Civil Engineering knowledge

Civil Engineering knowledge ..

সয়েল টেস্ট (Soil Test) হলো কোনো বিল্ডিং বা কাঠামো নির্মাণের আগে জমির মাটির গুণাগুণ, শক্তি, এবং ধারণক্ষমতা (Bearing Capac...
04/09/2025

সয়েল টেস্ট (Soil Test) হলো কোনো বিল্ডিং বা কাঠামো নির্মাণের আগে জমির মাটির গুণাগুণ, শক্তি, এবং ধারণক্ষমতা (Bearing Capacity) নির্ণয় করার প্রক্রিয়া। সঠিক সয়েল টেস্ট না করলে ভিত্তি (Foundation) দুর্বল হয়ে যেতে পারে।

সয়েল টেস্টের সঠিক পদ্ধতি

১. প্রাথমিক তথ্য সংগ্রহ

সাইটের অবস্থান, জমির ইতিহাস (আগে ভরাট করা হয়েছে কিনা), ভূগোল, পাশের ভবনগুলোর অবস্থা ইত্যাদি জানা।

সাইট সার্ভে ও লেভেল নির্ধারণ।

২. মাটি সংগ্রহ (Soil Sampling)

নির্দিষ্ট গভীরতা থেকে মাটির নমুনা সংগ্রহ করা হয়।

সাধারণত ১০ ফুট থেকে ৫০ ফুট (ভবনের উচ্চতা ও এলাকার মাটির প্রকৃতি অনুযায়ী) পর্যন্ত নমুনা নেওয়া হয়। কখনো কখনো ৮০ ফুট থেকে ১০০ ফুট পর্যন্ত হতে পারে।

দুটি পদ্ধতি ব্যবহার হয়:

ডিস্টার্বড স্যাম্পল (Disturbed Sample): মাটি খুঁড়ে বা বোরিং করে সংগ্রহ করা হয়।

আনডিস্টার্বড স্যাম্পল (Undisturbed Sample): বিশেষ সিলিন্ডার (Thin-walled tube) দিয়ে নেওয়া হয়, যাতে মাটির আসল অবস্থা বজায় থাকে।

৩. ফিল্ড টেস্ট (On-site Test)

SPT (Standard Pe*******on Test):

নির্দিষ্ট ওজনের হাতুড়ি দিয়ে পাইপ মাটিতে ঢুকিয়ে মাটির প্রতিরোধ মাপা হয়।

এর মাধ্যমে মাটির ঘনত্ব ও শক্তি বোঝা যায়।

Cone Pe*******on Test (CPT):

কন-আকৃতির যন্ত্র মাটিতে প্রবেশ করিয়ে প্রতিরোধ ক্ষমতা নির্ণয় করা হয়।

Plate Load Test:

নির্দিষ্ট আকারের স্টিল প্লেট বসিয়ে লোড দিয়ে মাটির সাপোর্ট ক্ষমতা (Bearing Capacity) যাচাই করা হয়।

৪. ল্যাবরেটরি টেস্ট

সংগৃহীত মাটি ল্যাবে নিয়ে বিভিন্ন টেস্ট করা হয়, যেমনঃ

Moisture Content Test – মাটির আর্দ্রতা নির্ণয়।

Atterberg Limits Test – মাটির প্লাস্টিক ও তরল অবস্থা চিহ্নিত।

Grain Size Analysis – মাটি বালু, সিল্ট না কাদামাটি, তা নির্ধারণ।

Specific Gravity Test – মাটির ঘনত্ব।

Compaction Test (Proctor Test) – মাটি কতটা ঘন করা যায়।

Shear Strength Test – মাটির কাঁচনি শক্তি।

৫. ডেটা বিশ্লেষণ

টেস্ট ফলাফল বিশ্লেষণ করে মাটির Safe Bearing Capacity (SBC) নির্ণয় করা হয়।

এর ভিত্তিতে ফাউন্ডেশনের ধরন (Isolated footing, Raft foundation, Pile foundation ইত্যাদি) নির্ধারণ করা হয়।

