Hossain Ahmed

Hossain Ahmed Sub-Assistant Engineer, Northern Electricity Supply PLC (NESCO), Ministry of Power, Energy and Mineral Resources

“ডাকসু” কেন বলা হয়, “ঢাকসু” নয়? 🧐কারণটা ভাষাগত–ধ্বনিগতপুরো নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।এর সংক্ষিপ্ত ...
11/09/2025

“ডাকসু” কেন বলা হয়, “ঢাকসু” নয়? 🧐

কারণটা ভাষাগত–ধ্বনিগত

পুরো নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।

এর সংক্ষিপ্ত রূপ ইংরেজি থেকে এসেছে:
Dhaka University Central Students' Union → DUCSU

এখান থেকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে “ডাকসু” বলা হয়।

তাহলে “ঢাকসু” নয় কেন?

যদি পুরোপুরি বাংলার প্রথম অক্ষর মিলিয়ে বানানো হতো, তবে হতো “ঢাকসু” (ঢাকা-কেন্দ্রীয়-ছাত্র-সংসদ)।

কিন্তু যেহেতু ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ (DUCSU) আগে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, সেটাই বাংলায় গৃহীত হয়েছে।

ইংরেজি অক্ষরের “D” → “ড” হয়েছে, তাই ঢ নয়, ড ব্যবহার করা হয়েছে।

👉 তাই সংক্ষেপটা আসলে ইংরেজি থেকে ধার করা, বাংলায় বানানো নয়। এজন্যই বলা হয় ডাকসু, “ঢাকসু” নয়।

#ডাকসু

বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী – অ্যাপলের আইফোন ডিজাইনারপ্রযুক্তি জগতের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপল (Apple)-এর নত...
11/09/2025

বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী – অ্যাপলের আইফোন ডিজাইনার

প্রযুক্তি জগতের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপল (Apple)-এর নতুন মডেল iPhone Air উন্মোচনে যিনি বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন, তিনি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবিদুর চৌধুরী।

আবিদুর চৌধুরী কে?

জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে, তবে তাঁর শিকড় বাংলাদেশে।

বর্তমানে সান ফ্রান্সিসকোতে বসবাস।

যুক্তরাজ্যের Loughborough University থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক।

ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন নামকরা ডিজাইন কোম্পানিতে কাজ করেছেন, পরে ২০১৯ সালে অ্যাপলে যোগ দেন।

📱 অ্যাপলে অবদান

২০২৫ সালের সেপ্টেম্বর ইভেন্টে তিনি মঞ্চে উঠে উপস্থাপন করেন iPhone Air, যা এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক গণমাধ্যম তাঁকে এই ফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে তুলে ধরেছে।

🇧🇩 বাংলাদেশের গর্ব

বাংলাদেশি বংশোদ্ভূত একজন তরুণ এভাবে অ্যাপলের মতো বিশ্বসেরা প্রযুক্তি কোম্পানির ডিজাইন টিমে কাজ করছেন—এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়।

📌 সূত্র: The Daily Star, Mathrubhumi, Apple Event 2025




আপনি জানেন কি?প্রতি মিনিটে ইউটিউবে প্রায় ৫০০ ঘণ্টার ভিডিও আপলোড হয়! 😲অর্থাৎ, মাত্র একদিনে যত ভিডিও আপলোড হয়, তা দেখতে চা...
10/09/2025

আপনি জানেন কি?

প্রতি মিনিটে ইউটিউবে প্রায় ৫০০ ঘণ্টার ভিডিও আপলোড হয়! 😲
অর্থাৎ, মাত্র একদিনে যত ভিডিও আপলোড হয়, তা দেখতে চাইলে প্রায় ৮২ বছর লেগে যাবে!

