
19/10/2023
আমাদের সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা
😊 International Freelancer Day!
♥️I'm proud I'm a freelancer!!
♥️I'm proud I'm a remittance fighter!!
দেশে প্রায় ১০ লাখ তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং পেশায় এগিয়ে যাচ্ছেন সফলতার সাথে। এই সাফল্যের পেছনে সকলেরই একটি গল্প আছে। যেখানে আছে শত রাত জাগার কথা, দিনের পর দিন কাজ না পেয়ে হতাশায় ভেঙ্গে পড়ার কথা। তবুও গল্প শেষে আছে ঘুরে দাঁড়ানোর ইতিকথা। তারা স্বাবলম্বী হয়ে যেমন নিজ পরিবারের দায়িত্ব নিয়েছেন তেমনি দেশের অর্থনীতিতেও রেমিট্যান্স যোগ করার মাধ্যমে রাখছেন অসাধারণ অবদান। সকল ফ্রিল্যান্সারদের প্রতি এই বিশেষ দিনে রইল বিনম্র শ্রদ্ধা।