Sujat Khan

Sujat Khan Sujat IT Ltd একটি আধুনিক তথ্যপ্রযুক্তি (আইটি) এজেন্সি, যা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সাইবার নিরাপত্তা এবং ক্লাউড সল্যুশনে বিশেষজ্ঞ।

16/05/2025
13/05/2025

Bootstrap-এ বিভিন্ন ক্লাস (Utilities & Components) থাকে যেগুলো দিয়ে সহজে ওয়েব ডিজাইন করা যায়। নিচে Bootstrap-এর কিছু গুরুত্বপূর্ণ ক্লাস ও তাদের কাজের তালিকা দিচ্ছি:

---

1. Margin (m, mt, mb, ms, me, mx, my)

m : সব দিকের মার্জিন।

mt : টপ মার্জিন (margin-top)।

mb : বটম মার্জিন (margin-bottom)।

ms : start সাইড মার্জিন (LTR হলে left)।

me : end সাইড মার্জিন (LTR হলে right)।

mx : left & right দুপাশে মার্জিন।

my : top & bottom মার্জিন।

উদাহরণ:
mt-3 মানে টপে 3 ইউনিট মার্জিন।
mx-2 মানে left ও right দুই পাশে 2 ইউনিট মার্জিন।

---

2. Padding (p, pt, pb, ps, pe, px, py)

p : সব দিকের প্যাডিং।

pt : টপ প্যাডিং (padding-top)।

pb : বটম প্যাডিং (padding-bottom)।

ps : start সাইড প্যাডিং (LTR হলে left)।

pe : end সাইড প্যাডিং (LTR হলে right)।

px : left & right প্যাডিং।

py : top & bottom প্যাডিং।

উদাহরণ:
p-4 মানে চার পাশে 4 ইউনিট প্যাডিং।
py-2 মানে উপরে ও নিচে 2 ইউনিট প্যাডিং।

---

3. Grid Gap (gx, gy, g)

gx : গ্রিড কলামগুলোর মধ্যে horizontal gap।

gy : গ্রিড রো-গুলোর মধ্যে vertical gap।

g : দুই দিকেই (x & y) gap।

উদাহরণ:
gx-3 মানে কলামগুলোর মধ্যে 3 ইউনিট ফাঁকা।
gy-2 মানে রো-গুলোর মধ্যে 2 ইউনিট ফাঁকা।

---

4. Responsive Breakpoints (sm, md, lg, xl, xxl)

sm : Small ডিভাইস (>=576px)।

md : Medium ডিভাইস (>=768px)।

lg : Large ডিভাইস (>=992px)।

xl : Extra Large ডিভাইস (>=1200px)।

xxl : Extra Extra Large ডিভাইস (>=1400px)।

ব্যবহার:
col-md-6 মানে medium স্ক্রিনে ৬ কলাম স্পেস নিবে।

---

5. Text alignment & color

text-center : টেক্সট সেন্টারে আনা।

text-start : বামে টেক্সট।

text-end : ডানে টেক্সট।

text-primary, text-success, text-danger ইত্যাদি : টেক্সটের কালার বদলানো।

---

6. Background Color

bg-primary, bg-success, bg-danger, bg-light, bg-dark ইত্যাদি ব্যাকগ্রাউন্ড রঙের জন্য ব্যবহৃত হয়।

7. Display Utilities

d-block, d-inline, d-flex, d-none ইত্যাদি দিয়ে এলিমেন্টের display স্টাইল নির্ধারণ করা যায়।

11/05/2025

নিচে বিশ্বব্যাপী বিবেচনায় ছোট উদ্যোক্তাদের জন্য সেরা ১০টি লাভজনক বিজনেস আইডিয়া দেওয়া হলো, যা আপনি কম পুঁজিতে শুরু করতে পারেন এবং ধাপে ধাপে বড় করা সম্ভব:

বিশ্বব্যাপী জনপ্রিয় সেরা ১০টি ছোট বিজনেস আইডিয়া (২০২৫)

1. ড্রপশিপিং বিজনেস

স্টক ছাড়াই অনলাইন পণ্য বিক্রি।

Shopify বা WooCommerce দিয়ে সহজে শুরু করা যায়।

2. ফ্রিল্যান্স সার্ভিস (Digital Services)

যেমন: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং।

Fiverr, Upwork, Freelancer-এর মাধ্যমে আয়।

3. ই-কমার্স (লোকাল বা গ্লোবাল)

নিজস্ব পণ্য বা হস্তশিল্প অনলাইনে বিক্রি।

Amazon, Etsy, Daraz ইত্যাদিতে শুরু করা যায়।

4. ইসলামিক পণ্য বা কনটেন্ট বিজনেস

ইসলামিক বই, আতর, তসবিহ, ভিডিও কনটেন্ট বা অ্যাপ।

5. অনলাইন কোচিং বা কোর্স বিক্রি

নিজের স্কিল (যেমন ইংরেজি, প্রোগ্রামিং, ফটোগ্রাফি) শেখানো।

Udemy, Teachable, বা নিজস্ব ওয়েবসাইটে কোর্স বিক্রি।

6. প্রিন্ট অন ডিমান্ড (Print-on-Demand)

ডিজাইন করে টি-শার্ট, মগ, ব্যাগ প্রিন্ট করে বিক্রি।

পণ্য প্রিন্ট ও ডেলিভারি করবে তৃতীয় পক্ষ।

7. কনটেন্ট ক্রিয়েশন (YouTube, Reels, Blogging)

ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া ভিডিও, অথবা ব্লগিং।

ইনকাম: অ্যাড, স্পনসরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং।

8. লোকাল সার্ভিস বিজনেস

যেমন: ফুড ডেলিভারি, হোম ক্লিনিং, বেবিসিটিং বা রেমডি রেপেয়ার সার্ভিস।

9. মিনি এজেন্সি

ছোট টিম নিয়ে গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা কনটেন্ট সার্ভিস দেওয়া।

10. ডিজিটাল প্রোডাক্ট বিক্রি

ই-বুক, ডিজাইন টেমপ্লেট, সফটওয়্যার, বা কোড প্যাকেজ বিক্রি।

Shout out to my newest followers! Excited to have you onboard! সাইফুল ইসলাম, Babul Bhuiyan, Md Faruk, Akter Sheikh, Md R...
06/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! সাইফুল ইসলাম, Babul Bhuiyan, Md Faruk, Akter Sheikh, Md Robin Ahammed, Nusrat Jahan, MD Apon, Mezba Uddin Ayan, Md Mustak, Hridoy Khan

05/05/2025

আমরা যে চ্যাটজিপি ব্যবহার করি তার
প্রতিদিনের আয়: প্রায় $৩২.২ মিলিয়ন ডলার

প্রতিদিনের খরচ: প্রায় $৭০০,০০০ ডলার

Shout out to my newest followers! Excited to have you onboard! Nadim Mahmud Sagor, Pronob Malo, Mirza Tanvir Ahmed Ahad
03/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Nadim Mahmud Sagor, Pronob Malo, Mirza Tanvir Ahmed Ahad

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohibbullah Zahid, আজাদ রহমান, RS Shofikul, Md Sajjadul I...
23/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohibbullah Zahid, আজাদ রহমান, RS Shofikul, Md Sajjadul Islam

Address

Dhaka, Shaltha
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Sujat Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sujat Khan:

Share