তাওহীদ এগ্রো ফার্ম

তাওহীদ এগ্রো ফার্ম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তাওহীদ এগ্রো ফার্ম, Digital creator, Behind Upazilla parishad, Sreepur, Rajbari, Faridpur.

আসসালামু আলাইকুম,
আমাদের খামারে আমরা কোয়েল পাখি,দেশী মুরগী এবং ফাউমী মুরগী পালন করে থাকি। আমাদের খামার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের Follow করুন।
আমাদের ঠিকানা:
শ্রীপুর বাজার, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
মোবাইল: ০১৭৮২-৯৩৪০৬২( whatsapp/imo)

26/09/2025

খামার করে ভালো আছেন?
হ্যাঁ/ না

এনরোসিন ভেট: মুরগির সর্দি কাশি জিম মেরে বসে থাকা হা করে নিঃশ্বাস এই সমস্যাগুলোতে খুব ভালো কাজ করে আমার কাছে সব থেকে বেস্...
26/09/2025

এনরোসিন ভেট: মুরগির সর্দি কাশি জিম মেরে বসে থাকা হা করে নিঃশ্বাস এই সমস্যাগুলোতে খুব ভালো কাজ করে
আমার কাছে সব থেকে বেস্ট একটি মেডিসিন যাদের হাঁস মুরগীর বাচ্চা আছে এদের জন্য এই এনরোসিন এর বিকল্প নাই, ব্রুডিং এর সময় বাচ্চা মারা যাওয়ার হাত থেকে রক্ষার জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে, নাক দিয়ে পানি পরা ঝিমানো চুনা পায়খানা, হাছি- কাশি, জর এর জন্য বেস্ট একটা ওষুধ বাজারে ১০০ মিলি গ্রাম এর ভায়েল পাওয়া যায়
২২০ টাকা দিয়ে
(ব্যবহার : ১-২ লিটার পানিতে ১ মিলি) সাথে অন্য ওষুধ কম্বাইন্ড করতে হবে (অবস্থা বুঝে)

তবে প্রয়োজন ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকুন, কারন অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার করলে মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পেতে চায় না।

এরকম আরো বিভিন্ন সমস্যার সমাধান পেতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ

যারা বাড়িতে অল্প খরচে লেয়ার লেয়ার ওয়ান মিক্স খাদ্য তৈরি করতে চান ডিম পাড়া মুরগির জন্য ....... আপনারা নিচের এই পদ্ধত...
25/09/2025

যারা বাড়িতে অল্প খরচে লেয়ার লেয়ার ওয়ান মিক্স খাদ্য তৈরি করতে চান ডিম পাড়া মুরগির জন্য .......

আপনারা নিচের এই পদ্ধতি অনুসরণ করে বাড়িতে খাদ্য তৈরি করে নিতে পারেন অল্প টাকার মধ্যে।

তবে এখানে আরো বেশ কিছু জিনিস এড করতে হবে।

টক্সিন বাইন্ডার ৫০ গ্রাম।
এনজাইমেক্সেল ৫০ গ্রাম।
সাথে খাবার খাওয়ানোর সময় হালকা পরিমাণে লিভারটনিক মিশিয়ে খেতে দিবেন এতে হজম শক্তি ভালো থাকবে। (ব্যক্তিগত মতামত)

প্রয়োজনে শেয়ার করুন

ফলো দিয়ে রাখুন ধন্যবাদ

© বিসমিল্লাহ এগ্রো

জিংক কেনো খাওয়াবেন? জিংক এর উপকারিতা।  #মোরগ-মুরগি ও গবাদি পশুর পাকস্থলির কার্যক্ষমতা বৃদ্ধিকরণে। #ওজন বৃদ্ধি ও হাড়ের গঠ...
25/09/2025

জিংক কেনো খাওয়াবেন? জিংক এর উপকারিতা।

#মোরগ-মুরগি ও গবাদি পশুর পাকস্থলির কার্যক্ষমতা বৃদ্ধিকরণে।
#ওজন বৃদ্ধি ও হাড়ের গঠন মজবুত করনে।
#ডারমাইটিস, কেরাটাইটিস ও ক্ষুরের অস্বাভাবিক বৃদ্ধির চিকিৎসায়।
#পশম পড়ে যাওয়া ও খসখসে ত্বকের চিকিৎসায়
#দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধিতে।
#বাছুরের দ্রুত বর্ধনশীলতা আনতে।
#রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে।
#পাতলা পায়খানা নিরাময়ে।

হাঁস-মুরগীতে: ২-৩ মিলিঃ প্রতি লিটার পানিতে।
গবাদি পশুতে: প্রতি ১০০ কেজি ৫০-৭৫ মিলিঃ.

