Wait You will be tried your best for success.

30/10/2024

হয়তো বা অতি আবেগে পোস্ট টা করা 😓
আমি তাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, আর এই ভালোবাসা আজও মনের মাঝে আগের মতোই জীবন্ত। তার প্রতি আমার শ্রদ্ধা আর সম্মান কখনোই কমবে না, আজীবন থাকবে। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্বপ্নে তাকে নিয়ে নতুন কিছু ভাবতাম। আমাদের একসাথে কাটানো সেই সময়গুলো, কথা বলা, ভালোবাসা, হাসি-কান্না—সবকিছুই আজও মনে পড়ে।

আজ অনেকদিন হয়ে গেল, নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু তার প্রতি যে অদ্ভুত এক মায়া, সেটার থেকে নিজেকে সরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। একটা সময় ছিলো, তার সাথে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগতো। ঝগড়া-বিবাদও হতো, তবে সেই মান-অভিমানের মাঝে যে গভীর মায়া ছিলো, সেটাই হয়তো আমাদের ভালোবাসার প্রকৃত সৌন্দর্য ছিলো। সম্পর্ককে সুন্দর রাখতে হলে ঝগড়া-বিবাদের পর মানিয়ে নেওয়াটাই আসল , ভালোবাসার গভীরতার প্রমাণ। সেই সব ঝগড়ার পর আবারও একে অপরের কাছে ফিরে যাওয়া, সেই মানানোর মুহূর্তগুলো আজও স্মৃতিতে রয়ে গেছে।

কিন্তু বাস্তবতা সবসময় আমাদের কল্পনার মতো হয় না। কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো পূরণ হওয়ার আগেই হারিয়ে যায়। তার ভবিষ্যৎ নিয়ে আমি ভাবি, দোয়া করি যেন সে জীবনে সবসময় সফল আর সুখী থাকে।

হয়তো আমার ছাড়াই সে আরও ভালো থাকবে, তার জীবন তার জন্য খোলা আকাশের মতো হয়ে উঠবে।

ভালোবাসা মানেই তো সবসময় একসাথে থাকার নয়, দূর থেকে ভালোবাসাটাও অনেক সময় শ্রেষ্ঠ হতে পারে। তার জন্য আমার ভালোবাসা, আমার দোয়া, সবসময় থাকবে, আর তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই হয়তো তার জন্য ভাল।

ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, দূরে থেকেও ভালোবাসা যায়। আমার মনের এই অনুভূতি তার প্রতি কখনোই বদলাবে না। যে ভালোবাসা একদিন শুরু হয়েছিল, সেটাই আমার হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। 🫶

02/06/2024

🥺🥺

19/08/2022

আমার বাড়ি যাইয়ো বন্ধু, যাইয়ো ফরিদপুর 🖤

01/06/2022

এমন একটা বউ কোথায় পাওয়া যাবে? 😇😇

17/04/2022

💔🖤🥀

19/02/2022

Agar zinda rehe to jorur aaunga 🙂

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wait posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share