03/09/2022
বাইরে বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি নয় বলতে গেলে তুমুল বৃষ্টি হচ্ছে। জানালার পাশে গা ঘেসে বসে আছি। সঙ্গী হিসাবে রেখেছি এক কাপ চা। বৃষ্টির সাথে হালকা বাতাস ও বইছে যেনো।
আচ্ছা এমন তো হতেই পারে আমাদের দেখা হলো এক বৃষ্টির রাতে। আমি অফিস থেকে বাড়ি ফিরছি। হঠাৎ গলির মুখে তোমার সাথে দেখা! প্রথম দেখায় ঠিক চিনতে পারোনি আমায়। তোমার পরনে ফর্মাল স্যুট। তুমিও বোধ হয় অফিস থেকে ফিরলে।
আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? তুমি কেমন অবাক হয়ে চেয়ে রইলে। আমি হেসে উত্তর দিলাম, আমাকে চিনতে পারোনি? তুমি কিছুটা ভেবে মুচকি হেসে উত্তর দিলে। তারপর সে অনেক কথা তোমার সাথে। মনটা কেমন খুশি হয়ে উঠল।
অবশেষে বাড়ির পথ ধরলাম। সাথে নিয়ে কিছু সুন্দর মুহূর্তে।
বাড়ি ফিরে আয়নার সামনে দাড়ালাম। নিজেকে দেখে বেশ অবাক হলাম। কেমন উৎফুল্লতা বিরাজ করছে চেহারা জুড়ে। কই আগে তো দেখা যেতো না? হঠাৎ ভেসে উঠলো পুরোনো কথা। কত স্বপ্ন পুড়িয়ে এই প্রতিষ্ঠিত হওয়া। কত সাধের ভালোবাসা,তাকে ঘিরে কত স্বপ্ন সব কিছু যেনো জীবন্ত হয়ে উঠল।
তলিয়ে গেছিলাম ভাবনায়। মায়ের ডাকে সম্মতি ফিরলো।
মনে পড়ল এতোহ্মন কি সব ভাবছিলাম। তুমি৷ তো নেই, তবে আসবে বলেছো,আমাকে প্রতিষ্ঠিত হতে বলেছো।সময় করে নিজের যত্ম নিতে বলেছো,আর ভালোবাসাটুকু আগলে রাখতে বলেছো একান্ত তোমার জন্য।
তুমি কথা দিয়েছো আমার শহরে সুখের বৃষ্টি হয়ে নামবে বলে,
তাই ভালোবাসাটুকু আজও আগলে রাখি,
খেয়ালে, বেখেয়ালে, বহু যত্নে স্মৃতির দেয়ালে...