☞মাইক্রোনিড ভেট (Micronid Vet) হলো হাঁস, মুরগী ও অন্যান্য পশু-পাখির জন্য ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ।এটি মাইকোপ্ল...
25/09/2025

☞মাইক্রোনিড ভেট (Micronid Vet) হলো হাঁস, মুরগী ও অন্যান্য পশু-পাখির জন্য ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ।এটি মাইকোপ্লাজমোসিস,সালমোনেলা সংক্রমণ,ফাউল কলেরা,ফাউল টাইফয়েড এবং শ্বাসযন্ত্রের অন্যান্য সংক্রমণের মতো রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়।

➤উপাদান: ইরাইথ্রোমাইসিন থাইওসায়ানেট, সালফাডায়াজিন,ট্রাইমেথোপ্রিম।

➤মাইকোপ্লাজমোসিস (CRD): পোল্ট্রিতে মাইকোপ্লাজমোসিস ও এর সাথে সম্পর্কিত ব্যাকটেরিয়া সংক্রমণ।

➤ইনফেকশাস কোরাইজা: হাঁস-মুরগির সর্দি বা নাক দিয়ে পানি পড়া রোগের চিকিৎসায়।

➤সালমোনেলা সংক্রমণ: ফাউল টাইফয়েড ও ফাউল কলের মতো সালমোনেলা ঘটিত রোগের চিকিৎসায়।

➤কক্সিডিওসিস: কক্সিডিওসিস প্রতিরোধ ও চিকিৎসায়,বিশেষ করে কক্সিডিওসিসের সাথে যুক্ত সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণ মোকাবিলায়।

➤কার্যকারিতা
এই ওষুধটি বিভিন্ন গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ইরাইথ্রোমাইসিন ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি বাধা দেয় এবং সালফাডায়াজিন ও ট্রাইমেথোপ্রিম ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে,যার ফলে দ্রুত নিরাময় সম্ভব হয়।

➤এটি সাধারণত হাঁস,মুরগী, কবুতর ও অন্যান্য পশু-পাখির পানীয় জলে মিশিয়ে দেওয়া হয়।

✪ঔষধ ব্যবহারের আগে পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

➤কাদের জন্য উপযুক্ত:
মাইক্রোনিড ভেট (Micronid Vet) মুলত হাঁস,মুরগী,কবুতর,গরু,ছাগল ও অন্যান্য পশু-পাখিদের জন্য উপকারী।

১দিন থেকে ৩০ দিন পর্যন্ত চিনা হাঁসের বাচ্চা পালন:১। বাচ্চা ফুটার ২৪-৪০ ঘন্টার মধ্যে বাচ্চাকে কে প্রথম খাবার পানি দিবেন।২...
24/09/2025

১দিন থেকে ৩০ দিন পর্যন্ত চিনা হাঁসের বাচ্চা পালন:

১। বাচ্চা ফুটার ২৪-৪০ ঘন্টার মধ্যে বাচ্চাকে কে প্রথম খাবার পানি দিবেন।

২। প্রথমে আলাদা করে লাইসুভিট যুক্ত মেডিসিন প্রতিটা বাচ্চাকে ধরে ধরে খাওয়াতে হবে বাচ্চা প্রথম অবস্থায় খেতে চাইবে না তাই ধরে ধরে খাওয়াবেন।

৩। লাইসুভিট যুক্ত পানি খাওয়ানোর ৩০ মিনিট পরে প্রথম খাবার দিবেন।

৪। মেডিসিন খাওয়ানো শেষ হলে বাচ্চাকে ব্রুডিং এ রাখবেন।

৫। খাবার হিসেবে নারিশ বা ভালো কোম্পানির বয়লার স্টারটার খাবার দিবেন অবশ্যই খাবার ছিটিয়ে দিতে হবে কারন নতুন অবস্থায় খাবার খেতে চাইবে না তাই ছিটিয়ে দিবেন আর অবশ্যই নিচে এমন কাপড় দিবেন যাতে খাবার গুলো ভালো ভাবে দেখা যায় আর সুতির কাপর দিবেন।

৬। প্রথম ৪ দিন লাইসুভিট খাওয়াবেন প্রতি লিটার পানিতে ১ গ্রাম করে মিশিয়ে অবশ্যই ৬ ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিতে হবে।

৭। ৫ম দিন থেকে ৮ম দিন অবদি বাচ্চা গুলোকে ঠান্ডার একটা ডোজ করাবেন, তাহলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।