✅ সংক্ষেপে ধাপগুলো:

সাইট পরিদর্শন ও তথ্য সংগ্রহ

মাটি সংগ্রহ (বিভিন্ন গভীরতায়)

ফিল্ড টেস্ট (SPT, CPT, Plate Load)

ল্যাব টেস্ট (Moisture, Atterberg, Grain Size ইত্যাদি)

রিপোর্ট তৈরি ও ফাউন্ডেশন ডিজাইন নির্ধারণ।

কিউরিং করার সাধারণ পদ্ধতি১. জল ঢেলে কিউরিং (Water Curing)ঢালাইয়ের পর কংক্রিট ভিজিয়ে রাখা হয়।দেয়াল, কলাম, বিমের গায়ে নিয়ম...
01/09/2025

কিউরিং করার সাধারণ পদ্ধতি

১. জল ঢেলে কিউরিং (Water Curing)

ঢালাইয়ের পর কংক্রিট ভিজিয়ে রাখা হয়।

দেয়াল, কলাম, বিমের গায়ে নিয়মিত পানি ঢালা হয়।

স্ল্যাব বা মেঝেতে পানির পুকুর বা বাঁধ তৈরি করে রাখা হয়।

২. ভেজা কাপড়/জুট ব্যাগ দিয়ে ঢেকে রাখা (Wet Covering Method)

জুটের বস্তা, কাপড়, হেসিয়ান কাপড় বা ঘাস কংক্রিটের উপর বিছিয়ে রাখা হয়।

এগুলো নিয়মিত ভিজিয়ে রাখা হয় যাতে শুকিয়ে না যায়।

৩. মেমব্রেন কিউরিং (Membrane Curing)

কংক্রিটের উপর কিউরিং কম্পাউন্ড বা কেমিক্যাল স্প্রে করা হয়।

এটি একটি পাতলা স্তর তৈরি করে যা পানির বাষ্পীভবন কমায়।

যেখানে পানির অভাব, সেখানে এই পদ্ধতি কার্যকর।

৪. পলিথিন/শীট দিয়ে ঢেকে রাখা (Sheet Curing)

পলিথিন শীট বা বিশেষ কিউরিং শীট দিয়ে কংক্রিট ঢেকে রাখা হয়।

এতে ভেতরের আর্দ্রতা ধরে রাখা যায়।

৫. স্টিম কিউরিং (Steam Curing)

বিশেষত প্রিকাস্ট কংক্রিট ও কারখানাভিত্তিক কাজের জন্য ব্যবহার হয়।

কংক্রিটকে নিয়ন্ত্রিত তাপমাত্রায় বাষ্পের মাধ্যমে দ্রুত শক্ত করা হয়।

---

কিউরিংয়ের সময়কাল

সাধারণত ৭ দিন (সাধারণ সিমেন্ট) নিয়মিত কিউরিং করতে হয়।

যদি পোর্টল্যান্ড পজোলানা সিমেন্ট (PPC) বা ব্লেন্ডেড সিমেন্ট ব্যবহার হয় তবে ১০–১৪ দিন কিউরিং করা ভালো।

গরম ও শুষ্ক আবহাওয়ায় আরও বেশি সময় কিউরিং করতে হয়।

🔴 কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ✅ কাঠের হিসাব:কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপা...
30/08/2025

🔴 কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ
✅ কাঠের হিসাব:
কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপার হিসাবকে অনেকে কঠিন মনে করে। কিন্ত কাঠ মাপার হিসাব একদম সহজ। শুধু কয়েকটি কথা মনে রাখলেই চলবে।
আপনি যদি কাঠের মাপ না জানেন তাহলে কাঠ ব্যবসায়ী আপনাকে ভুলভাল হিসাব দিয়ে আপার থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে। অনেক কাঠ ব্যবসায়ী এরকমটা করে থাকে।

ব্যবসায়ীরা এই চিটিং সহজেই করতে পারে, কারণ বেশিরভাগ মানুষ কাঠের হিসাব করতে পারেনা। তাই কাঠ ব্যবসায়ী যত কিউবিক ফিট (কেবি) বলে, মানুষ বিশ্বাস করে তত কিউবিক ফিট (কেবি) টাকা দিয়ে আসে।

