11/10/2025
ফরিদপুর এ দেশের একমাত্র জেলা, যার উপজেলার চেয়ে সরকারি কলেজ বেশি।
উপজেলা ৯টি, কিন্তু সরকারি কলেজ ১৪টি।
শুধু শহরেই আছে ৪টি সরকারি কলেজ, যেখানে আশেপাশের জেলার হাজারো শিক্ষার্থী পড়াশোনা করে—
১. সরকারি রাজেন্দ্র কলেজ
২. সরকারি ইয়াসিন কলেজ
৩. সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ
৪. ফরিদপুর সরকারি কলেজ
ফরিদপুরে রয়েছে দুটি মেডিকেল কলেজ—
১. ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
২. ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল
এছাড়াও আছে ফরিদপুর শিশু হাসপাতাল এবং দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সরকারি নার্সিং ট্রেনিং সেন্টার।
শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে রাখতে ফরিদপুরে রয়েছে—
১. ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ
২. ফরিদপুর মেরিন কলেজ
৩. ফরিদপুর পলিটেকনিক্যাল কলেজ
৪. ফরিদপুর টেক্সটাইল কলেজ
এখানে আশেপাশের বহু জেলার শিক্ষার্থীরা পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ছে।
এবার সেনাবাহিনীর হাত ধরে ফরিদপুরে নতুন অধ্যায়ের সূচনা—
রাজবাড়ী রাস্তার মোড়ে একসঙ্গে চারটি প্রতিষ্ঠান গড়ে উঠছে, যার ভিত্তিপ্রস্তর ইতিমধ্যেই সেনাপ্রধান স্থাপন করেছেন—
১. বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফরিদপুর
২. মিলিটারি কলেজিয়েট স্কুল, ফরিদপুর
৩. আর্মি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুর
৪. আর্মি নার্সিং ইনস্টিটিউট, ফরিদপুর
এই প্রকল্পগুলো ফরিদপুরের কানাইপুর এলাকায় গড়ে উঠছে,
যেগুলো পরিচালিত হবে ৫৫ পদাতিক ডিভিশনের আওতায়।
বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরেই অবস্থিত।
এছাড়া নির্মাণাধীন টেপা খোলা লেকপার প্রকল্প ফরিদপুরকে নতুন রূপ দেবে
যেখানে গড়ে উঠবে ইকো পার্ক, ৩ থেকে ৫ তারকা হোটেল এবং আধুনিক পর্যটন কেন্দ্র।
ফরিদপুরের ভাঙ্গায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক গ্রিনউইচ মান মন্দির এবং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র।
তাছাড়া ফরিদপুরে রয়েছে ধান গবেষণা কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কৃষি কলেজ ও ইনস্টিটিউট।
এখানেই আছে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি ও স্মৃতি কমপ্লেক্স,
যেটি বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে রক্ষিত একটি ঐতিহাসিক নিদর্শন।
ফরিদপুর আজ বাংলাদেশের ১৪তম বৃহত্তম শহর
যেখানে শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, শিল্প ও সামরিক শক্তি মিলিয়ে গড়ে উঠছে দক্ষিণবঙ্গের নতুন কেন্দ্র।
এখনই তো শরীয়তপুর ও মাদারীপুরের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ফরিদপুরে আসে,
এবার তো আরও