৮। ঠান্ডার ডোজ হিসেবে আপনি এনরোসিন ভেট ব্যবহার করবেন। (সব থেকে ভালো মানের একটা মেডিসিন)

৯। ঠান্ডার ডোজ শেষ হলে আপনি ২ দিন সাদা পানি চালাবেন।

১০। ১১তম দিন থেকে ১৪তম দিন অবদি আপনি থায়াভিন বি১ বি২ খাওয়াবেন ৪দিন ( ১ লিটার পানিতে ১ গ্রাম)

১১। ১৫তম দিন থেকে ১৭তম দিন অবদি জিংক মেডিসিন খাওয়াবেন ( ১লিটারে ১মিলি)

১২। তার পর থেকে অন্যান্য মেডিসিন দিতে পারেন।

১৩। বাচ্চার বয়স ২৭ দিন হলে ডাক প্লেগ ১ম ভ্যাক্সিন করাবেন।

১৪। ১ম ডোজ দেয়ার ১৫ দিন পর ২য় ডোজ মানে বুস্টার ডোজ করাবেন।

১৫। বাচ্চার বয়স ৬০ দিন হলে ডাক কলেরা ১ম ভ্যাক্সিন করাবেন।

১৬। ডাক কলেরা ১ম ডোজ দেয়ার ১৫ দিন পর ২য় ডোজ করাবেন

১৭। ১মাস আগে বাচ্চাকে পানিতে দিবেন না।

আমি আলিফ দোয়া করবেন যাতে আপনাদের পাশে নিজের অভিজ্ঞতা গুলো শেয়ার করতে পারি।

ধন্যবাদ
|| তাওহীদ এগ্রো ফার্ম ||

মুরগির বাচ্চার প্রথম ৩০দিনের খাবার লিস্টে এটা রাখেন সোনালি স্টাটার ফিড বা বয়লার স্টাটার ফিড,,সর্বোচ্চ ফলাফল পাবেন। #মুরগ...
24/09/2025

মুরগির বাচ্চার প্রথম ৩০দিনের খাবার লিস্টে এটা রাখেন সোনালি স্টাটার ফিড বা বয়লার স্টাটার ফিড,,সর্বোচ্চ ফলাফল পাবেন।
#মুরগিরবাচ্চা #বাচ্চা

দেশি মুরগী পালনে কোন সমস্যা আপনি বেশি ফেস করেন
23/09/2025

দেশি মুরগী পালনে কোন সমস্যা আপনি বেশি ফেস করেন

ডিসিপি গোল্ড এর কাজ কি? হাঁস- মুরগিকে কেনো ডিসিপি গোল্ড খাওয়াবেন খাওয়ালে কি উপকার হয়...DCP GOld - ক্যালসিয়াম Phospha...
23/09/2025

ডিসিপি গোল্ড এর কাজ কি? হাঁস- মুরগিকে কেনো ডিসিপি গোল্ড খাওয়াবেন খাওয়ালে কি উপকার হয়...

DCP GOld - ক্যালসিয়াম Phosphate যা হাঁস মুরগি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে।

ডিম পাড়া মুরগির ডিমের খোসা শক্ত করে ও ডিমের গুণগত মান উন্নত হয়।

মুরগির বাচ্চা কে খাওয়ালে পর্যাপ্ত ক্যালসিয়াম-ফসফরাস থাকলে বাচ্চার দ্রুত বৃদ্ধি ঘটে।

ক্যালসিয়াম-ফসফরাসের ঘাটতি থেকে যে হাড় বাঁকা/দুর্বল হওয়ার রোগ হয়, তা প্রতিরোধ করে।

তাই বাড়িতে নিজে মিক্স খাদ্য তৈরি করলে ডিসিপি গোল্ড এবং টক্সিন বাইন্ডার বাধ্যতামূলক...

হাঁস মুরগি রিলেটেড এরকম আরো তথ্য ও পরামর্শ পেতে তাওহীদ এগ্রো ফার্ম ফলো দিয়ে রাখুন ধন্যবাদ

ডিমের জন্যে এটার মত ভালো রেজাল্ট আমি অন্য কোনো ই-সেলএ পাইনাই!! আরো ভালো থাকতে পারে হয়তো আমি জানিনা!! ব্যাক্তিগত ভাবে সেল...
23/09/2025

ডিমের জন্যে এটার মত ভালো রেজাল্ট আমি অন্য কোনো ই-সেলএ পাইনাই!! আরো ভালো থাকতে পারে হয়তো আমি জানিনা!! ব্যাক্তিগত ভাবে সেল-ই ন্যানোটা দারুন কাজ করে ডিমের প্রডাকশন এর ক্ষেত্রে ❤️❤️

