Misty Vlog

Misty Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Misty Vlog, Digital creator, Faridpur.

10/11/2024

Baba dance korte korte ki holo ata......babar jonno duya korben sobai....

এই তিন জনের কি শাস্তি মনে করেন আপনারা।।যা জানা গেছে: গৃহ শিক্ষিকা মার্জিয়া নামক এক নারী মুনতাহাদের পাশের ঘরের মেয়ে উনি হ...
10/11/2024

এই তিন জনের কি শাস্তি মনে করেন আপনারা।।

যা জানা গেছে: গৃহ শিক্ষিকা মার্জিয়া নামক এক নারী মুনতাহাদের পাশের ঘরের মেয়ে উনি হ.ত্যায় জড়িত। সেদিন প্রায় বিকাল ৩টায় খেলতে বের হয় মুনতাহা তারপর কেউই তাকে দেখতে পায় নি। তখন এই গৃহ শিক্ষিকা ও তার নানি এবং আরেক মহিলা তাদের নাম মার্জিয়া, আলিফজান, কুতুবজান তারা পাশের বাড়িতে বসবাস করেন। তারা ৩ জন মিলে তাদের বাড়ির পাশে একটি খাল রয়েছে, খালের পারে নির্মিত সরকারী যায়গায় তারা মুনতাহাকে হ.ত্যা করে। এরপর তারা তাদের ঘরের পাশে গর্ত খনন করে মাটি চাপা দিয়ে রাখে। মুনতাহা হারিয়ে যাওয়ার ১ম দিনই সম্ভবত তাকে মে.রে ফেলা হয়।

আজ ৮দিন পর গতকাল রাত সন্দেহ জনক এই মহিলার নাতিনকে আটক করে পুলিশ, পরে আটককৃত মহিলার নানি রাত ৩টার দিকে সেই খালের গর্ত থেকে মুনতাহার লাশ তুলে নিয়ে রোডের অপর পাশে একটা দিঘির দিকে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে খটর চাচা নামে একজনের হাতে। তখন তার গলায় রশি বাধা পাওয়া যায়।

তারা হয়তো প্লান করেছিল মানুষজন বলবে পুকুরে ডুবে কিংবা অন্য কেউ হ.ত্যা করেছে!

এই তিন মহিলা বর্তমানে সিলেট জেলার কানাইঘাট থানা জেল হাজতে আছে।(কপি পোস্ট)

09/11/2024

Amar baba jan gari calasce🥰🥰🥰🥰sobai duya korben babar jonno🥰🥰🥰🥰

নারীকে চাকরী দিবো কিন্তুসে মা হতে পারবেনা!!!  মা হবে এটা মেনে নিয়ে মাতৃত্বকালীন ছুটি দিলেও সন্তান সাথে আনা যাবেনা। এমন ...
21/03/2024

নারীকে চাকরী দিবো কিন্তু
সে মা হতে পারবেনা!!! মা হবে এটা মেনে নিয়ে মাতৃত্বকালীন ছুটি দিলেও সন্তান সাথে আনা যাবেনা। এমন একটা পরিবেশ সব কর্মক্ষেত্রে বিরাজ করছে। কিন্তু কোন নারী তা স্পষ্ট করে, চিৎকার করে বলতে পারছে না। যদি চাকুরি খানা চলে যায়।

কর্মক্ষেত্রে রাষ্ট্র নারী নিয়োগ দিলে সে একদিন মা হবে এটা কি তার অজানা?

নারী যদি মা হয় তবে
তার সন্তানকে কে দেখবে যদি
কর্মক্ষেত্র সন্তানবান্ধব না হয়!

নারী ডাক্তার হলে চিকিৎসা নিবেন,
নার্স হলে সেবা নিবেন, শিক্ষক হলে শিক্ষা নিবেন,
পাইলট হলে বিমান চালায়ে নিবেন, ব্যাংকার হলে টাকার হিসাব কষাবেন শুধু নিবেন না তার সন্তানকে!!

সবার জেগে ওঠা দরকার। জানতে চাওয়া দরকার বাচ্চাটা থাকবে কোথায়!
রাষ্ট্র কেন তার নাগরিকের দ্বায়িত্ব এড়িয়ে যাচ্ছে!

