
09/06/2025
IPFT — ট্রেনিং লাইফের সেই প্রথম যুদ্ধ... 🪖💪🔥
"তোমাদের কারো কোনো সমস্যা আছে?"
স্যারের গলা কানে আসতেই সব রিক্রুট যেন একসাথে উত্তর দেয়—
"না স্যার!"
কিন্তু হৃদয়ের গভীর থেকে কেউ যদি সত্যি বলতো, তাহলে বলতো—
হাত-পা কাঁপতেছে স্যার... বুকের ভিতরটা অদ্ভুতভাবে ধরপর ধরপর করতেছে... গলা শুকায়ে গেছে... প্রসাব প্রসাব ভাব... চোখ লাল হয়ে আসতেছে ।
এটাই IPFT, Initial Physical Fitness Test — ট্রেনিং লাইফের সেই প্রথম মাইলফলক, যেখানে শরীরের চেয়ে মন, সাহস আর আত্মবিশ্বাসকে বড় পরীক্ষা দিতে হয়।
🔺 সকালবেলা ভোরের কুয়াশা কাটতে না কাটতেই আমাদের দাঁড় করানো হয় লাইনে। তখনও কেউ কাউকে ভালো করে চেনে না, নাম জানে না — শুধু চোখে একটাই প্রশ্ন:
"আজকে কি পারবো?"
পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটাও তখন প্রতিযোগী, আবার সাথীও। সবাই জানে, আজকের দিনটা পার করতে পারলেই ট্রেনিংয়ের একটা বিশাল দেয়াল ডিঙানো হবে।
🔹 ১.৬/৩.২ কিলোমিটার দৌড়, পুশ আপ, রিচ আপ, বিম আড়াআড়ি রশি ৬ ফিট ওয়াল ইত্যাদি — নাম শুনতে যত সহজ, মাঠে নামলে বুঝা যায় শরীরের প্রতিটি স্নায়ু, প্রতিটি পেশী কতটা ন্যাড়া হয়ে পড়ে!
স্টাফের গলা তখন আর কানে আসে না, শুধু শুনি নিজের নিঃশ্বাসের হাহাকার, বুকের ভেতর পাগলা ঘোড়ার মতো দৌড়ানো হার্টবিট...
তবুও দৌড় থামে না।
কারণ জানি— থেমে গেলে শেষ, দাঁড়িয়ে গেলেই ফেল।আমার আর পাশ করা হবে না
🔻 মুখে হাসি রেখে, বুক সোজা করে বলি— "সমস্যা নাই স্যার!"
কিন্তু আসলে তখন নিজের সাথেই যুদ্ধ করছি আমরা।
এটা কোনো স্পোর্টস কম্পিটিশন না, এটা একটা রূপান্তরের শুরু।
সিভিলিয়ান জীবন থেকে সামরিক জীবনে পা রাখার প্রথম দরজা।
📌 আর একবার IPFT পাস মানেই শুধু শারীরিক সক্ষমতা না, এটা নিজের উপর আস্থা অর্জনের গল্প। এটা বিশ্বাস করার গল্প— আমি পারি। আমি করবো। আমি সৈনিক হবো ইনশাআল্লাহ।
শেষে যখন শুনি, "Well done, you passed."
তখন চোখের লালভাবটা ঘামের কারণে না, এটা একটা নিরব গর্বের প্রতিচ্ছবি।
IPFT একটা পরীক্ষার নাম না, এটা একটা বুনিয়াদ— একজন সৈনিক হওয়ার প্রথম কাঠামো।
যারা পাস করে, তারাই বোঝে এর পেছনে লুকানো ত্যাগ, সাহস আর আত্মবিশ্বাসের গল্প।
🎖️ ট্রেনিংয়ের শুরু হোক সাহস দিয়ে, শেষ হোক গর্বে।
লেখক : Soldier's War Story