Md Noyon

Md Noyon আসসালামু আলাইকুম,

তারা দুজন প্রথম দেখা হয়েছিলো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। ছেলেটার নাম ছিলো ইমরান, মেয়েটা তানিয়া। প্রতিদিন দেখা, কথা, একস...
09/05/2025

তারা দুজন প্রথম দেখা হয়েছিলো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। ছেলেটার নাম ছিলো ইমরান, মেয়েটা তানিয়া। প্রতিদিন দেখা, কথা, একসাথে হাঁটা—সব যেন এক অদ্ভুত মায়াজালে আটকে ফেলে তাদের। একদিন ইমরান বলেই ফেললো, “তানিয়া, আমি তোমায় ভালোবাসি।” তানিয়ার চোখে জল, মুখে হাসি—দুজনের মাঝে শুরু হলো এক নতুন অধ্যায়।

কিন্তু জীবন সবসময় এক পথে হাঁটে না। তানিয়ার পরিবার দেশের বাইরে চলে যেতে চাইল, আর ইমরান তখনো প্রতিষ্ঠিত হয়নি। সে বললো, “একটু সময় দাও, সব ঠিক করে তোমায় নিয়ে যাবো।” তানিয়া বলেছিলো, “আমি অপেক্ষা করবো।”

বছর পেরিয়ে যায়। তানিয়া দেশের বাইরে, ইমরান একা শহরের কোনো কোণে বসে চিঠি লেখে, ইমেইল করে, ফোন করে। একসময় সব যোগাযোগ থেমে যায়। অনেক বছর পর ইমরান জানতে পারে, তানিয়ার বিয়ে হয়ে গেছে।

ইমরান কেবল বলেছিলো, “ও তো বলেছিলো, অপেক্ষা করবে…”

08/05/2025

🎆👫এক সকালে গ্রামের একটা ছোট্ট বাড়িতে ঠান্ডা হাওয়ার সঙ্গে ঘুম ভাঙল রহিম চাচার। তাঁর বউ হাঁড়িতে চিড়া ভিজিয়ে রেখেছেন আগের রাতেই। হাঁড়ি থেকে ভেজানো চিড়া বের করে তাতে মিশিয়ে দিলেন দুধ, চিনি আর কয়েকটা কাঁচা কলা। চাচা জানালার পা🎆👫💖😄শে বসে সেই চিড়া-দুধ খেতে খেতে পাখির ডাক শুনছিলেন, দূরে মাঠে হাল চাষ শুরু হয়ে গেছে।

এদিকে পাশের বাড়ির রুমা সকালে উঠে গরম ভাপা পিঠা বানাচ্ছে। নারিকেল আর গুড়ের পুর দিয়ে। ছেলেটা এসে বলল, “মা, স্কুলে যেতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি দাও!” গরম ভাপে মোড়া পিঠা হাতে নিয়ে সে ছুটে গেল।

একই সকাল, দুই রকম খাবার, দুই রকম গল্প—তবুও একটাই সুর: সাদামাটা সকালে আনন্দ খুঁজে নেওয়ার।🎆👫🇧🇩

একলা বসে আছে বারান্দায়। শহরের আলো-আঁধারিতে তার চোখে জল চিকচিক করছে। সে জানে, অর্ণব আর কখনও ফিরবে না। দু’জনের ভালোবাসা ছি...
08/05/2025

একলা বসে আছে বারান্দায়। শহরের আলো-আঁধারিতে তার চোখে জল চিকচিক করছে। সে জানে, অর্ণব আর কখনও ফিরবে না। দু’জনের ভালোবাসা ছিল ঠিক নদী আর সাগরের মতো—ঘনিষ্ঠ, কিন্তু কখনোই একসঙ্গে মিশে যাওয়ার সুযোগ হয়নি।

অর্ণব চলে গেছে দেশের বাইরে, অন্য জীবনের খোঁজে। রাত্রি থাকলো এখানেই, নিজের দায়িত্ব আর পরিবারকে আঁকড়ে ধরে। অর্ণব বলেছিল, “তুমি চাও তো আমি সব ছেড়ে দিতে পারি।”

কিন্তু রাত্রি চায়নি। সে শুধু বলেছিল, “তুমি সুখী হও, যেখানেই থাকো।”

আজ ছয় বছর পর, সে জানে, অর্ণব হয়তো কাউকে পেয়ে গেছে। সুখী হয়তো। কিন্তু রাত্রি এখনো তার জানালায় তাকিয়ে ভাবে, যদি একটু সাহসী হতো, যদি শুধু একবার বলত—"থাকো"—

06/05/2025

মানুষ একটা দুই চাক্বার সাইকেল👫🎆🎯

29/04/2025

দুকানে বষে ছিনামা দেখেন কে K

08/03/2025

এই সে জাইগা।

আজাহারি বয়েন।
05/03/2025

আজাহারি বয়েন।

Address

Faridpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Noyon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share