Jummar Khudba

Jummar Khudba "Embracing the serenity of Jumma prayers, finding peace in faith's embrace. and growing reflections."

13/06/2025

*বিসমিল্লাহির রাহমানির রাহিম*-
*মহান আল্লাহ তায়ালার বাণীর বাংলা অর্থ সহ*-
وَ لَوْ اَرَادُوا الْخُرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّ لٰكِنْ كَرِهَ اللّٰهُ ان ۢ ْبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَ قِیْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِیْنَ

যদি সত্যি সত্যিই তাদের বের হবার ইচ্ছা থাকতো তাহলে তারা সেজন্য কিছু প্রস্তুতি গ্রহণ করতো। কিন্তু তাদের অংশগ্রহণ আল্লাহ‌ কাছে পছন্দনীয় ছিল না। তাই তিনি তাদের শিথিল করে দিলেন এবং বলে দেয়া হলোঃ বসে থাকো, যারা বসে আছে তাদের সাথে।

সুরা-আত-তওবা, আয়াত:- ৪৭
*আজ*-
*১৬- জিলহজ্ব - হিজরী-১৪৪৬*
*৩০- জৈষ্ঠ্য- শুক্রবার -১৪৩২*
*১৩-জুন- সাল-২০২৫*

12/06/2025

*বিসমিল্লাহির রাহমানির রাহিম*-
*মহান আল্লাহ তায়ালার বাণীর বাংলা অর্থ সহ*-

وَ لَوْ اَرَادُوا الْخُرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّ لٰكِنْ كَرِهَ اللّٰهُ ان ۢ ْبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَ قِیْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِیْنَ

যদি সত্যি সত্যিই তাদের বের হবার ইচ্ছা থাকতো তাহলে তারা সেজন্য কিছু প্রস্তুতি গ্রহণ করতো। কিন্তু তাদের অংশগ্রহণ আল্লাহ‌ কাছে পছন্দনীয় ছিল না। তাই তিনি তাদের শিথিল করে দিলেন এবং বলে দেয়া হলোঃ বসে থাকো, যারা বসে আছে তাদের সাথে।
সুরা-আত-তওবা, আয়াত:- ৪৬
*আজ*-
*১৫- জিলহজ্ব - হিজরী-১৪৪৬*
*২৯- জৈষ্ঠ্য- বৃহস্পতিবার -১৪৩২*
*১২-জুন- সাল-২০২৫*

11/06/2025

*বিসমিল্লাহির রাহমানির রাহিম*-
*মহান আল্লাহ তায়ালার বাণীর বাংলা অর্থ সহ*-
اِنَّمَا یَسْتَاْذِنُكَ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَ الْیَوْمِ الْاٰخِرِ وَ ارْتَابَتْ قُلُوْبُهُمْ فَهُمْ فِیْ رَیْبِهِمْ یَتَرَدَّدُوْنَ

এমন আবেদন তো একমাত্র তারাই করে; যারা আল্লাহ‌ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে না, যাদের মনে রয়েছে সন্দেহ এবং এ সন্দেহের দোলায় তারা দোদুল্যমান।
সুরা-আত-তওবা, আয়াত:- ৪৫
*আজ*-
*১৪- জিলহজ্ব - হিজরী-১৪৪৬*
*২৮- জৈষ্ঠ্য- বুধবার -১৪৩২*
*১১-জুন- সাল-২০২৫*

29/05/2025

*বিসমিল্লাহির রাহমানির রাহিম*-
*মহান আল্লাহ তায়ালার বাণীর বাংলা অর্থ সহ*-

یُرِیْدُوْنَ اَنْ یُّطْفِئُوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَ یَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ یُّتِمَّ نُوْرَهٗ وَ لَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ

তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ‌ তার আলোকে পূর্ণতা দান না করে ক্ষান্ত হবেন না, তা কাফেরদের কাছে যতই অপ্রীতিকর হোক না কেন।
সুরা-আত-তওবা, আয়াত:- ৩২
*আজ*-
*৩০-জিলক্বদ- হিজরী-১৪৪৬*
*১৫- জৈষ্ঠ্য- বৃহস্পতিবার -১৪৩২*
*২৯-মে- সাল-২০২৫*

