Psychology Bangla

Psychology Bangla মানুষের মন বড়ই বিচিত্র।মন বোঝাটা অসম্ভব। তবুও চেষ্টা করতে দোষ কি!

বাংলাদেশ।।

✅ বাংলাদেশ জন্মের ঠিক সাথে সাথেই একটা বড় অপরাধ করে। আওয়ামী লীগ সরকার ৯৪ হাজার পাকিস্তানি সেনা এবং ১৯৪ জন চিহ্নিত গনহ-ত্য...
26/04/2025

✅ বাংলাদেশ জন্মের ঠিক সাথে সাথেই একটা বড় অপরাধ করে। আওয়ামী লীগ সরকার ৯৪ হাজার পাকিস্তানি সেনা এবং ১৯৪ জন চিহ্নিত গনহ-ত্যাকারীকে ভারতের হাতে তুলে দেয়। এই ৯৪ হাজার সৈন্যকে টোপ করে ভারত পাকিস্তানকে কাস্মীর ইস্যুতে একটা চুক্তি করতে বাধ্য করে যা শিমলা চুক্তি নামে পরিচিত।

এই চুক্তি অনুসারে কাস্মীর ইস্যু ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু হিসেবে ঘোষণা করা হয় এবং কাস্মীর সমস্যা সমাধানে তৃতীয় পক্ষ আসতে পারবে না, সমাধান ভারত-পাকিস্তানের মধ্যেই হতে হবে। এবং কাস্মীরের বর্তমান সীমা নির্ধারন করা হয়।

এর আগে পাকিস্তানের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘ পাকিস্তান যোগ বা ভারতে যোগ দেওয়া অথবা স্বাধীনতা এই তিনটা অপশন রেখে কাস্মীরে গণভোট করার প্রস্তাব করেছিলো। ভারত এই প্রস্তাব মানেনি। কিন্তু এই চুক্তির পরে পাকিস্তান, ভারত বা অন্য কেউ জাতিসংঘের ভূমিকা নিয়ে বলতে পারবে না বা অন্য পরিষদে যেতে পারবে না কাস্মীর ইস্যুতে।

কাস্মীর এখন পৃথিবীর সবচেয়ে বেশি সেনা মোতায়েন করা এলাকা। ভারত ১০ লক্ষ সেনা মোতায়েন করে কাস্মীর দখল করে রেখেছে (প্রতি ৭ কাস্মীরীর জন্য ১ জন সেনা)। কেউ কিছু বলতে পারে না ঐ চুক্তির কারনে।

বাংলাদেশ জন্মলগ্নেই কাস্মীরী জনগনের স্বাধীনতা সংগ্রামকে গলা কেটে হ-ত্যা করার ছুরি ভারতের হাতে তুলে দেয়। ৭১ এ কোন সম্পর্ক না থাকার পরেও হাজার মাইল দূরে থেকে মজলুম কাস্মীরীদের পরাজয় ঘটে।

আজ পাকিস্তান শিমলা চুক্তি থেকে বেরিয়ে এসেছে।

26/04/2025
26/04/2025

ভালবাসা হলো এক অপূর্ব অনুভূতি যা জীবনকে সুন্দর করে তোলে

25/04/2025

ভালাে থাকতে চাইলে ইগনাের করুন.. সবাইকে ইগনাের করুন.. মাঝে মধ্যে নিজেকেও ইগনাের করুন🙂

25/04/2025

যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর কথা....

25/04/2025

নিজের তৈরী প্যারাগ্লাইডার নিয়ে আকাশে উড়ে সফল হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার মারুফ মোল্লা

Address

Nagarkanda
Faridpur
7840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Psychology Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category