Oyshe’s Diary

Oyshe’s Diary Hi! This page about oyshe’s lifestyle,cooking videos,food blogging & funny content.I hope everyone enjoy my videos❤️Pray for me..

Any kind of promotion feel free to inbox us ✨

10/08/2025

দেওয়ালে পিঠ ঠেকে গেলে ভালোই লাগে, কারণ আমার ব্যাক পেইন।😷

15/07/2025

তাকদিরে যা নেই তা হিরা হলেও হারিয়ে যাবে;
আর যা লেখা আছে, তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে।

15/07/2025

Diet করতে চাই কিন্তু জীবন একটাই!🙂

ছবিটা ভালো করে দেখুন। হাত এবং পায়ের চামড়া ফেটে গেছে, মাংস গলে ফাঁকা হয়ে গেছে। ৬/৭ মাস ধরে এভাবে তার ফ্ল্যাটে মরে পড়ে আছে...
11/07/2025

ছবিটা ভালো করে দেখুন। হাত এবং পায়ের চামড়া ফেটে গেছে, মাংস গলে ফাঁকা হয়ে গেছে। ৬/৭ মাস ধরে এভাবে তার ফ্ল্যাটে মরে পড়ে আছে পাকিস্তানি এক অভিনেত্রী হুমাইরা আসগর। এতগুলা দিন ধরে একটা মানুষ উধাও অথচ কেউ জানেনা। বেঁচে আছে নাকি মরে গেছে খোঁজ নেবার মতও কেউ নাই। অথচ ক্যামেরার সামনে কত মানুষের সাথে এদের দেখা যায়। কত ভক্তবৃন্দ!!

এখান থেকে একটা শিক্ষা নিতে পারি...
পর্দায় যাদেরকে আমরা দেখে ভাবি না জানি কত আয়েশে আছে তারা। দামী দামী পোশাক, গাড়ি-বাড়ি, জুয়েলারি, সাজানো ঘর কি নেই! আহ কত সুখে। ভ্লগিং করে করে জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে একেকজন। আর আমরা সেই এক জামা ২/৩ বছর ধরে পরছি। একটা সাধারণ ড্রেস, জুতা, ব্যাগ কিনতে গেলেও কতবার ভাবতে হয়!

বিশ্বাস করেন এই দামী ড্রেস, জামা, জুতার মধ্যে কোনো সুখ নাই যদি থাকত তাইলে তারা এভাবে মরে পড়ে থাকত না। সত্যিকার অর্থে তারা একা, অসহায়, যতই বিলাসী জীবন কাটাক তাদের মনে শান্তি নাই। কারণ তারা তাদের রব থেকে অনেক দূরে।

আমাদের হয়তো অত বিলাসী জীবন নাই কিন্তু ১ঘন্টা বাইরে থাকলে এর ভিতরে মা-বাবা কতবার যে ফোন দিয়ে খোঁজ নেয়। বড় ভাইবোন থাকলে চিল্লাচিল্লি করে। রাগ দেখায়। হয়তো আমাদের বাড়ি এত আলিশান না, জামাকাপড় দামি না কিন্তু আমাদের অন্তরে শান্তি আছে। বিশ্বাস করেন, ভালো থাকার জন্য এতটুকুই যথেষ্ট।

এখান থেকে আরো একটা শিক্ষা নিন...
এ তো গেলো দুনিয়ার কথা। বডিটার দিকে তাকান দেখেন আশে পাশে কত লক্ষ পোকা। এই বডিকে সুন্দর করতে তার কত পরিশ্রম করতে হয়েছে, গ্ল্যামারস ধরে রাখতে কত দামী দামী প্রোডাক্ট ব্যবহার করতে হয়েছে। কি পরিমান এফোর্ট দিয়েছে অভিনয়ে। আজ তার কিছুই কাজে লাগেনি। তার আমল সে যত টুকু করেছে সেটুকুই তার সম্বল। তাই সব মেয়েদের জন্য এটা শিক্ষা, গ্ল্যামার কখনও জীবন নয় জীবন সেটাই যা আল্লাহ ও রাসুল শিখিয়েছেন। মানুষের কিসের এত অহংকার? হে মানুষ কিসে তোমাকে তোমার রব থেকে ভুলিয়ে রাখলো।

©Sadia Samha

11/07/2025

সৎ থাকার সুবিধা হচ্ছে আপনি কিছু হারাবেন না, যা অসৎ তা আপনাকে হারাবে।

পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি কর‍তে গিয়ে তার মৃ'তদেহ খুঁজে পায়!সবচেয়ে অবাক...
10/07/2025

পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar
পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি কর‍তে গিয়ে তার মৃ'তদেহ খুঁজে পায়!
সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সে যে দুনিয়াতে নাই,এইটা কেউ জানেই না! তার খোঁজ ও কেউ নেয় নাই!

