়ন ডলারের মালিক হইলে?💲🤣
⬇️তারিখটা আজকে⬇️
🥱26 Sep 2024🥱

06/09/2024

সেন্টমার্টিন যেতে রেজিষ্ট্রেশন করতে হবে এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

- পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়।

12/08/2024

নগদ - Nagad | বাংলাদেশ থেকে কি আসলেই বন্ধ হয়ে যাচ্ছে নগদ? নাকি পালিয়ে যাচ্ছে নগদ?
#নগদ
নগদ কি বন্ধ হয়ে যাবে,নগদ থেকে টাকা দিচ্ছে না কেন,ব্যাংক গুলো কি বন্ধ হয়ে যাবে,নগদ কি পালিয়েছে,নগদ কি বন্ধ হবে,নগদ কি পালিয়ে গেছে,বিদেশ থেকে টাকা আসলেই,নগদে টাকা উঠানো যাচ্ছে না,nagad,নগদে ক্যাশ আউট হচ্ছে না,নগদ একাউন্ট থেকে টাকা চুরি হয়ে গেছে,কিভাবে নগদ থেকে টাকা তুলব,ব্যাংক গুলো কি বন্ধ হবে,nagad নগদ হ্যাকার,হ্যাক হচ্ছে ব্যাংক একাউন্ট,নগদের হারিয়ে যাওয়া টাকা ফিরে আনুন,বাংলাদেশে টাকা পাঠালেই,বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠালে ৫% ইনসেটিভ,নগদের টাকা

15/04/2024

৩৪৮ পদে সমাজসেবা অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | DSS Job Circular 2024 | Somajseba Odhidoptor Job Circular 2024

🎬 Video Related Tags :
----------------------------------------

dss exam date,dss union somaj kormi exam date 2024,dss somaj kormi union exam date 2024,dss exam date 2024,union somaj kormi exam date,somaj seba union somaj kormi exam date,dss exam date 2024,dss exam question solution,dss exam,dss job exam date,samajkarmi exam date,dss exam date 2024,date of the dss exam,dss,dss exam notice,dss ar exam update,dss exam preparation,dss union shomajkormi pod ar exam date,union somaj kormi exam date 2024,exam rules

#সমাজসেবা_অধিদপ্তর_নিয়োগ_২০২৪


#সমাজসেবা_dss_job_somajseba_job_Government_job_Circular_2024

যে ছেলেটির গল্প বলতে চলেছি তার নাম নিক ডি'অ্যালিসিও। নিক মিলিওনিয়ার হয়েছে মাত্র ১৬ বছর বয়সে। এ কম্পিউটার প্রোগ্রামার এখন...
29/03/2024

যে ছেলেটির গল্প বলতে চলেছি তার নাম নিক ডি'অ্যালিসিও। নিক মিলিওনিয়ার হয়েছে মাত্র ১৬ বছর বয়সে। এ কম্পিউটার প্রোগ্রামার এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ উদ্যোক্তাদের মধ্যে একজন। মাত্র ১৫ বছর বয়সে 'ট্রাইমিট' নামে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি অ্যাপস বানিয়ে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দেন। পরবর্তীতে অ্যাপটির নামকরন করা হয় “সামলি”।

এক লাখ ডাউনলোড হবার পর অ্যাপ স্টোর এই অ্যাপটিকে ফিচার করে আর তাতেই তার আবিষ্কৃত অ্যাপস নিজেদের বগলদাবা করতে নেমে পড়ে প্রযুক্তি জায়ান্টগুলো। ২০১৬ সালে ইয়াহু নিকের কাছ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ‘ট্রাইমিট’ কিনে নেয়! অবিশ্বাস্য এ মুল্যে তিনি মাত্র ১৬ বছর বয়সে একান্তই নিজের প্রচেষ্টায় মিলিওনিয়ারের খাতায় নাম লেখান।

বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন তাকে সারাবিশ্বের প্রভাবশালী ১০০ তরুণের অন্যতম হিসেবে অভিহিত করে। ওয়াল স্ট্রিট জার্নাল তাকে 'ইনোভেটর অব দ্য ইয়ার' হিসেবে ভূষিত করে। টাইম ম্যাগাজিন, বিজনেস ইনসাইডার, ফোর্বস, দ্য হাফিংটন পোস্ট, টেক ক্রাঞ্চ তাকে নিয়ে ফিচার করেছে।

আমরা প্রতিদিন সারাবিশ্বের নানা রকম খবর পড়ি। তবে এত এত খবরের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বাছাই করতেই বেশ হিমশিম খেতে হয়। আবার কিছু খবরের বিস্তারিত পড়তেও অনেক সময়ের দরকার। এই সমস্যাটা নিয়েই কাজ করেছেন নিক ডি’অ্যালিসিও। নিকের তৈরি লিনিয়ার অ্যালগরিদম বিশ্বের সেরা সব নিউজ খুঁজে দেয় এবং সেগুলোকে সংক্ষিপ্ত আকারে সামারি করে প্রকাশ করে।

আমরা গল্পপ্রিয় জাতি। তবে আমাদের সমস্যা হলো, কারো ভালো কোন অর্জনের গল্প সহজে মনকে স্পর্শ করতে চায় না। “গড গিফটেড” নামক একটা টার্ম তৈরি করে নিয়েছি যেটা দিয়ে কারো কঠোর পরিশ্রমে অর্জিত যেকোন অর্জনকে জুতা দিয়ে মনের অজান্তেই মাড়িয়ে ফেলি আমরা।

মাত্র ১৬ বছর বয়সে মিলিওনিয়ার বনে যাওয়া এই ছেলেটি যদি পারে তবে আমরা কেন পারবো না?