🐓🥚 ডিম উৎপাদন বৃদ্ধি করতে Vita ADE Vet – আপনার খামারের বিশ্বস্ত সহকারী 🥚🐓খামারে মুরগি আছে কিন্তু 🐔 ডিম উৎপাদন কমে যাচ্ছে...
22/09/2025

🐓🥚 ডিম উৎপাদন বৃদ্ধি করতে Vita ADE Vet – আপনার খামারের বিশ্বস্ত সহকারী 🥚🐓

খামারে মুরগি আছে কিন্তু 🐔 ডিম উৎপাদন কমে যাচ্ছে❓
ডিমের খোসা পাতলা হচ্ছে❓
অথবা বাচ্চা ফোটার হার কমে যাচ্ছে❓

👉 সমাধান হলো – Vita ADE Vet
এটি একটি ভিটামিন সাপ্লিমেন্ট, যেখানে আছে ভিটামিন A, D3 এবং E – যা মুরগির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

🔹 Vita ADE Vet এর উপকারিতা:
✔ ডিম পাড়ার ক্ষমতা বৃদ্ধি করে
✔ ডিমের খোসা মজবুত করে
✔ বাচ্চা ফোটার হার উন্নত করে
✔ মুরগিকে সবল ও সুস্থ রাখে
✔ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✔ স্নায়ু ও প্রজননতন্ত্র শক্তিশালী করে

🔹 ব্যবহারবিধি:
👉 প্রতি ১ লিটার পানিতে ১ মিলি Vita ADE Vet মিশিয়ে মুরগিকে দিন।
👉 নিয়মিত ব্যবহার করলে মুরগির ডিম উৎপাদন বেড়ে যাবে এবং মানও ভালো হবে।
(তবে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন)

⚠️ সতর্কতা:
অতিরিক্ত ব্যবহার করবেন না, পরিমিত ব্যবহারেই ফল পাওয়া যায়।

🌾 সুস্থ মুরগি 🐓 = বেশি ডিম 🥚 = বেশি লাভ 💰

#মুরগি #ডিম #পোলট্রি_চিকিৎসা #খামার #ডিম_উৎপাদন

মাত্র ৪০ টাকায় সবচাইতে ভালো ভিটামিন সমৃদ্ধ  ভেসজ জাতীয় লিভার টনিক এর না হেপাটো ভেট.... কম দামের মধ্যে আমার কাছে পারফেক...
22/09/2025

মাত্র ৪০ টাকায় সবচাইতে ভালো ভিটামিন সমৃদ্ধ ভেসজ জাতীয় লিভার টনিক এর না হেপাটো ভেট....

কম দামের মধ্যে আমার কাছে পারফেক্ট একটা ওষুধের নাম এই হেপাটো ভেট।

হেপাটো ভেট হাঁস - মুরগির লিভার সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

বদহজম দূর করে খাদ্য হজম শক্তির বৃদ্ধি করে, খাদ্যের রুচি বাড়ায়।

মুরগির শরীরে জমে থাকা টক্সিন (বিষাক্ত পদার্থ) দূর করতে সহায়তা করে।

ওষুধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে লিভারের ক্ষতি হলে তা দ্রুত প্রতিরোধ করে।

হেপাটো ভেট ব্যবহারের নিয়ম : প্রতি 1 লিটার পানিতে
২/৩ মিলি ঔষধ মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে ৫-৭ দিন একটানা ব্যবহার করা যায় । (বা ভেটেনারি পরামর্শ)

যেকোনো এন্টিবায়োটিক ব্যবহার করার পরে লিভারটনিক ব্যবহার করা বাধ্যতামূলক আমি মনে করি এতে মুরগির লিভার সুস্থ থাকে ভালো থাকে।

এই ওষুধটার দাম মাত্র ৪০ টাকা ভেটেনারি ডক্টরের দোকানে পাবেন।

গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন পরবর্তীতে কাজে আসবে।

হাঁস মুরগি পালন পদ্ধতি ও তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা সম্পর্কে জানতে তাওহীদ এগ্রো ফার্ম ফলো দিয়ে রাখুন ধন্যবাদতাওহীদ এগ্রো ফার্ম

Address

Behind Upazilla Parishad, Sreepur, Rajbari
Faridpur
RAJBARI-7700

Telephone

+8801782934062

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাওহীদ এগ্রো ফার্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাওহীদ এগ্রো ফার্ম:

Share