Defence lover•

Defence lover• Hi, if you are a defense lover then follow the page and stay with us💝✨
Welcome to all defense lovers🪖
(1)

IPFT — ট্রেনিং লাইফের সেই প্রথম যুদ্ধ... 🪖💪🔥"তোমাদের কারো কোনো সমস্যা আছে?"স্যারের গলা কানে আসতেই সব রিক্রুট যেন একসাথে ...
09/06/2025

IPFT — ট্রেনিং লাইফের সেই প্রথম যুদ্ধ... 🪖💪🔥
"তোমাদের কারো কোনো সমস্যা আছে?"
স্যারের গলা কানে আসতেই সব রিক্রুট যেন একসাথে উত্তর দেয়—
"না স্যার!"

কিন্তু হৃদয়ের গভীর থেকে কেউ যদি সত্যি বলতো, তাহলে বলতো—
হাত-পা কাঁপতেছে স্যার... বুকের ভিতরটা অদ্ভুতভাবে ধরপর ধরপর করতেছে... গলা শুকায়ে গেছে... প্রসাব প্রসাব ভাব... চোখ লাল হয়ে আসতেছে ।

এটাই IPFT, Initial Physical Fitness Test — ট্রেনিং লাইফের সেই প্রথম মাইলফলক, যেখানে শরীরের চেয়ে মন, সাহস আর আত্মবিশ্বাসকে বড় পরীক্ষা দিতে হয়।

🔺 সকালবেলা ভোরের কুয়াশা কাটতে না কাটতেই আমাদের দাঁড় করানো হয় লাইনে। তখনও কেউ কাউকে ভালো করে চেনে না, নাম জানে না — শুধু চোখে একটাই প্রশ্ন:
"আজকে কি পারবো?"

পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটাও তখন প্রতিযোগী, আবার সাথীও। সবাই জানে, আজকের দিনটা পার করতে পারলেই ট্রেনিংয়ের একটা বিশাল দেয়াল ডিঙানো হবে।

🔹 ১.৬/৩.২ কিলোমিটার দৌড়, পুশ আপ, রিচ আপ, বিম আড়াআড়ি রশি ৬ ফিট ওয়াল ইত্যাদি — নাম শুনতে যত সহজ, মাঠে নামলে বুঝা যায় শরীরের প্রতিটি স্নায়ু, প্রতিটি পেশী কতটা ন্যাড়া হয়ে পড়ে!
স্টাফের গলা তখন আর কানে আসে না, শুধু শুনি নিজের নিঃশ্বাসের হাহাকার, বুকের ভেতর পাগলা ঘোড়ার মতো দৌড়ানো হার্টবিট...

তবুও দৌড় থামে না।
কারণ জানি— থেমে গেলে শেষ, দাঁড়িয়ে গেলেই ফেল।আমার আর পাশ করা হবে না

🔻 মুখে হাসি রেখে, বুক সোজা করে বলি— "সমস্যা নাই স্যার!"
কিন্তু আসলে তখন নিজের সাথেই যুদ্ধ করছি আমরা।
এটা কোনো স্পোর্টস কম্পিটিশন না, এটা একটা রূপান্তরের শুরু।
সিভিলিয়ান জীবন থেকে সামরিক জীবনে পা রাখার প্রথম দরজা।

📌 আর একবার IPFT পাস মানেই শুধু শারীরিক সক্ষমতা না, এটা নিজের উপর আস্থা অর্জনের গল্প। এটা বিশ্বাস করার গল্প— আমি পারি। আমি করবো। আমি সৈনিক হবো ইনশাআল্লাহ।

শেষে যখন শুনি, "Well done, you passed."
তখন চোখের লালভাবটা ঘামের কারণে না, এটা একটা নিরব গর্বের প্রতিচ্ছবি।

IPFT একটা পরীক্ষার নাম না, এটা একটা বুনিয়াদ— একজন সৈনিক হওয়ার প্রথম কাঠামো।
যারা পাস করে, তারাই বোঝে এর পেছনে লুকানো ত্যাগ, সাহস আর আত্মবিশ্বাসের গল্প।

🎖️ ট্রেনিংয়ের শুরু হোক সাহস দিয়ে, শেষ হোক গর্বে।

লেখক : Soldier's War Story

“৩.২ কিঃমিঃ দৌড় — এটা শুধু একটা দূরত্ব নয়, এটা একটা যুদ্ধ।”সকাল সকাল ঠান্ডা বাতাস যখন মুখে লাগে, তখন শরীর বলে ঘুমাও আরেক...
09/06/2025