আইটি বিশ্বে, মোবাইল অ্যাপ্লিকেশনের দুনিয়ায় বাজিমাত করতে শুধুমাত্র ইন্টারনেট আর একটা ল্যাপটপ দরকার। বাকিটা আপনার কঠোর পরিশ্রম। নিক ডি’অ্যালিসিওদের এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণার। যদি আপনি এদেরকে “গড গিফটেড” বলে পার পেয়ে যেতে চান তবে আপনি তার এই অর্জনের পেছনের সব পরিশ্রমকে অস্বীকার করলেন।

একটা গল্প বলি।১০ ডিসেম্বর, ১৯১৪ এর ঘটনা। একবার আমেরিকার নিউ জার্সিতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগে যায়। রাসায়নি...
26/03/2024

একটা গল্প বলি।

১০ ডিসেম্বর, ১৯১৪ এর ঘটনা। একবার আমেরিকার নিউ জার্সিতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগে যায়। রাসায়নিক কারখানাটি ছিলো কিংবদন্তী উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন এর। প্রায় ৮ টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু কোনভাবেই আগুন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছিল না। কারখানায় বিভিন্ন দাহ্য রাসায়নিক উপকরণ থাকায় সেগুলোর বিক্রিয়ায় আগুন সময়ের সাথে আরো ভয়াবহ রূপন প্রদর্শন করছিল।

এডিশন আগুন নিয়ন্ত্রণের সব চেষ্টা করে একসময় বুঝতে পারলেন কোন চেষ্টায় বুঝি আর কাজ হবে না। তিনি শান্তভাবে দূরে দাঁড়িয়ে দেখছিলেন, তার চোখের সামনে সারা জীবন ধরে গড়া কারখানাটি আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এমন সময় এডিশনের ২৪ বছর বয়সী ছেলে চার্লস তার পাশে এসে দাঁড়ান। এডিশন তার ছেলে চার্লসকে উদ্দেশ্য করে বলেন, যাও, তোমার মা এবং তার বন্ধুদেরও এখানে আসতে বলো। নাহলে জীবনে এতো বড় অগ্নি দুর্ঘটনা হয়তো আর দেখতে পারবে না!

চার্লস খুবই অবাক হলেন তার বাবার এমন শিশুসুলভ কথা শুনে এবং নির্বিকার হয়ে তাকিয়ে রইলেন। এডিশন তার ছেলেকে আশ্বস্ত করে বললেন, এটা ঠিক যে তাদের চোখের সামনে সারা জীবন ধরে গড়া কারখানাটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে তবে এখানে তারা যে ভুলগুলো করেছিলেন সেগুলোও পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কাল থেকে তারা আবার নতুন করে শুরু করবেন।

পরদিন নিউ ইয়র্ক টাইমস এর দেওয়া এক সাক্ষাৎকারে এডিশন বলেন, যদিও তার বয়স ৬৭ বছর, যদিও আগুনের ভয়াবহতা থেকে তিনি তার সারা জীবন ধরে গড়া কারখানাটি বাঁচাতে পারেননি তারপরেও কাল থেকে তারা আবার নতুন করে শুরু করবেন।

সফলরা সব সময় এভাবেই ভেবেছেন। বিপদে তারা কখনো হাল ছেড়ে দেননি বরং আরো সাহসের সাথে সামনে এগিয়েছেন।

উদ্যোক্তা হতে গেলে অথবা জীবনে সফল হতে গেলে আমাদেরকেও সব শেষ হয়ে গেলে আবার নতুন করে শুরু করার সাহস থাকতে হবে। পরিসংখ্যান অনুযায়ী,প্রতি ১০০ টি নতুন ব্যবসার উদ্যোগের মধ্যে মাত্র ১০টি সফল হয়। আবার এই ১০টির মধ্যে ৯ টিই প্রথম ৫ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। – কখনও কি ভেবে দেখেছেন,শেষ পর্যন্ত কারা টিকে থাকে?

19/01/2024

অনলাইনে আবেদন পদ্ধতি | Bangladesh Police Constable Job Circular 2024 | পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ 🔥

আমাদের মাধ্যমে আবেদন করিয়ে নিতে চাইলে যোগাযোগ করুন -
😎Let’s connect:
📲WhatsApp: https://wa.me/8801774204741

Address

Kamarkhali
Faridpur
7851

Alerts

Be the first to know and let us send you an email when ইলিয়াস - ELIUS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইলিয়াস - ELIUS:

Share

Category