Channel Padma

  • Home
  • Channel Padma

Channel Padma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Channel Padma, TV Channel, .

একটি বিশেষ সুখবর:এখন থেকে প্রতিদিন আমাদের ছয়টি করে হুন্দাই বিজনেস ক্লাস এসি বাস ঢাকা থেকে মাগুরা, যশোর, বেনাপোল ও কোলকা...
23/07/2022

একটি বিশেষ সুখবর:

এখন থেকে প্রতিদিন আমাদের ছয়টি করে হুন্দাই বিজনেস ক্লাস এসি বাস ঢাকা থেকে মাগুরা, যশোর, বেনাপোল ও কোলকাতার উদ্দেশ্যে যাবে এবং আসবে। এর মধ্যে পাঁচটি বাস যাবে পদ্মা সেতু হয়ে এবং একটি বাস যাবে পাটুরিয়া ফেরি ঘাট দিয়ে।

ঢাকা থেকে ছাড়ার সময়সূচি:

পদ্মা সেতু হয়ে:

১) কল্যাণপুর সোহরাব পাম্প: সকাল ৭:০০ মিনিট
কলাবাগান: সকাল ৭:৩০ মিনিট
আরামবাগ: সকাল ৮:০০ মিনিট

২) আরামবাগ: দুপুর ৩:৩০ মিনিট

৩) কল্যাণপুর সোহরাব পাম্প: রাত ৯:৪৫ মিনিট
কলাবাগান: রাত ১০:১৫ মিনিট
আরামবাগ: রাত ১১:০০ মিনিট

৪) কল্যাণপুর সোহরাব পাম্প: রাত ১০:০০ মিনিট
কলাবাগান: রাত ১০:৫০ মিনিট
আরামবাগ: রাত ১১:১৫ মিনিট

৫) কল্যাণপুর সোহরাব পাম্প: রাত ১১:০০ মিনিট
কলাবাগান: রাত ১১:১৫ মিনিট
আরামবাগ: রাত ১১:৪৫ মিনিট

ফেরি ঘাট হয়ে:

১) কল্যাণপুর সোহরাব পাম্প: রাত ১০:৪০ মিনিট

ভাড়ার তালিকা:
ঢাকা - মাগুরা: ১২০০ টাকা
ঢাকা - যশোর: ১৩০০ টাকা
ঢাকা - বেনাপোল: ১৪০০ টাকা
ঢাকা - কোলকাতা: ১৯০০ টাকা

ফিরতি পথেও একই ভাড়া প্রযোজ্য।

টিকেটের জন্য যোগাযোগ:
সোহরাব পাম্প: 01762684403
কল্যাণপুর: 01762684440
কলাবাগান: 01762684431
আরামবাগ: 01762684430
মাগুরা: 01864424779
যশোর: 01733351943
বেনাপোল: 01733351940
পেট্রাপোল: +918597215128
কোলকাতা: +919830821922
ম্যানেজার: +919775631807

অনলাইন টিকেট: www.deshtravelsbd.com

দেশ ট্রাভেলসের সকল তথ্য এবং আপডেট জানতে আমাদের অফিসিয়াল গ্রুপে যোগ দিন: Desh Travels (Official)

https://www.facebook.com/groups/deshtravels/

ধন্যবাদ সবাইকে।

© Desh Travels Management

🔴সন্মানিত বরিশালের যাত্রীবৃন্দ!আসসালামু ওয়ালাইকুম!✅সম্প্রতি আমাদের ঢাকা-বরিশাল (পদ্মা ব্রিজ) বাসের নতুন শিডিউল নির্ধারণ ...
23/07/2022

🔴সন্মানিত বরিশালের যাত্রীবৃন্দ!আসসালামু ওয়ালাইকুম!