“৩.২ কিঃমিঃ দৌড় — এটা শুধু একটা দূরত্ব নয়, এটা একটা যুদ্ধ।”সকাল সকাল ঠান্ডা বাতাস যখন মুখে লাগে, তখন শরীর বলে ঘুমাও আরেকটু। কিন্তু মন বলে, "উঠতে হবে, ছুটতে হবে, লড়তে হবে।"
৩.২ কিঃমিঃ দৌড় — অনেকে ভাবে এ তো তেমন কিছু না! কিন্তু যারা সামরিক ট্রেনিংয়ের ভেতর দিয়ে গিয়েছে, তাদের জন্য এটা একটা গল্পের শুরু।

প্রতিটি পা সামনে বাড়ানো যেন একটা যুদ্ধ নিজের শরীরের সাথে।
ফুসফুস আগুন হয়ে যায়, বুকটা যেন ফেটে যাবে বলে মনে হয়, পায়ের পেশি আর সাড়া দিতে চায় না…
তবুও থেমে যাওয়া যায় না।
কারণ দৌড় থামা মানেই হেরে যাওয়া নয়, এটা পুরো টিমকে পিছিয়ে দেওয়া।

শত কষ্টেও যখন মনে হয় আর পারবো না, ঠিক তখনই হৃদয়ের গভীর থেকে আসে একটা আওয়াজ —
"আরেক ধাপ, শুধু আরেকটা ধাপ!"
এটাই সেই চেতনাবোধ, যেটা বডি ফিজিক্সকে হারিয়ে দেয়।

আর যখন ফিনিশিং পয়েন্টটা চোখে পড়ে…
বন্ধুরা একসাথে হাত ধরে টেনে নিয়ে যায়, বলে "চল ভাই, আরেকটু!"
ওই মুহূর্তে তাদের হাতটাই সবচেয়ে বড় শক্তি।
সেখানে বন্ধুত্বের সংজ্ঞা আলাদা — ওরা শুধু বন্ধু না, ওরা যুদ্ধসাথী।

প্রতিটি সকাল, প্রতিটি রোল কল, প্রতিটি PT,
বৃষ্টি ভেজা মাঠে ঘাসে লুটিয়ে পড়া শরীর,
চোখের কোনায় জমে থাকা ক্লান্তির জল…
এসবই একদিন জীবনের সেরা স্মৃতি হয়ে ওঠে।

যারা এই পথ পেরিয়েছে, তারা জানে —
"আমরা যে ঘাম ফেলেছি মাঠে, তা একদিন দেশের পতাকায় গর্ব হয়ে ফিরে আসে।"

আমাদের ইউনিফর্মের ওজন কেবল কাপড়ের না,
এটা হাজারো ঘামের বিনিময়ে অর্জিত আত্মমর্যাদা।

যারা আজও দৌড়াচ্ছে, যারা এখনো ট্রেনিংয়ে, কিংবা যারা এক সময় পেরিয়ে এসেছে এই আগুনপথ —
তাদের স্যালুট।
এই দেশ গড়ার পেছনে তোমাদের ঘাম, ত্যাগ আর বন্ধুত্ব গাঁথা আছে চিরদিনের মতো।

লেখক : Soldier's War Story

ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন।

07/06/2025
29/03/2025

Hi 👋

11/01/2025

বাঙ্গালীদের দুটো রোগ
১/ ব্যর্থদেরকে নিয়ে মজা
করা।এবং
২/সফলদেরকে নিয়ে হিংসা করা।

10/01/2025

College campus 💝

08/01/2025
03/01/2025

নিসঙ্গতাই ব্যর্থতা নয়-
প্রচলিত সামাজিক প্রানী জেনে রাখো
একা থাকা মানে অন্ধ পরাজয় নয়,
পরাজয় ভিন্ন কিছু।
__রুদ্র

ডা কা ত যখন বিদেশি মনে করে সেনাবাহিনীর গাড়ি আটকায়।বুচ্ছেনা বুচ্ছেনা নতুন নতুন। 😁
30/12/2024

ডা কা ত যখন বিদেশি মনে করে সেনাবাহিনীর গাড়ি আটকায়।

বুচ্ছেনা বুচ্ছেনা নতুন নতুন। 😁

Address

Jhilthuli
Faridpur

Telephone

+8801871904262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Defence lover• posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Defence lover•:

Share