15/02/2025

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*
وَ مَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَ لِتَطْمَئِنَّ بِهٖ قُلُوْبُكُمْ ۚ وَ مَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ۠

একথা আল্লাহ‌ তোমাদের শুধুমাত্র এ জন্য জানিয়ে দিলেন যাতে তোমরা সুখবর পাও এবং তোমাদের হৃদয় নিশ্চিন্ততা অনুভব করে। নয়তো সাহায্য যখনই আসে আল্লাহর পক্ষ থেকেই আসে। অবশ্যই আল্লাহ‌ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী।
সুরা- আল- আনফাল,আয়াত -১০
*আজ*-
*১৬ শাবান-১৪৪৬ হিজরি*
*০২ ফাল্গুন -১৪৩১ বঙ্গাব্দ*,
*১৫- ফেব্রুয়ারি- শনিবার -২০২৫*

15/02/2025

বিসমিল্লাহির রহমানির রহীম,
মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ
وَ مَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَ لِتَطْمَئِنَّ بِهٖ قُلُوْبُكُمْ ۚ وَ مَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ۠

একথা আল্লাহ‌ তোমাদের শুধুমাত্র এ জন্য জানিয়ে দিলেন যাতে তোমরা সুখবর পাও এবং তোমাদের হৃদয় নিশ্চিন্ততা অনুভব করে। নয়তো সাহায্য যখনই আসে আল্লাহর পক্ষ থেকেই আসে। অবশ্যই আল্লাহ‌ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী।
সুরা- আল- আনফাল,আয়াত -১০
আজ-
১৬ শাবান-১৪৪৬ হিজরি
০২ ফাল্গুন -১৪৩১ বঙ্গাব্দ,
১৫- ফেব্রুয়ারি- শনিবার -২০২৫

14/02/2025

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*
اِذْ تَسْتَغِیْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّیْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰٓئِكَةِ مُرْدِفِیْنَ

আর সেই সময়ের কথাও স্মরণ করো, যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে। জবাবে তিনি বললেন, তোমাদের সাহায্য করার জন্য আমি একের পর এক, এক হাজার ফেরেশতা পাঠাচ্ছি।
সুরা- আল- আনফাল,আয়াত -০৯
*আজ*-
*১৫ শাবান-১৪৪৬ হিজরি*
*০১ ফাল্গুন -১৪৩১ বঙ্গাব্দ*,
*১৪- ফেব্রুয়ারি- শুক্রবার -২০২৫*

10/02/2025

বিসমিল্লাহির রহমানির রহীম,
মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ

كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِن ۢ ْ بَیْتِكَ بِالْحَقِّ ۪ وَ اِنَّ فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ لَكٰرِهُوْنَۙ

(এই গনীমতের মালের ব্যাপারে ঠিক তেমনি অবস্থা দেখা দিচ্ছে যেমন অবস্থা সে সময় দেখা দিয়েছিল যখন) তোমার রব তোমাকে সত্য সহকারে ঘর থেকে বের করে এনেছিলেন এবং মুমিনদের একটি দলের কাছে এটা ছিল বড়ই অসহনীয়।
সুরা- আল- আনফাল,আয়াত -০৫
আজ-
১১ শাবান-১৪৪৬ হিজরি
২৭ মাঘ -১৪৩১ বঙ্গাব্দ,
১০- ফেব্রুয়ারি- সোমবার -২০২৫

02/01/2025

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*
وَ اِذْ اَخَذَ رَبُّكَ مِن ۢ ْ بَنِیْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّیَّتَهُمْ وَ اَشْهَدَهُمْ عَلٰۤى اَنْفُسِهِمْ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰى ۛ ۚ شَهِدْنَا ۛ ۚ اَنْ تَقُوْلُوْا یَوْمَ الْقِیٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِیْنَۙ

আর হে নবী! লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা, যখন তোমাদের রব বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করেছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন, “আমি কি তোমাদের রব নই?” তারা বলেছিল, “নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি।” এটা আমি এ জন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো, “আমরা তো একথা জানতাম না।”
সুরা- আল- আরাফ,আয়াত -১৭২
*আজ*-
*০২ রজব-১৪৪৬ হিজরি*
*১৮ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ*,
*০২-জানুয়ারী-বৃহস্পতিবার- ২০২৫*

31/12/2024

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*
وَ الَّذِیْنَ یُمَسِّكُوْنَ بِالْكِتٰبِ وَ اَقَامُوا الصَّلٰوةَ ؕ اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ الْمُصْلِحِیْنَ

যারা কিতাবের বিধান যথাযথভাবে মেনে চলে এবং নামায কায়েম করে, নিঃসন্দেহে এহেন সৎকর্মশীল লোকদের কর্মফল আমি নষ্ট করবো না।
সুরা- আল-আরাফ,আয়াত-১৭০
*আজ*-
*২৯ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি*
*১৬ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ*,
*৩১-ডিসেম্বর- মঙ্গলবার - ২০২৪*

30/12/2024

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*

فَخَلَفَ مِن ۢ ْ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ یَاْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰى وَ یَقُوْلُوْنَ سَیُغْفَرُ لَنَا ۚ وَ اِنْ یَّاْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ یَاْخُذُوْهُ ؕ اَلَمْ یُؤْخَذْ عَلَیْهِمْ مِّیْثَاقُ الْكِتٰبِ اَنْ لَّا یَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَقَّ وَ دَرَسُوْا مَا فِیْهِ ؕ وَ الدَّارُ الْاٰخِرَةُ خَیْرٌ لِّلَّذِیْنَ یَتَّقُوْنَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ

তারপর পরবর্তী বংশধরদের পর এমন কিছু অযোগ্য লোক তাদের স্থলাভিষিক্ত হয়, যারা আল্লাহর কিতাবের উত্তরাধিকারী হয়ে এ তুচ্ছ দুনিয়ার স্বার্থ আহরণে লিপ্ত হয় এবং বলতে থাকে আশা করা যায়, আমাদের ক্ষমা করা হবে। পরক্ষনেই সেই ধরনের পার্থিব সামগ্রী যদি আবার তাদের সামনে এসে যায়, তাহলে তৎক্ষনাৎ দৌড়ে গিয়ে তা লুফে নেয়। তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেয়া হয়নি যে, তারা আল্লাহর নামে কেবলমাত্র সত্য ছাড়া আর কিছুই বলবে না? আর কিতাবে যা লেখা আছে তাতো তারা নিজেরাই পড়ে নিয়েছে। আখেরাতের আবাস তো আল্লাহর ভয়ে ভীত লোকদেরই জন্য ভাল -এতটুকু কথাও কি তোমরা বুঝো না?
সুরা- আল-আরাফ,আয়াত-১৬৯
*আজ*-
*২৮ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি*
*১৫ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ*,
*৩০-ডিসেম্বর- সোমবার - ২০২৪*

23/03/2024

*বিসমিল্লাহির রাহমানির রাহীম*,
*মহান আল্লাহ তায়ালা বাণী*-
যারা আমার আয়াতের সমালোচনায় রত থাকে, তাদেরকে যখন দেখবে তখন তাদের থেকে দূরে সরে যাবে, যতক্ষণ না তারা অন্য বিষয়ে প্রবৃত্ত হয়। যদি শয়তান কখনও তোমাকে (এটা) ভুলিয়ে দেয়, তবে স্মরণ হওয়ার পর জালিম লোকদের সাথে বসবে না।
সুরা—আল আনআম - ৬৮
*আজ*-
*১২ রমাযান -১৪৪৫ হিজরি*
*০৯ চৈত্র -১৪৩০ বঙ্গাব্দ*,
*২৩- মা'চ - শনিবার -২০২৪*

Address

Faridpur
7830

Telephone

+8801881559468

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jummar Khudba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jummar Khudba:

Share