Farzana & Faisal's Vlog

Farzana & Faisal's Vlog We always believe in positiveness and spread our positiveness to others.
(22)

11/10/2025

Kitten

স্বপ্ন দু'চোখে খোঁজে তোমাকে নিরবেশুধু তোমাকেডাকছে পাহাড় ঝরনা বাহার আমাকেওই পাখির কুজনেস্বপ্ন দু'চোখে খোঁজে তোমাকে নিরবে...
11/10/2025

স্বপ্ন দু'চোখে খোঁজে তোমাকে নিরবে
শুধু তোমাকে
ডাকছে পাহাড় ঝরনা বাহার আমাকে
ওই পাখির কুজনে
স্বপ্ন দু'চোখে খোঁজে তোমাকে নিরবে
শুধু তোমাকে ❤️

10/10/2025

ফরিদপুরের মোহাম্মদপুর বাজার। #ফরিদপুর #বাজার

ম*র*ণ এর আগে ম*র*তে চাই না আমি একবারও, শত দুঃখ আসুক, কষ্ট আসুক প্রাণ খুলে আনন্দ করি তারপরও। চোখে যতই অশ্রু এসে জমে থাকুক...
09/10/2025

ম*র*ণ এর আগে
ম*র*তে চাই না আমি একবারও,
শত দুঃখ আসুক, কষ্ট আসুক
প্রাণ খুলে আনন্দ করি তারপরও।

চোখে যতই অশ্রু এসে জমে থাকুক
মন ভোলানো হাসি দিয়ে উড়িয়ে দেই সব টুকুক
দিনের এক ভাগে যদিও কেঁদে ফেলি
অন্য ভাগে জীবন টাকে আবার সাজিয়ে তুলি।

ফারজানা 💚

08/10/2025

মন হারায় সবুজে #সবুজ #ফরিদপুর

জীবন আমায় অনেক কিছু শেখালোথাকুক মনে শুধু যেটুকু ভালো। কিন্তু দিন শেষে নিজের কাছে যা ভালো হলো, হয়তো অন্যের তা ক্ষতির কারণ...
08/10/2025

জীবন আমায় অনেক কিছু শেখালো
থাকুক মনে শুধু যেটুকু ভালো।

কিন্তু দিন শেষে নিজের কাছে যা ভালো হলো,
হয়তো অন্যের তা ক্ষতির কারণ হয়ে গেলো!

বিবেক,বিবেচনা নিয়ে জীবনের হাল ধরো,
খুশির কারণ কারো মুখের হাসিই না কেড়ে নিলো!

ওইযে কথায় আছে না.....
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না 🤗

Pic for attention only 🤫

07/10/2025

নীলাঞ্জনা #ফুল #অপরাজিতা

06/10/2025

স্বপ্নের মায়া জাল #স্বপ্ন

তুমি কেন আপাদমস্তক আমার নও?!যদিও বা আছো এমন একটা ভাব দেখাও!কিন্তু জানো, বুঝেও বুঝি না যাতে অভিনয় টা চালিয়ে যাও...সুখের স...
06/10/2025

তুমি কেন আপাদমস্তক আমার নও?!
যদিও বা আছো এমন একটা ভাব দেখাও!
কিন্তু জানো, বুঝেও বুঝি না যাতে অভিনয় টা চালিয়ে যাও...
সুখের সময় যদিও পারো,
দুঃখের সময় সেই আমায় একাই করে দাও।
নিজেকে বুঝাই, আরে নিজেই নিজের হও,
আপনাকে না ভুলিয়া, নিজের শান্তি নিজেই খুঁজে নাও।

বি:দ্র: এটা শুধু মাত্র লেখার জন্য ই লেখা। লিখতে ভালোবাসি মাঝে মাঝে। বাস্তবতায় কেউ মেলাতে যাবেন না। ধন্যবাদ 🥰

গল্প ২ এই গল্প টা যদিও বেশ আগের। বি এ ডি সি সূর্যোমুখী বাগানে শ্যুট শেষ করে, ব্যাংকে কিছু কাজ থাকায় গেলাম ব্যাংক এশিয়া ত...
05/10/2025

গল্প ২

এই গল্প টা যদিও বেশ আগের। বি এ ডি সি সূর্যোমুখী বাগানে শ্যুট শেষ করে, ব্যাংকে কিছু কাজ থাকায় গেলাম ব্যাংক এশিয়া তে।সেখানকার কাজ শেষ করে ফিরছি হঠাৎ দুইটা আপু এসে থামালো এবং বল্লো আপু আপনি ফারজানা আপু না?!
আপনাদের ভিডিও আমরা দেখি ভালো লাগে 😍😍😍 আমি এবং আপনাদের ভাইয়া আপুদের সাথে কথা বলে এগুতে লাগলাম থানার সামনে এসে আপনার ভাইয়া পকেটে হাত দিয়ে দেখে মোবাইল নেই (থামেন যেটা ভাবছেন তা না 🙏)। মোবাইল সে রেখে এসেছে ব্যাংকের ভেতর টেবিলে 🤗। আমাকে দাড় করিয়ে রেখে আপনাদের ভাইয়া গেলো আবার ব্যাংকে মোবাইল আনতে। আমি দাড়িয়ে অপেক্ষায় আছি হঠাৎ দেখি দুইটা মেয়ে( কিছুক্ষণ আগে যারা কথা বল্লো)দৌড়াচ্ছে এবং আমার দিকে আসছে 😯 তারা এসে আমায় বল্লো আপু আপু আপু... আপনার সাথে ছবি তুলতে চাই তোলা যাবে?! বোঝেন আমার অবস্থা একে এমন দৌড় দেখে ভয় পাবার মতো অবস্থা তারপর আবার ছবি তুলতে চেয়ে তারা আমায় বুঝেয়ে গেলো আসলেই মন থেকে তারা পছন্দ করে আমাদের কাজ। সত্যিই ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম 🥹 আমি বললাম অবশ্যই আপু ছবি তুলতে তুলতে তাদের সম্পর্কে জানলাম। তারা দুই বোন এক বোন আমার সাথে ছবি তুল্লো আরেকজন তুলে দিলো এবং তাদের একটা পেইজ আছে বল্লো,পেইজের নাম টা ঠিক মনে না থাকায় দিতে পারলাম না দুঃখীত।

আপু রা যদি এই পোস্ট দেখে থাকেন অবশ্যই মন্তব্য করবেন। আর এই ছবি দুটো আবার আমাদের আরেক ফলোয়ার ইনবক্সে দিয়েছে আমাকে দেখে 😍

আপনারা এতোটা ভালোবাসেন বলেই শুধু আমাদের পছন্দের কাজ টুকু আরো বেশি বেশি আপনাদের সামনে আনার তাড়া অনুভব করি। এই ভালোবাসা আর দোয়া টুকু রাখুন আজীবন।

আপনাদের
ফারজানা আপু 🥰

আপুদের পেইজ 👉 Vibes with Niharika

02/10/2025

ফরিদপুর শহরে উনাদের দেখা এখনো কে কে পান নাই?! #ফরিদপুর #শহর

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farzana & Faisal's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farzana & Faisal's Vlog:

Share

Category