সে দুনিয়া থেকে চলে গিয়েছে সম্ভবত ৭-৮ মাস আগে!(কিছু রিপোর্টে লিখেছে ৭-৮ মাস,কেউ বলছে ১ মাস কেউ বলছে ১৫-২০ দিন) এই এতোগুলা মাসে তার খবর ও কেউ নেয় নাই!!! অবিশ্বাস্য না?

ফেসবুকে তার লাস্ট পোস্ট ২০২৪ সালে, যেই ফ্ল্যাটে থাকতো সেটার ভাড়া বাকি ৮ মাসের, তার বাসায় থাকার সব খাবারের মেয়াদ ও শেষ হয়ে গিয়েছে আগেই!

তার ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো ছিলোনা, সে ফ্যামিলি থেকে আলাদা হয়ে একা থাকতে শুরু করে।

বুঝলাম ফ্যামিলি নাই, তাই বলে কোনো ফ্রেন্ড ও কি ছিলোনা?
একজন মডেল, তার কি কোনো সহকর্মী ও ছিলোনা?
কেউ কি কখনো জানতে চায় নাই 'আচ্ছা এই মেয়েটা কই? তার তো কোনো খোঁজ নাই!'

একটা মানুষ এতোটা 'একা' হতে পারে?
১০-১৫ দিন কাউকে না দেখলেও আমরা তার কথা চিন্তা করি, সেখানে ৭-৮ মাস আগেই যেই মানুষ টা আড়াল হয়ে গেছে তার খবর নেওয়ার চেষ্টা করলো না কেউ? এমনকি তার মা বাবাও না?
এতোটা পাষান কিভাবে হতে পারে??

৭-৮ টা মাস সে এভাবেই পড়ে রইলো,পুলিশ না গেলে আরো কয়েক মাস/বছর হয়তো এভাবেই পড়ে থাকতো! কেউ জানতো না, কেউ খবর নিতেও আসতো না!!

এতো দুর্ভাগ্যজনক 'বিদায়' আর কারো সাথে না হোক!
এতো বেশি 'একা' আর কেউ না হোক!!©️

temon kichu na, ekta glass dhuilam.🙂
09/07/2025

temon kichu na, ekta glass dhuilam.🙂

কিডনি দিয়ে পুরুষ আটকানো যাচ্ছেনা, আর তোমরা ভাবো বক্সে করে নুডলস রান্না করে নিয়ে গেলে পুরুষ আটকাবে।🤦‍♀️
03/07/2025

কিডনি দিয়ে পুরুষ আটকানো যাচ্ছেনা, আর তোমরা ভাবো বক্সে করে নুডলস রান্না করে নিয়ে গেলে পুরুষ আটকাবে।🤦‍♀️

আম্মা যে রাতে ইন্তিকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন। বিদেশে থাকা দুই মেয়ের স...
01/07/2025

আম্মা যে রাতে ইন্তিকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন। বিদেশে থাকা দুই মেয়ের সাথে ভিডিও কল করলেন, বিদায় নিলেন এমনভাবে যেন আর দেখা হবেনা কখনো। ভাগ্যের জোরে আমি দেশে ছিলাম। আব্বার কাছে মাফ চেয়ে নিলেন। রাত ৩ টার দিকে আমাকে আর মেজো ভাইয়াকে ডাকলেন। অনেক কথা বললেন। পরদিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা। আম্মা বললেন কাল একটু থেকে যা। বিকেলের দিকে যাস।

এরপর আমরা রুমে চলে আসি। ফজরের আযানের আধা ঘন্টা আগে আম্মার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি কোলে করে বেলকনিতে আনি ফ্রেশ বাতাসের জন্য। বারবার বলতে থাকি মা একটু শ্বাস নেয়ার চেষ্টা করো। তিনি বারবার বললেন না সেটার সময় শেষ। চলে যেতে হবে। এরপর উনি কালিমা পড়ে ইস্তিগফার করতে করতে সিজদায় চলে গেলেন। আমরা উনাকে বসিয়ে পিঠ মালিশ করছিলাম। তখন দুলাভাই দরজায় দাড়িয়ে ছিলেন। উনি মুফতি। আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন এখন কি সূরা ইয়াসিন পড়ার সময় হয়েছে? একটু পরে ঘরের দক্ষিণ কোনায় ছাদের দিকে তাকিয়ে বললেন আপনারা আসেন। এর একটু পরেই ভাইয়া আর আমার বুকে আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখিনি। কল্পনাও করতে পারিনা। ©️

30/06/2025

আমি আমার জীবনে মানুষ হারানোর চেয়ে আমার মোবাইল ফোন হারানোর ভয় বেশি।😩©️

My budget for this week :
25/06/2025

My budget for this week :

Address

Faridpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oyshe’s Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oyshe’s Diary:

Share

Category