👉 এটা প্রমাণ করে, আমাদের সময়ের সবচেয়ে বড় গ্রন্থাগার এখন ইন্টারনেট।

🔗 সূত্র: YouTube Official Statistics 2024

#আপনিজানেনকি #প্রযুক্তি

09/09/2025

নেপালের প্রধানমন্ত্রী ও জেন-জি'র বিক্ষোভে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালালেন।

আপনি জানেন কি?পৃথিবীর সমুদ্রের মধ্যে যে পরিমাণ প্লাস্টিক ভাসছে, তা দিয়ে যদি চেইন বানানো হয়—তাহলে সেটা পৃথিবীকে চারবার ঘি...
09/09/2025

আপনি জানেন কি?

পৃথিবীর সমুদ্রের মধ্যে যে পরিমাণ প্লাস্টিক ভাসছে, তা দিয়ে যদি চেইন বানানো হয়—তাহলে সেটা পৃথিবীকে চারবার ঘিরে ফেলা যাবে!
এবং প্রতি বছর প্রায় ১ কোটি টন নতুন প্লাস্টিক সমুদ্রে যোগ হয়।

👉 এই দূষণ থামাতে আমাদেরই উদ্যোগ নিতে হবে—আজ থেকেই প্লাস্টিক ব্যবহার কমানো শুরু করি।

#আপনিজানেনকি #সমুদ্রদূষণ #প্লাস্টিকফ্রি

08/09/2025

আপনি জানেন কি?
বাংলাদেশে প্রতিদিন প্রায় ২.৪ কোটি টন খাবার অপচয় হয় 😒
এ খাবার দিয়ে লক্ষ লক্ষ মানুষকে খাওয়ানো সম্ভব, অথচ তা নষ্ট হয়ে যাচ্ছে।

👉 তাই একটু সচেতন হই — প্রয়োজনের বেশি খাবার না নেই, এবং অন্যকে সাহায্য করি।

🔗 সূত্র: খাদ্য ও কৃষি সংস্থা (FAO) রিপোর্ট, ২০২৩

#খাদ্যঅপচয় #আপনিজানেনকি #সচেতনতা

07/09/2025

আপনি জানেন কি?
বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮ কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার হয়। এর মধ্যে ৯০%-এর বেশি নদী ও মাটিতে জমে পরিবেশ নষ্ট করে।
👉 তাই আজ থেকে অন্তত একবার চেষ্টা করুন কাপড়ের ব্যাগ ব্যবহার করতে।

আপনি জানেন কি?বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮ কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার হয়। এর মধ্যে ৯০%-এর বেশি নদী ও মাটিতে জমে পরিবেশ নষ্...
07/09/2025

আপনি জানেন কি?

বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮ কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার হয়। এর মধ্যে ৯০%-এর বেশি নদী ও মাটিতে জমে পরিবেশ নষ্ট করে।

👉 তাই আজ থেকে অন্তত একবার চেষ্টা করুন কাপড়ের ব্যাগ ব্যবহার করতে।

🔗 সূত্র: পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ

#পরিবেশ #আপনিজানেনকি

গত এক সপ্তাহে প্রকাশিত গবেষণায় দেখাচ্ছে যে, টাইপ-২ ডায়াবেটিস তরুণদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে।কারণ: অস্বাস্থ্যকর খাবার, ব...
06/09/2025

গত এক সপ্তাহে প্রকাশিত গবেষণায় দেখাচ্ছে যে, টাইপ-২ ডায়াবেটিস তরুণদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে।
কারণ: অস্বাস্থ্যকর খাবার, ব্যায়ামের অভাব ও মানসিক চাপ।

👉 সুস্থ থাকতে আজ থেকেই সচেতন হতে হবে—

১) নিয়মিত ব্যায়াম করুন
২) জাঙ্ক ফুড এড়িয়ে চলুন
৩) মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন

স্বাস্থ্যই হলো ভবিষ্যতের আসল শক্তি। 💪

04/02/2025

In this video you can see how you can control your home appliance with android phone ,,,,,,,You can also control your home appliance and Android phones.Smart...

04/02/2025

Mini PLC Arduino mini PLC project | Project Bangla | Arduino Bangla Tutorialআপনার নিজের Mini PLC তৈরি করুন সহজে Arduino ব্যবহার করে! 🤖💡 এই ভিডিওতে আমরা M...

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hossain Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share