তাওহীদ এগ্রো ফার্ম

  • Home
  • তাওহীদ এগ্রো ফার্ম

তাওহীদ এগ্রো ফার্ম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তাওহীদ এগ্রো ফার্ম, Digital creator, .

আসসালামু আলাইকুম,
আমাদের খামারে আমরা কোয়েল পাখি,দেশী মুরগী এবং ফাউমী মুরগী পালন করে থাকি। আমাদের খামার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের Follow করুন।
আমাদের ঠিকানা:
শ্রীপুর বাজার, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
মোবাইল: ০১৭৮২-৯৩৪০৬২( whatsapp/imo)

'আমরা এদেশে আর থাকব না। এদেশের পলিটিশিয়ানরা দেশটাকে পলিউট করে ফেলেছে।' যে বাবা একথা বলেছেন তার বাচ্চাকে এদেশের অব্যবস্থা...
22/07/2025

'আমরা এদেশে আর থাকব না। এদেশের পলিটিশিয়ানরা দেশটাকে পলিউট করে ফেলেছে।'

যে বাবা একথা বলেছেন তার বাচ্চাকে এদেশের অব্যবস্থাপনার কারণে জীবন্ত পুড়ে মরতে হয়েছে।

হাত পুড়ে যাবে বলে যে বাচ্চাগুলোকে চুলার কাছে যেতে দেওয়া হয় না, সেই বাচ্চাগুলোকে চোখের সামনে পুড়ে মরতে দেখার পর, সবার মনের কথাই এটা।

দুর্ঘটনার নামে চালিয়ে দেওয়া এই মার্ডারগুলো চলতে থাকবে, কিন্তু এর পেছনে অব্যবস্থাপনার জন্য দায়ী যারা, তাদের কোনো বিচার হবে না।

কারণ, তারা এগুলোকে দুর্ঘটনা বলে সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছেন...

তারা যা বলবেন, আমাদের তা মেনে নিতে হবে। এই দেশটা তাদের।

এই দেশ আমাদের না।

🐔 ব্লাক অস্ট্রালপ মুরগী: নতুন সম্ভাবনার লাভজনক খামার 🐔টাইগার মুরগীর পর বাংলাদেশের খামারিদের মাঝে নতুন করে জনপ্রিয়তা পাচ্...
22/07/2025

🐔 ব্লাক অস্ট্রালপ মুরগী: নতুন সম্ভাবনার লাভজনক খামার 🐔

টাইগার মুরগীর পর বাংলাদেশের খামারিদের মাঝে নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে ব্লাক অস্ট্রালপ জাতের মুরগী। দ্রুত ওজন বৃদ্ধি, ডিম উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা—সবকিছু মিলিয়ে এটি বর্তমানে লাভজনক একটি বাণিজ্যিক জাত।

---

🔍 ব্লাক অস্ট্রালপ মুরগীর জাত পরিচিতি

✅ উৎপত্তি: অস্ট্রেলিয়া

✅ রঙ: সম্পূর্ণ কালো পালক, মাঝে মাঝে সবুজ আভা

✅ ওজন: পুরুষ ৩.৫–৪.৫ কেজি, নারী ২.৫–৩.৫ কেজি পর্যন্ত

✅ ডিম উৎপাদন: প্রতি বছর প্রায় ২৫০-৩০০টি (সাদা বা হালকা বাদামি ডিম)

✅ রোগ প্রতিরোধ ক্ষমতা: অনেক বেশি, দেশীয় পরিবেশের সাথে খাপ খায়

---

🐓 খামার কীভাবে লাভজনক হবে

1. বাচ্চা অবস্থায় সংগ্রহ করুন — ১ দিনের বাচ্চা কম খরচে পাওয়া যায়।

2. ভাল ব্রুডিং ব্যবস্থা দিন — প্রথম ২১ দিন আলো ও তাপ নিশ্চিত করুন।

3. খাবারে মনোযোগ দিন — ব্যালান্সড ফিড (শুরুতে প্রি-স্টার্টার, পরে গ্রোয়ার ও লেয়ার ফিড)

