
09/05/2025
তারা দুজন প্রথম দেখা হয়েছিলো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। ছেলেটার নাম ছিলো ইমরান, মেয়েটা তানিয়া। প্রতিদিন দেখা, কথা, একসাথে হাঁটা—সব যেন এক অদ্ভুত মায়াজালে আটকে ফেলে তাদের। একদিন ইমরান বলেই ফেললো, “তানিয়া, আমি তোমায় ভালোবাসি।” তানিয়ার চোখে জল, মুখে হাসি—দুজনের মাঝে শুরু হলো এক নতুন অধ্যায়।
কিন্তু জীবন সবসময় এক পথে হাঁটে না। তানিয়ার পরিবার দেশের বাইরে চলে যেতে চাইল, আর ইমরান তখনো প্রতিষ্ঠিত হয়নি। সে বললো, “একটু সময় দাও, সব ঠিক করে তোমায় নিয়ে যাবো।” তানিয়া বলেছিলো, “আমি অপেক্ষা করবো।”
বছর পেরিয়ে যায়। তানিয়া দেশের বাইরে, ইমরান একা শহরের কোনো কোণে বসে চিঠি লেখে, ইমেইল করে, ফোন করে। একসময় সব যোগাযোগ থেমে যায়। অনেক বছর পর ইমরান জানতে পারে, তানিয়ার বিয়ে হয়ে গেছে।
ইমরান কেবল বলেছিলো, “ও তো বলেছিলো, অপেক্ষা করবে…”