✅সম্প্রতি আমাদের ঢাকা-বরিশাল (পদ্মা ব্রিজ) বাসের নতুন শিডিউল নির্ধারণ করা হয়েছে এবং যাত্রীসাধারনের সুবিধার্থে আরামবাগ-৪ কাউন্টারের পরিবর্তে আমাদের মানিকনগর কাউন্টার থেকে বরিশালের সকল বাস ছেড়ে যাবে।

🔴আমাদের ঢাকা-বরিশাল (পদ্মা সেতু) বাসের নতুন শিডিউল দেয়া হলোঃ-

🔰ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়সূচিঃ-

◾মানিকনগর কাউন্টার থেকে বরিশালের বাস ছাড়ার সময়সূচীঃ-

▪️সকাল ৮ টা (বিজনেস ক্লাস)
▪️সকাল ৮ঃ৩০ মিনিট (বিজনেস)
▪️সকাল ১০ টা (ইকোনমি)
▪️বেলা ১২ টা (ইকোনমি)
▪️দুপুর ২ টা (বিজনেস)
▪️বিকাল ৩ টা (ইকোনমি)
▪️বিকাল ৪ টা (বিজনেস)
▪️বিকাল ৫ টা (ইকোনমি)
▪️রাত ১১ঃ৫০ (ইকোনমি)
▪️রাত ১১ঃ৫৫ (ইকোনমি)
▪️রাত ১২ঃ০৫ মিনিট (বিজনেস)
▪️রাত ১২ঃ১৫ মিনিট (বিজনেস)

◾গাবতলী কাউন্টার থেকে বরিশালের সময়সূচিঃ-

▪️সকাল ৭ টা (বিজনেস)
▪️রাত ১০ঃ৩০ মিনিট (ইকোনমি)

◾আব্দুল্লাহপুর কাউন্টার থেকে বরিশালের সময়সূচিঃ-

▪️সকাল ৭ঃ৩০ মিনিট (বিজনেস)
▪️সকাল ৮ টা (ইকোনমি)
▪️রাত ১০ টা (ইকোনমি)
▪️রাত ১০ঃ৩০ মিনিট (বিজনেস)

◾কলাবাগান কাউন্টার থেকে সময়সূচিঃ-

▪️সকাল ৭ঃ২০ মিনিট (বিজনেস)
▪️রাত ১১ টা (ইকোনমি)
▪️রাত ১১ঃ১৫ মিনিট (বিজনেস)

◾রাজারবাগ কাউন্টার থেকে সকাল ৭ঃ৩৫ মিনিট (বিজনেস ক্লাস)

🔰বরিশাল নথুল্লাবাদ থেকে ঢাকার বাসের সময়সূচীঃ-

▪️সকাল ৭ টা (বিজনেস)
▪️সকাল ৮ টা (বিজনেস)
▪️সকাল ৯ টা (ইকোনমি)
▪️বেলা ১২ টা (ইকোনমি)
▪️দুপুর ২ টা (বিজনেস)
▪️বিকাল ৩ টা (ইকোনমি)
▪️বিকাল ৪ টা (বিজনেস)
▪️বিকাল ৫ টা (ইকোনমি)
▪️রাত ১১ টা (ইকোনমি)
▪️রাত ১১ঃ৩০ মিনিট (বিজনেস)
▪️রাত ১২.০৫ মিনিট (ইকোনমি)
▪️রাত ১২ঃ৩০ মিনিট (বিজনেস)

⭕ঢাকা-বরিশাল বাস ভাড়ার তালিকাঃ-
▪️ইকোনমি ক্লাস ৭৫০ টাকা
▪️বিজনেস ক্লাস ১০০০ টাকা

📞মানিকনগর কাউন্টারঃ ০১৯৭০০৬০০৮৩
📞সায়েদাবাদ কাউন্টারঃ ০১৯৭০০৬০০১২
📞গাবতলী কাউন্টারঃ- ০১৭৩০০৬০০১২
📞আব্দুল্লাহপুরঃ ০১৯৭০০৬০০৭৬
📞কলাবাগানঃ ০১৭৩০০৬০০০৬
📞বরিশাল নথুল্লাবাদঃ ০১৯৭০০৬০০৯৫