ব্যবসায়ীরা সাধারণ মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যদি একটু সচেতন হতেন তাহলে আপনার থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারত না।

জেনে নিন কীভাবে চেরাই কাঠ ও গোল কাঠের হিসাব করতে হয়।

✅চেরাই কাঠের মাপ:
চেরাই কাঠ পরিমাপ করা একদম সহজ। আপনি দুইটি সূত্র মুখস্ত রাখতে পারলেই চেরাই কাঠ ও গোল কাঠের হিসাব করতে পারবেন।

চেরাই কাঠ পরিমাপের জন্য একটি সূত্র এবং গোল কাঠ পরিমাপ করার জন্য একটি সূত্র।

নিম্নের ১ম ছবিটি লক্ষ্য করুন এবং বুঝার চেষ্টা করুন। এখানে দৈর্ঘ্য ১০০ ফিট, প্রস্থ ১৪ ইঞ্চি এবং উচ্চতা বা পুরত্ব ২ ইঞ্চি রয়েছে। এখন সবগুলোকে গুণ করে ১৪৪ দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে এখানে কত কিউবিক ফুট বা ঘন ফুট কাঠ রয়েছে। এখন আসুন বাস্তবে হিসেব করে দেখি এখানে কতটুকু কাঠ রয়েছে।

(একটি জিনিস সব সময় মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং প্রস্থ ও উচ্চতা বা পুরত্ব হবে ইঞ্চিতে, না হয় হিসেব মিলবে না।)

সূত্র: (দৈর্ঘ্য × প্রস্থ × পুরত্ব ) ÷ ১৪৪
= কিউবিক ফিট বা কেবি
সূত্রমতে (দৈর্ঘ্য ১০০ ফুট × প্রস্থ ১৪ ইঞ্চি × পুরত্ব ২ ইঞ্চি ) ÷ ১৪৪
= (১০০ × ১৪ × ২) ÷ ১৪৪
= ২৮০০ ÷ ১৪৪

২৮০০ কে ১৪৪ দিয়ে ভাগ করলে হয় ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি প্রায়।
অর্থাৎ ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি কাঠ রয়েছে এখানে।

✅গোল কাঠের হিসাব:
নিম্নে ২য় ছবিটি লক্ষ্য করুন এবং বুঝার চেষ্টা করুন।
এখানেও একটি জিনিসি মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং গোল বেড় হবে ইঞ্চিতে।
সূত্র: ( দৈর্ঘ্য × গোলবেড়ি × গোলবেড়ি) ÷ ২৩০৪ = কিউবিক ফিট বা কেবি
সূত্রমতে: (দৈর্ঘ্য ৪০ ফুট × ২০ ইঞ্চি × ২০ ইঞ্চি) ÷ ২৩০৪
বা ( ৪০ × ২০ × ২০ ) ÷ ২৩০৪


#কাঠ #কাঠেরহিসাব

সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু কমন প্রশ্ন ও উত্তর। ১।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ওজন কত ?উওরঃ ৮.২৫ পাউন্ড বা ৪.১২ সের আ...
28/08/2025

সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু কমন প্রশ্ন ও উত্তর।

১।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ওজন কত ?
উওরঃ ৮.২৫ পাউন্ড বা ৪.১২ সের আথবা ৩.৭১ কেজি ।

২।প্রশ্নঃ প্রথম শ্রেনী একটি ইট কতটুকু পানি শোষণ করতে পারে ?
উওরঃ নিজের ওজনের ১/৫ থেকে ১/৬ অংশ পরিমাণ পানি শোষণ করতে পারে ?