4. সতর্ক নজরদারি — নিয়মিত ওজন ও ডিম উৎপাদন ট্র্যাক করুন।

5. বাজারে বিক্রি কৌশল — ডিম ও মুরগি আলাদাভাবে বিক্রি করলে বেশি লাভ।

---

💰 বাজার সম্ভাবনা

শহর ও গ্রামে ডিম ও মাংসের ব্যাপক চাহিদা

দেশি জাতের বিকল্প হিসেবে দ্রুত জনপ্রিয় হচ্ছে

অর্গানিক ও সেফ ফুড প্রোজেক্টে ব্যবহারের উপযোগী

রেস্টুরেন্ট ও হোটেলে উচ্চ দামে বিক্রি সম্ভব

---

🏢 খামারের ঠিকানা:

তাওহীদ এগ্রো ফার্ম
📍 শ্রীপুর বাজার, রাজবাড়ী সদর, রাজবাড়ী
📞 মোবাইল: ০১৭৮২-৯৩৪০৬২

---

আপনার ফার্মে যুক্ত করুন ব্লাক অস্ট্রালপ, গড়ুন লাভজনক ভবিষ্যৎ!

প্রিয় সন্তানের কফিনে পিতার শেষ চুমু  🖤🖤🖤🖤🖤
22/07/2025

প্রিয় সন্তানের কফিনে পিতার শেষ চুমু 🖤🖤🖤🖤🖤

মাইল‌ষ্টোন স্কু‌লের শি‌ক্ষিকা নি‌শি আক্তার ম‌্যাডাম। নিঃশব্দ, প্রায় সারা শরী‌রে ব‌্যা‌ন্ডেজ। স্বামী সুমন, স্ত্রীর পা‌শে...
22/07/2025

মাইল‌ষ্টোন স্কু‌লের শি‌ক্ষিকা নি‌শি আক্তার ম‌্যাডাম। নিঃশব্দ, প্রায় সারা শরী‌রে ব‌্যা‌ন্ডেজ। স্বামী সুমন, স্ত্রীর পা‌শে দাঁ‌ড়ি‌য়ে টানা কাঁদ‌ছি‌লেন। মানুষ বেঁচে থাকুক মায়া মমতা আর ভালোবাসার বন্ধনে। ❤️❤️🫡🫡

মুরগির ঠান্ডার জন্য  অন্যতম ঔষধ দুইটি 💊,অতি দ্রুত কাজ করে,সঠিক মাত্রায় প্রয়োগ করুন,আপনার মুরগি সুস্থ রাখুন।
22/07/2025

মুরগির ঠান্ডার জন্য অন্যতম ঔষধ দুইটি 💊,অতি দ্রুত কাজ করে,
সঠিক মাত্রায় প্রয়োগ করুন,আপনার মুরগি সুস্থ রাখুন।

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে ন...
22/07/2025

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে।

মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মন্সুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাড়া ৩০-৪০ টাকা। কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল ১২০ টাকা, ১৫০ টাকা।

মাইলস্টোন থেকে কাছাকাছি মর্ডান হাসপাতালে রেগুলার ভাড়া ২৫০-৩০০ টাকা, অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা।

একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবত ঘুরছিল কিন্তু একটা রিকশাওয়ালা, সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না। তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে।

এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্যে। এইদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পোড়া,শরীরের মাংস গলে গলে পড়ার মতো অবস্থা।

বাচ্চাগুলো তখন পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল, গোঙাচ্ছিল শুধু।

এদেশের মানুষগুলো এমন কেন.? বিপদ দেখলেই ওরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এদেশের মানুষগুলো সভ্য হবে কবে.?

শোকাহত টিম তাওহীদ এগ্রো ফার্ম
22/07/2025

শোকাহত টিম তাওহীদ এগ্রো ফার্ম

"আপনার মুরগির খামার হবে লাভজনক – সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে!"একটি লাভজনক মুরগির খামার গড়তে নিচের বিষয়গুলো অবশ্যই নিশ্চিত ...
22/07/2025

"আপনার মুরগির খামার হবে লাভজনক – সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে!"

