
11/09/2025
“ডাকসু” কেন বলা হয়, “ঢাকসু” নয়? 🧐
কারণটা ভাষাগত–ধ্বনিগত
পুরো নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।
এর সংক্ষিপ্ত রূপ ইংরেজি থেকে এসেছে:
Dhaka University Central Students' Union → DUCSU
এখান থেকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে “ডাকসু” বলা হয়।
তাহলে “ঢাকসু” নয় কেন?
যদি পুরোপুরি বাংলার প্রথম অক্ষর মিলিয়ে বানানো হতো, তবে হতো “ঢাকসু” (ঢাকা-কেন্দ্রীয়-ছাত্র-সংসদ)।
কিন্তু যেহেতু ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ (DUCSU) আগে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, সেটাই বাংলায় গৃহীত হয়েছে।
ইংরেজি অক্ষরের “D” → “ড” হয়েছে, তাই ঢ নয়, ড ব্যবহার করা হয়েছে।
👉 তাই সংক্ষেপটা আসলে ইংরেজি থেকে ধার করা, বাংলায় বানানো নয়। এজন্যই বলা হয় ডাকসু, “ঢাকসু” নয়।
#ডাকসু