৩।প্রশ্নঃ কাজের পৃর্বে ইট কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হয় ?উওরঃ ১২ ঘন্টা ( ২৪ ঘণ্টা হলে ভালো হয়।) ।

৪।প্রশ্নঃ ১০০০ টি ইট তৈরি করতে কি পরিমাণ কাঁদা মাটির দরকার হয় ?
উওরঃ প্রায় ১০০ ঘনফুট বা cft ।

৫।প্রশ্নঃ ব্রিক ওয়াল গাঁথুনিতে কি পরিমাণ পানি লাগে ?
উওরঃ ১০ ইঞ্চির ক্ষেত্রে প্রতি ঘনফুটের জন্য ১২ লিটার পানি দরকার এবং ৫ ইঞ্চির ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য ৪ লিটার পানি দরকার ।

৬।প্রশ্নঃ ইট পোড়ানো হয় কেন ?
উওরঃ ইট পোড়ানোর ফলে ইহা শক্ত হয়, সহজে ভাঙ্গেনা এবং পানিতে গলেনা ও লালচে রঙ সৃষ্টি করে ।

৭।প্রশ্নঃ ১০০ ফুট এইজিং এর জন্য কত গুলো ইট লাগবে ?
উত্তরঃ ২৫০ হতে ২৭০ টি ।

৮।প্রশ্নঃ ১০০ ফুট সলিং এর জন্য কত গুলো ইট প্রয়োজন ?
উওরঃ ৩০০ থেকে ৩৩৬ টি ইট ।

৯।প্রশ্নঃ ১০০ বর্গফুট হেরিং বোন বন্ডের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৫০০ হতে ৫৫০ টি ইট লাগবে ।

১০।প্রশ্নঃ ১০০ sft ৫ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৪৮০ থেকে ৫০০ টি ইট লাগবে

১১। প্রশ্নঃ ১০০ cft ১০ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৮০ টি ইট লাগবে ।

১২। প্রশ্নঃ ১০০ cft খোয়া তৈরিতে কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৫০ টি ইট লাগবে ।

১৩। প্রশ্নঃ কিং ক্লোজার কি ?
উওরঃ তিন পোয়া ইট ক্লোজার হিসাবে ব্যাবহার হয়, এই ক্লোজারকে কিং ক্লোজার বলে বা রাজা ক্লোজার বলে । ইহার সাইজ প্রায় (৭" X ৪.৫" X ২.৭ ৫") হয়ে থাকে ।

১৪। প্রশ্নঃ কুইন ক্লোজার কি ?
উওরঃ একটি ইটকে যদি লম্বালম্বি ভাবে ভাগ করি তবে তাকে কুইন ক্লোজার বলে। ইহার সাইজ প্রায় ( ৯.৫" x ২.২৫" x ২.৭৫) হয়ে থাকে ।

১৫। প্রশ্নঃ ফ্রগ মার্গ কি ?
উওরঃ ইটের এক পিটে প্রস্তুত কারকের নাম লেখা থাকে তাকে, ফ্রগ মার্গ বলে । ইহা Bonding Key হিসাবে কাজ করে।

১৬। প্রশ্নঃ মোজানাইন ফ্লোর কাকে বলে ?
উওরঃ যে কোন দুটি তালার মধ্য যদি একট অংশিক বাড়ির তলা হয়ে থাকে , তাকে মোজানাইন ফ্লোর বলে ।

১৭। প্রশ্নঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম ও অনুপাত কত ? উওরঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম হল Slaked line, Surki, Khoa, Molasses, Tamarine, ( এখন ব্যবহার করা হয় না ) ও Gray Cement । জলছাদে ম্যাটেরিয়াল ব্যাবহারে অনুপাত ২:২:৭ । এখানে ২ ভাগ সুরকির সাথে ২ ভাগ চুন ও ৭ ভাগ খোয়া মিশাতে হয়।

১৮। প্রশ্নঃ জলছাদ ও প্যারাপেট ওয়ালের সংযোগ স্থলের বাঁকা অংশকে কি বলে?
উওরঃ ঘুন্ডী বলে ।

১৯। প্রশ্নঃ একটি গাছের বয়স কিভাবে বুঝা যাবে ?
উওরঃকাঠের ক্রস সেকশনের রিং গণনা করে, গাছের বয়স বুঝা যাবে ।