একটি লাভজনক মুরগির খামার গড়তে নিচের বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করুন:

1. পরিষ্কার-পরিচ্ছন্ন খামার:
✅ প্রতিদিন খামারের মলমূত্র এবং ময়লা পরিষ্কার করুন
✅ ছাউনির নিচে শুকনো লিটার (বিছানা) ব্যবহার করুন
✅ নিয়মিত জীবাণুনাশক স্প্রে করুন

2. দুর্গন্ধমুক্ত পরিবেশ:
✅ ভালো বায়ু চলাচলের ব্যবস্থা করুন
✅ দুর্গন্ধ দূর করতে বায়ু শোধন ব্যবস্থা ব্যবহার করুন
✅ ভেজা/নোংরা লিটার দ্রুত পরিবর্তন করুন

3. গুণগতমানসম্পন্ন খাদ্য (Quality Feed):
✅ প্রোটিন, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ সম্পূর্ণ খাবার দিন
✅ খাবারে কোনো ভেজাল বা মানহীন উপাদান ব্যবহার করবেন না
✅ বয়স অনুযায়ী সঠিক ফিড চার্ট অনুসরণ করুন

4. স্বাস্থ্য ব্যবস্থাপনা:
✅ নিয়মিত ভ্যাকসিন ও ওষুধ প্রদান করুন
✅ রোগের লক্ষণ দ্রুত শনাক্ত করে চিকিৎসা করুন

কেন এগুলো জরুরি?

> "একটি পরিষ্কার, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ মুরগির রোগের ঝুঁকি কমায়, উৎপাদনশীলতা বাড়ায় এবং খাদ্যের রূপান্তর হার উন্নত করে, ফলে খরচ কমে লাভ বৃদ্ধি পায়।"

স্মরণ রাখুন:
সুস্থ মুরগি = ভালো ডিম/মাংস উৎপাদন = বেশি লাভ!

আপনার খামারের প্রতিটি ধাপে যত্ন নিন, লাভ আসবেই!

---
তাওহীদ এগ্রো ফার্ম
রাজবাড়ী সদর, রাজবাড়ী।

নদীর ফ্রেশ মাছ❤️
22/07/2025

নদীর ফ্রেশ মাছ❤️

আগামীকাল থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ...
21/07/2025

আগামীকাল থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সবাই ছুটি পাবে।
কিন্তু জানেন? এই শিক্ষার্থীদের মধ্যেই কেউ কেউ চিরস্থায়ী ছুটি পেয়ে গেছে। তাদের আর কখনও মাইলস্টোনে যেতে হবে না। স্কুলে যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হতে হবে না। আর কখনও মা-বাবা বা শিক্ষকের বকা শুনতে হবে না। আর কখনও খাতা-কলম নিয়ে পড়ার টেবিলে বসতে হবে না। আর পড়ালেখা নিয়ে টেনশনও নেই।
আজ হোমওয়ার্ক করিনি, কাল স্যার শাস্তি দেবেন; এখনও পুরো অধ্যায় শেষ করতে পারিনি, পরীক্ষায় কী লিখব—এসব নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না।
সব টেনশন শেষ। এই চিরস্থায়ী ছুটি তাদের সব দুশ্চিন্তা কেড়ে নিয়েছে। কী আত্মঘাতে ছুটি। এরকম ছুটিই কি তারা চেয়েছিল?
আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন

বহুবছর আগে রাত ৩টা নাগাদ বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিলাম। হঠাৎ আওয়াজ শুনি ট্র্যাকের করা ব্রেক গেলাম কাছে ড্রাইভার ক...
21/07/2025

বহুবছর আগে রাত ৩টা নাগাদ বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিলাম। হঠাৎ আওয়াজ শুনি ট্র্যাকের করা ব্রেক গেলাম কাছে ড্রাইভার কে জিজ্ঞেস করলাম কি হয়েছে। বললো একটা কুকুর সামনে এসেছিলো তাই হঠাৎ ব্রেক ধরতে হয়েছে।
কথা এখানেই,
রাত ৩ টায় ১টি কুকুর বাঁচাতে ড্রাইভার ব্রেক ধরে। সেখানে এক গোষ্ঠী প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির (পাইলট) উপর দায় দিচ্ছে অথচ তিনিও বেঁচে নেই।
ইজেক্ট করলে তো বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।
তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ... জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল। তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি। সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া
এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।
সবার জীবন মুল্যবান।
আজ শুধু একজন পাইলট না, নিচে থাকা নিষ্পাপ শত শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।
আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

বলেন তো এগুলো কীসের ডিম?
21/07/2025

বলেন তো এগুলো কীসের ডিম?

Address


Telephone

+8801782934062

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাওহীদ এগ্রো ফার্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাওহীদ এগ্রো ফার্ম:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share