মাতৃত্বকে অবজ্ঞা করবেন না তাহলে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

যেখানে ভিনদেশী নারীরা সন্তান কাঁধে নিয়ে সংসদে। সেখানে আমাদের কর্মস্থলে সন্তান কাঁধে থাকলে নাকি শিক্ষাকার্যক্রম ব্যাহত হবে।

রাষ্ট্রের উচিত অনতি বিলম্বে সব প্রতিষ্ঠানে নারীর সন্তানের জন্য উদ্যেগ গ্রহন করা।

বুয়ার কাছে আলমারির চাবি রাখতে পারেনা অথচ নিজের সন্তানকে রাখতে বাধ্য হচ্ছে কর্মজীবী সকল নারী।
❤️❤️❤️❤️❤️❤️💔❤️❤️

৮ ই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে।  আমাদের মাননীয় কমিশনার স্যার মহোদয় এর আয়োজিত অনুষ্ঠানে সকল নারী পুলিশ সদস্যদের ফুল...
08/03/2024

৮ ই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে।
আমাদের মাননীয় কমিশনার স্যার মহোদয় এর আয়োজিত অনুষ্ঠানে সকল নারী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা। ও কেক কাটার অনুষ্ঠান অংশগ্রহণ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা সবাই আনন্দিত ও আমাদের কমিশনার স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️❤️খুলনা মেট্রোপলিটন পুলিশ❤️❤️❤️

জীবনের কিছু সময় কিছু ঘটনা কিছু স্মৃতিডায়রির পাতায় লিখে রাখতে হয়না আমাদের। মনে মস্তিষ্কে এমনিতেই গেঁথে রয় চিরকাল।কথাঃ সাব...
07/03/2024

জীবনের কিছু সময় কিছু ঘটনা কিছু স্মৃতি
ডায়রির পাতায় লিখে রাখতে হয়না আমাদের।
মনে মস্তিষ্কে এমনিতেই গেঁথে রয় চিরকাল।

কথাঃ সাবিনা ইয়াসমিন কলি

বলতো মা আমি কে ?আমি হলাম ১৪ ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধাঁরে লুকিয়ে জন্ম নেয়া সেই হতভাগা সন্তান...😔জানো মা ? তুম...
21/02/2024

বলতো মা আমি কে ?

আমি হলাম ১৪ ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধাঁরে লুকিয়ে জন্ম নেয়া সেই হতভাগা সন্তান...😔

জানো মা ? তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিলো ? তুমি যখন কাপর দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই ! এদিক ওদিক সব দিক তোমায় খুজলাম, চারিদিক অন্ধকার, বুঝে নিলাম তুমি নেই 😢

আমি তো তোমায় 'মা' ডাকতে শিখিনি তখনো, কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছিটে আসবে। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম...

জানো 'মা' আমার চিৎকারে তুমি এলেনা ঠিকই,
কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুজে নিলো। আমি ভাবলাম কুকুর গুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে...

কিন্তু না মা! তোমার কাছে নেওয়ার জন্য না। ওরা এসেছে আমায় খাওয়ার জন্য। একটা দুইটা কুকুর না মা অনেক কুকুর! কি ধাঁরালো দাঁত ওদের...

আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিলো। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাজঁর গুলো ছিড়লো। তারপর আরো দুইটা কুকুর মাথাটা নিয়ে কি টানাটানিই না করছিল, তখন কি যন্ত্রনাই না মা হচ্ছিলো, তুমি বুঝবেনা মা! বুঝলে কি আর আমায় ফেলে যেতে ? 🥺

জানো 'মা' ওরা যখন আমায় টানাটানি করছিলো, একটা সময় আমার যন্ত্রনাটাও কমে গেল। কমবে না কেন বল ? আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রান পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে ! 😥

জানিনা কে তোমায় ভালবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা ! তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে ? 😓

যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে, তবে মানুষরূপী ঐ পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন.? কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছুই উজাড় করে দিলে ? 😒

ভালবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ? ভালবাসার অর্থ কি মা আমার মত নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো? 😭

তবে শোন মা..🙂

এমন ভালবাসা পাওয়ার আগেই ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম! আমি হাশরের দিন তোমার জন্য সুপারিশ করবো মা। আল্লাহ তায়ালা তোমায় যাতে ক্ষমা করে দেয়...😊

কি করবো বলো ? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি। মা তোমার কাছে শুধু একটা অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার, তবে আর কখনো আমার মত অবৈধ সন্তানেরর জন্ম দিওনা..
❤️❤️😭😭😭😭😭

15/02/2024

আমি তোমার নাম দিয়েছি আকাশ!
আমি তোমার নাম দিয়েছি মেঘ!
আমি তোমার নাম দিয়েছি তাঁরা!
আমি তোমার নাম দিয়েছি সুখ!
তুমি হলে স্বপ্নপ্রনয়, একটু দিশেহারা।........আমার জান,,❤️❤️❤️❤️

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Misty Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share