২০। প্রশ্নঃ চৌকাঠের Groove সাইজ কত ?
উওরঃ ১.৫"x১/২ " ।

২১। প্রশ্নঃ একটি Door frame ( With 7" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৪ টি । তাহলে দুই সাইটে (২ х ৪) = ৮ টি Clamp লাগবে।

২২। প্রশ্নঃ একটি Door frame ( With 11" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৮ টি । তাহলে দুই সাইটে (২ х ৮) = ১৬ টিClamp লাগবে।

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:..............................................................১। Specifi...
26/08/2025

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:..............................................................
১। Specification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে specification বলে।
২।সিডিউল কি?
উ:যে নির্দেশিকায় specification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।
৩।project lauch করতে হলে কি কি দরকার হয়?
উ:ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।
৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ:৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)
৫।লে আউট কি?
উ:ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।
৬।গ্রিড লাইন কাকে বলে?
উ:কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।
৭।সেন্টার লাইন কাকে বলে?
উ:যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।
৮.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ:কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।
৯।layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উ:প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।
১০।পাইল লে আইট কিভাবে করতে হয়?
উ: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।
১১।১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ত্রিমি পাইপ
১৩।ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ:কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।
১৫।প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
উ:প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।
১৬।এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?
উ:পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।
১৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
১৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়।
১৯।একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।
২০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।
২১।ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?
উ: যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।
২২।শোরিং কি?
উ: রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, একে শোরিং বলে।
২৩। ফেরু - সিমেন্ট কি?
উ: Expended metal বা coil rod দিয়ে খাচা তৈরি করে এর উপর সিমেন্ট ও সিলেট স্যান্ড দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট বলে। ইহা সাধারণত ১" -২" পর্যন্ত ওয়াল থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।
২৪।ব্লিডিং কি ও লেটেন্স কি?
উ: কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম ও হেয়ার crack দেখা দিতে পারে।
আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।
২৫। slump cone ও cylinder এর সাইজ কত?
উ: স্লাম্প কোন এর উপরের মাথা ৪", নিচের মাথা ৮" এবং উচ্চতা
১২" আর সিলিন্ডারের সাইজ ৪" ডায়া, ৮" লম্বা।
২৬। সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল?
উ:
* compressive strength
* Bonding strength
* intial setting time
* Final setting time
* Finess test ইত্যাদি।
২৭।একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?
উ: একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না।
২৮।সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে?
উ: ২৫ মিমি ডায়া রড।
২৯। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়?
উ: বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়।
আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়।
৩০। কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে?
উ: হ্যাঁ আছে।
১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩ অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।
৩১.এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।
৩২.এক পাউন্ড সমান কত কেজি?
উ: ০.৪৫ কেজি।
৩৩.১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।

25/08/2025

বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত(সিভিল ইঞ্জিনিয়ারিং)
→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।
→১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে
১০ টি ইট লাগে।
→০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট)
গাথুনীতে ০৫ টি ইট লাগে।
→ ছলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে।
→ ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
→ ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।
→১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট
লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।
→১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে
সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।
→ ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে
সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট,
খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট
দিতে হয়।
বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব
আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক
ইঞ্চি বা ১৫ মিমি . . সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪)
অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি বীম এবং কলাম সিলিং এর জন্য ।
→ প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =
০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

ইটের মাপ:- প্রচলিত নিয়মে
————++-———++—-—
→ মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
→ মসলাসহ = (১০” x৫” x ৩”)
কনভার্ট এর জন্য:-
——–++—–——-
10 mm =1 cm
100 cm = 1 m
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
# রডের হিসাব
———————————————
1″ = 8 suta
1/2″ = 4 suta
1/4″= 2 suta
1/8″ = 1 suta
বি.দ্র:- ১ সুত = ৩.২০ মিলি প্রায়।
# রডের ওজন {(dia x dia) ÷162.2 }÷3.28 = kg
——————————————————–
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
Civil Construction & Design Planners

25/08/2025

Address

Faridpur
Faridpur
7840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share