জনতার দৃষ্টি/Janotar Drishti

  • Home
  • জনতার দৃষ্টি/Janotar Drishti

জনতার দৃষ্টি/Janotar Drishti সাংবাদিক/দৈনিক মুক্তালোক, দৈনিক জনতার দৃষ্টি, দৈনিক ভোরের সময়
তথ্য দিয়ে সহযোগিতা করুন
০১৯১১১০২৩১৯

কাইচাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দেখতে চাই।
26/06/2025

কাইচাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দেখতে চাই।

26/05/2025

ফরিদপুর জেলার কৃষক
ভালো লাগলে শেয়ার করে, ফলো করুন, লাইক দিন, কমেন্ট করুন।
জনতার দৃষ্টি/Janotar Drishti

06/05/2025
03/05/2025

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাগুলো হলো-
১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

পোষ্টটি শেয়ার করে সকলকে সতর্ক করি এবং নিজে সতর্ক থাকি।

নগরকান্দায় সুমি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুমোহাম্মদ আসাদ খাঁননগরকান্দা উপজেলা (প্রতিনিধি)ফরিদপুর জেলা, নগরকান্দা উপজ...
09/04/2025

নগরকান্দায় সুমি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মোহাম্মদ আসাদ খাঁন
নগরকান্দা উপজেলা (প্রতিনিধি)

ফরিদপুর জেলা, নগরকান্দা উপজেলা, কাইচাইল ইউনিয়নের জিয়াখুলী গ্ৰামের সামিরা আক্তার সুমি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সুমির পরিবারের অভিযোগ তাদের মেয়েকে বিষপানে হত্যা করা হয়েছে।
সুমির বাড়ি সুতারকান্দা গ্রামে গেলে তার ছোট ভাই ফয়সাল মোল্লা অভিযোগ করেন, আমার বোনকে তার শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ মিলে জোর করে বিষপান করিয়ে হত্যা করে, গত রবিবার ৬ এপ্রিল ভোর আনুমানিক ৬টায় নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলী গ্ৰামে রবিন মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে।

সুমি আক্তার সুতারকান্দা গ্রামের কাইয়ুম মোল্লার মেয়ে, তিনি পাশে গ্রামের রবিন মোল্লার মিয়ার ছেলে কানন মোল্লার স্ত্রী, এ ঘটনায় নিহতের মা করিমুননেছা তারিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেন, সুমির মা করিমুননেছা জানান গত ২০১৮ সালে ৮ লাখ টাকা যৌতুকের মাধ্যমে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়, পুনরায় তার স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিলে সুমির পরিবার যৌতুক দিবেনা বলে সাফ জানিয়ে দেয়,
গত ৬ এপ্রিল স্বামী (পুলিশ সদস্য) কানন মোল্লার সাথে সুমির মোবাইল-ফোনে কথা কাটাকাটি হয়, পরে কানন মোল্লা তার পরিবারকে সুমিকে হত্যা করতে নির্দেশ দেয়, নির্দেশ পেয়ে
সুমির শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ মিলে হাত পা ধরে রেখে গলায় বিষ ঢেলে দেয়, সুমির অবস্থা আশঙ্কাজনক হলে আমাদেরকে জানায় সুমি বিষ খেয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আপনারা রাস্তায় এগিয়ে আসুন,
খবর পেয়ে প্রথমে আমার মেয়েকে নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে হাসপাতালে ভর্তি করা হয়, পুনরায় ঢাকা স্থানান্তর করে ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, ডাক্তার গতকাল ৮ এপ্রিল ২০২৫, সকাল ১০ টার দিকে সুমিকে মৃত ঘোষণা করে।

অভিযোগের বিষয়ে জানতে সুমির শ্বশুর বাড়ি জিয়াখুলী গ্রামের গেলে
কানন মোল্লার মা বিলকিস বেগম জানান আমাদের বাড়িতে আমার ছেলের বউ ছিলো-ই না, তার বাপের বাড়িতে ছিলো।

কানন মোল্লার দাদী নিহার বেগম বলেন, আমাদের বাড়িতে এই ঘটনাটি ঘটে নাই আর যৌতুকের বিষয়টি সত্য নয়।

সুমির ননদ দোলা আক্তার জানান আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

তবে কাইচাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল মোল্লার মাধ্যমে জানা যায়, ঈদের দুইদিন পরে নিহত সুমি সালিসের মধ্যস্থতায় তার স্বামীর বাড়িতে গিয়েছিল।

নগরকান্দা, সালথা সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান খাঁন শাকিল জানান
অভিযোগের বিষয় তদন্ত চলছে।

https://www.janotardrishti.com/%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a...
06/04/2025

https://www.janotardrishti.com/%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a6/795/

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় তালমা ইউনিয়নে ওহিদুজ্জামনের বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ( ৪ এপ্রিল ) রাত...

31/03/2025

কাইচাইল ইউনিয়নের সমস্ত জনগনকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
মোঃ মোস্তফা খাঁন, চেয়ারম্যান, কাইচাইল ইউনিয়ন পরিষদ, নগরকান্দা, ফরিদপুর।

Address


Alerts

Be the first to know and let us send you an email when জনতার দৃষ্টি/Janotar Drishti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জনতার দৃষ্টি/Janotar Drishti:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share