📞হটলাইনঃ ১৬৫৫৭
📞কলসেন্টারঃ ০১৭৩০০৬০০০৪,০১৯৭০০৬০০০৪
০১৭৩০০৬০০৭১-৭৩

🌐অনলাইনে টিকেট পাবেনঃ greenlinebd.com

⚠️বরিশাল থেকে ঢাকায় আসার টিকেট অনলাইন থেকে ক্রয় করার সময় "Going To" অপশনে "Dhaka (Padma Bridge) অপশন সিলেক্ট করতে হবে।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ  হাসিনা।
18/07/2022

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মাসেতু কতৃপক্ষ জানিয়েছে ( রেলের কাজে) নকশা অনুযায়ী কন্পনের কারনে সেতুতে যান চলাচলে সমস্যা নাই।যদি সমস্যা হয়, যান চলাচ...
18/07/2022

পদ্মাসেতু কতৃপক্ষ জানিয়েছে ( রেলের কাজে) নকশা অনুযায়ী কন্পনের কারনে সেতুতে যান চলাচলে সমস্যা নাই।যদি সমস্যা হয়, যান চলাচলের গতি কমিয়ে দেওয়া হবে।

একদিন গণভবন থেকে ধানমণ্ডির ৩২ নম্বরের উদ্দেশে রওনা হওয়ার পর মাঝপথে বঙ্গবন্ধু গাড়ি থামিয়ে ড্রাইভারকে বললেন, 'বাবুবাজার যা...
05/07/2022

একদিন গণভবন থেকে ধানমণ্ডির ৩২ নম্বরের উদ্দেশে রওনা হওয়ার পর মাঝপথে বঙ্গবন্ধু গাড়ি থামিয়ে ড্রাইভারকে বললেন, 'বাবুবাজার যাও। চাউলের দাম কতো তা যাচাই করতে হবে।' এদিকে সিকিউরিটির দায়িত্বে থাকা গাড়ি অনেক দূরে চলে গেছে। গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে তাদের ডেকে নিয়ে আসতাম। এই সময়ে বঙ্গবন্ধু গাড়িতে একাই বসে থাকতেন। নিরাপত্তা ছাড়াই।

একদিন আমি বঙ্গবন্ধুকে বলেছিলাম স্যার, আমাকে দুটি ওয়ারলেস সেট কিনে দিন। জিজ্ঞেস করলেন, ওয়ারলেস সেট দিয়ে তুই কি করবি? বলেছিলাম, স্যার কোথাও যাওয়ার সময় মাঝপথে মত পাল্টাচ্ছেন তখন আপনাকে অনিরাপদ রেখে ছুটতে হয়। ওয়ারলেস সেট থাকলে আপনাকে একা ফেলে দৌড়ে যেতে হবে না।

একদিন এসপি ই.এ.চৌধুরী আমাকে সঙ্গে নিয়ে ওয়ারলেস সেট প্রসঙ্গে বঙ্গবন্ধুকে বললেন। তখন এর দাম কতো জানতে চাইলে তাকে জানানো হয়, ২২ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি দামের রয়েছে।

ওয়ারলেস সেটের দাম শুনে ধমক দিলেন এবং বললেন, "আমার দেশের মানুষ না খেয়ে মরে যাচ্ছে, যুদ্ধবিধ্বস্ত দেশ, পাকিস্তান দেশটাকে ধবংস করে ফেলে রেখে গেছে আর তুই আমার নিরাপত্তার জন্য ওয়ারলেস কিনতে হাজার হাজার টাকা ব্যয় করবি?

জন কেনেডিকে মেরে ফেলেছে। তার নিরাপত্তার জন্য কতো ব্যবস্থা ছিল। কই এতো নিরাপত্তায়ও তো কেনেডিকে বাচাঁনো যায়নি। আল্লাহ যখন মৃত্যু লিখে রেখেছে তখনই আমার মৃত্যু হবে।"

- মোহাম্মদ মহিউদ্দিন,
বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার

বাংলাদেশের প্রথম অর্জন স্বাধীনতা..🇧🇩দ্বিতীয় অর্জন পদ্মা সেতু..
04/07/2022

বাংলাদেশের
প্রথম অর্জন স্বাধীনতা..🇧🇩
দ্বিতীয় অর্জন পদ্মা সেতু..

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel Padma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share