Mita's Diary

Mita's Diary আসসালামু আলাইকুম । আমার পেজে আপনাদেরকে স্বাগতম। Welcome to my page ❤️( Mita's Diary)

The more Dream, The More Hope❤️❤️
28/07/2025

The more Dream, The More Hope❤️❤️

22/07/2025

21-07-2025
এমন অভিশপ্ত জুলাই আর কখনোই ফিরে না আসুক 💔

22/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

(Date 21 July,2025) আমার এক নীরবন্ত প্রশ্ন কালকের দিনটা কি ছিলো?? কিসের অনুষ্ঠান ছিলো? জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানববসম্প...
22/07/2025

(Date 21 July,2025) আমার এক নীরবন্ত প্রশ্ন কালকের দিনটা কি ছিলো?? কিসের অনুষ্ঠান ছিলো? জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানববসম্পদ গড়ে তোলার নবীণ বরণ ❤️‍🩹 নাকি ২০০ শিশু মানবসম্পদ নবীনদের বিদায় এর উৎসব?? এটা সহ্য করার মতো ঘটনা নয়।😞

হুমায়ূন আহমেদ স্যারের এই কথাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে "কাউকে মনে পরছে ফোন করো,  কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও...
17/07/2025

হুমায়ূন আহমেদ স্যারের এই কথাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে "কাউকে মনে পরছে ফোন করো,
কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও, কাউকে ভালোবাসো বলে দাও সময় নেই, পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা তার কোন গ্যারান্টি নেই, অপূর্ণতা নিয়ে পৃথিবী ছাড়তে নেই ...🥀🌸❤️‍🩹

Mandala Art  on board🥰🥰
16/07/2025

Mandala Art on board🥰🥰

সন্তান ছবি আঁকছে। রঙ নিয়ে মেতে আছে। হঠাৎ বাবা-মার কড়া কণ্ঠ,“এসব করে কী হবে? সময় নষ্ট করো না, পড়াশোনায় মন দাও।”একটু ভেবে ...
24/06/2025

সন্তান ছবি আঁকছে। রঙ নিয়ে মেতে আছে। হঠাৎ বাবা-মার কড়া কণ্ঠ,
“এসব করে কী হবে? সময় নষ্ট করো না, পড়াশোনায় মন দাও।”
একটু ভেবে দেখেছেন কখনো—এই একটি বাক্য আপনার সন্তানের ভিতরে থাকা একেকটি রঙিন স্বপ্নকে সাদাকালো করে দিচ্ছে?

✍️ ছবি আঁকার গুরুত্ব:
✅ ছবি আঁকা শুধু বিনোদন নয়, শেখার শক্তিশালী মাধ্যম।
একটি শিশু যখন রঙতুলি হাতে নেয়, তখন সে তার অনুভব, কল্পনা, চিন্তাভাবনাকে কাগজে ফুটিয়ে তুলছে।
✅ ছবি তাকে শিখায় ধৈর্য, মনোযোগ, সৌন্দর্যবোধ, আত্মপ্রকাশ।
এমনকি যারা ঠিকভাবে কথা বলতেও পারে না, তারা একটা ছবির মধ্যেই তাদের মনের কথাগুলো বলে ফেলে।
✅ গবেষণায় প্রমাণিত: যারা ছোটবেলায় আর্ট শেখে, তাদের সমস্যা সমাধানের দক্ষতা, আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতা অনেক বেশি হয়।

🚫 কোন কোন ভুলে শিশুরা পিছিয়ে পড়ে?
❌ ১. “এসব করে কিছু হবে না” — বলে শিশুর স্বপ্নকে তুচ্ছ করা।
❌ ২. শুধু একাডেমিক ফলাফলের পেছনে ছুটে সৃষ্টিশীলতা দমন করা।
❌ ৩. অন্য কারও সাথে তুলনা করে শিশুর আত্মবিশ্বাস ভেঙে ফেলা।
❌ ৪. আঁকার সময়টাকে ‘ফালতু সময়’ মনে করা।
❌ ৫. তাদের আঁকা দেখে নেতিবাচক মন্তব্য করা — “এইটা আবার কী আঁকছো?”
---
💡 কি করা উচিত?
❤️ ১. সন্তানকে শোনান, সে যেটা ভালোবাসে সেটাই তার শক্তি।
🎨 ২. আঁকার সামান্য চেষ্টাকেও বলুন, “অসাধারণ চেষ্টা!”
🌱 ৩. আঁকার জন্য নির্দিষ্ট সময় দিন, আঁকা নিয়ে কথা বলুন।
🏆 ৪. নিজের সন্তানের আঁকা ছবি দেয়ালে টাঙিয়ে দিন – ও বুঝবে, তার সৃষ্টি মূল্যবান।
---
🌈 শেষ কথা:
আপনার সন্তান যদি ছবি আঁকে, তার মানে সে অনুভব করতে শিখেছে।
সে সুন্দরকে ভালোবাসে, তার ভাবনা গভীর।
তাকে আঁকতে দিন, গড়ে উঠতে দিন নিজের মতো। হয়তো একদিন সে শিল্পের মাধ্যমে বদলে দেবে পৃথিবী—আপনার একটু উৎসাহই হতে পারে সেই জাদুকাঠি।

🖌️ আপনার সন্তান কী আঁকে জানাতে পারেন কমেন্টে। ওদের ছবি শেয়ার করুন, ভালোবাসা ছড়িয়ে দিন।
শিল্পী তৈরি হয় ঘরে থেকেই — উৎসাহেই জন্ম নেয় প্রতিভা।
আপনার প্রফাইলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
# Mita's Diary ✍️✍️✍️✍️
#শিশুর_সৃষ্টিশীলতা #শিশুর_স্বপ্ন

অধিকারের জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান করাটা বোকামি😔🥀
23/12/2024

অধিকারের জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান করাটা বোকামি😔🥀

মানুষ রাগের সময় যে কথাগুলো বলে,, যে আচরণ করে,, ওইটাই তার প্রকৃত রূপ,, বাকিটা অভিনয় 😊❤️‍🩹
05/11/2024

মানুষ রাগের সময় যে কথাগুলো বলে,, যে আচরণ করে,, ওইটাই তার প্রকৃত রূপ,, বাকিটা অভিনয় 😊❤️‍🩹

ভালোবাসার আরেক নাম শিউলি ফুল🌸ফুলের পবিত্রতা আর সৌন্দর্যের কোনো ক্যাপশন হয় না, ফুলের ক্যাপশন তার নিজের সৌন্দর্যই.!পেইজঃ- ...
11/10/2024

ভালোবাসার আরেক নাম শিউলি ফুল🌸
ফুলের পবিত্রতা আর সৌন্দর্যের কোনো ক্যাপশন হয় না, ফুলের ক্যাপশন তার নিজের সৌন্দর্যই.!

পেইজঃ- Mita's Diary

তুমি শেষ বিকেলের "বিষন্ন মেঘ " জমাআকাশের মতো ভয়ংকর সুন্দর..!! 🌸❤️‍🩹
07/10/2024

তুমি শেষ বিকেলের "বিষন্ন মেঘ " জমা
আকাশের মতো ভয়ংকর সুন্দর..!! 🌸❤️‍🩹

06/10/2024

Address

Faridpur
108853

Website

profile.php?id+=100083765010550, https://youtube.com/@musrinvlog32?si=KmZiU6HQlWEpVGvA

Alerts

Be the first to know and let us send you an email when Mita's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share