K.M Shoriful Islam

K.M Shoriful Islam “Voice of Shoriful Islam
Inspiring Minds, Empowering Lives”

“মোটিভেশনাল বক্তা | মানুষের জীবনে আলো ছড়ানোই আমার স্বপ্ন | কথা দিয়েই বদলে দিতে চাই দৃষ্টিভঙ্গি।

খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব অথবা শত্রুতা কোনোটাই করা উচিৎ নয় কারণ, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাতে কালি ...
10/07/2025

খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব অথবা শত্রুতা কোনোটাই করা উচিৎ নয় কারণ, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয়...!!

প্রত্যেক মানুষের বিয়ে করা উচিৎ !! 😜
10/07/2025

প্রত্যেক মানুষের বিয়ে করা উচিৎ !! 😜

06/07/2025

কথা হবে...??
পাব্লিক রিয়্যাক্ট

03/07/2025

অর এক নমরুদ পায়দা হুয়া...

মেহেদী লাগানোর একটা লিমিট থাকা দরকার...আর কোথায় লাগানো যেতে পারে...???
29/06/2025

মেহেদী লাগানোর একটা লিমিট থাকা দরকার...
আর কোথায় লাগানো যেতে পারে...???

26/06/2025

চলছে খেলা

26/06/2025

AI তুই কি জিনিস রে...!!

স্বপ্ন দেখো বড়, কারণ ছোট স্বপ্ন মানুষকে বদলাতে দেয় না।হার মেনো না কখনো,বিশ্বাস রেখো, তোমার চেষ্টা একদিন ইতিহাস হয়ে উঠবে।
26/06/2025

স্বপ্ন দেখো বড়, কারণ ছোট স্বপ্ন মানুষকে বদলাতে দেয় না।
হার মেনো না কখনো,
বিশ্বাস রেখো, তোমার চেষ্টা একদিন ইতিহাস হয়ে উঠবে।

“ইরানকে জীবনেও একেবারে ধ্বংস করা যাবে না, কারণ ইরানের বডিগার্ড স্বয়ং মহান সৃষ্টিকর্তা! তিনি তাঁর কুদরত দিয়ে ইরানকে চারদি...
25/06/2025

“ইরানকে জীবনেও একেবারে ধ্বংস করা যাবে না, কারণ ইরানের বডিগার্ড স্বয়ং মহান সৃষ্টিকর্তা! তিনি তাঁর কুদরত দিয়ে ইরানকে চারদিক থেকে রক্ষা করেছেন।”

আপনি জানেন কি, ইরানের চারপাশে কী রয়েছে?
ইরানের চারদিক ঘিরে আছে বিশাল বিশাল পাহাড়, প্রবাহমান নদী আর দুর্ভেদ্য মরুভূমি। পশ্চিমে জাগরোস পর্বতমালা, উত্তরে এলবুর্জ পর্বত আর দক্ষিণে বিশাল মরুভূমি-এ সবই যেন প্রাকৃতিক দুর্গ। এর ভেতরে প্রবেশ করা কিংবা জয় করা পৃথিবীর কোনো আধুনিক শক্তির পক্ষেও সহজ নয়।
ইরান শুধু ভূগোলিকভাবে নয়, আত্মিকভাবেও এক অনড় প্রতিরোধের প্রতীক। সৃষ্টিকর্তার ইচ্ছা ও প্রাকৃতিক কৌশলেই আজো অজেয়।

Copy Pest

25/06/2025

দুই বন্ধুর বিপদ😜😜

১। টাইমস র‍্যাংকিং অনুসারে পৃথিবীর সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের আছে ৩ টা, আর পাকিস্তানের আছে ১৪ টা বিশ্ব...
25/06/2025

১। টাইমস র‍্যাংকিং অনুসারে পৃথিবীর সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের আছে ৩ টা, আর পাকিস্তানের আছে ১৪ টা বিশ্ববিদ্যালয়।

২। বাংলাদেশে Scopus ইনডেক্সড জার্নাল প্রকাশিত হয় ২৫–৩০টি, পাকিস্তানে Scopus ইনডেক্সড জার্নাল প্রকাশিত হয় ২০০+ টি।

৩। বাংলাদেশে Web of Science ইনডেক্সড জার্নাল প্রকাশিত হয় ১০–১৫টি, পাকিস্তানে Web of Science ইনডেক্সড জার্নাল প্রকাশিত হয় ১০০+ টি।

৪। পাকিস্তানের নিউক আছে ১৮০ টা। নিউক পরিবহনে সক্ষম দূরপাল্লা এবং স্বল্পপাল্লার হাইপারসনিক মিসা-ইল আছে ৪ ধরনের। বাংলাদেশের আছে মুক্তিযুদ্ধের চেতনা।

৫। পাকিস্তানের সাবমেরিন আছে ১৭ টা বাংলাদেশের আছে ২ টা, রঠার লেখা জাতীয় সংগীত।

৬। পাকিস্তানের এয়ার ডিফেন্স খুবই শক্তিশালী। ভারত গত ৫ বছরে দুইবার পাকিস্তানে হাম-লা করতে যায়, এবং পাকিস্তান ২ টা রাফায়েলসহ একাধিক বিমান জয় বাংলা করে দেয়। আর বাংলাদেশে এয়ার ডিফেন্স দূরে থাক কোন রাডারই নাই।

৭। পাকিস্তান এয়ারফোর্সের 16, JF-17, J-10C, stealth/পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানসহ অত্যাধুনিক বিমান আছে প্রায় ১০০০৷ বাংলাদেশের সব মিলিয়ে ১৫০ এর মত প্লেন আছে।

৮। পাকিস্তান সীমান্তে কোন হ-ত্যা হয় না, বাংলাদেশ সীমান্তে পৃথিবীর সবচেয়ে বেশি হ-ত্যা হয়।

৯। পাকিস্তানের দিকে প্রবাহিত হওয়া কোন নদীতে ভারত বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করতে সাহস পায়নি, বাংলাদেশে আসা নদীগুলোর উপর ১০০+ বাঁধ দিয়েছে।

ভারত সাম্প্রতিক কালে পাকিস্তানে হাম-লা করতে গিয়ে দুই বারই নাস্তানাবুদ হয়েছে। আর ঢাকার যে প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা যায় সিটিং ডাক। ঢাকা অসহায় আত্নসমর্পণের জন্য সদা প্রস্তুত আছে....।

১৯৭১ সালের মাউন্টেনাস বিপর্যয়, এবং ওয়ার অন টের-রের বলি হবার পরেও পাকিস্তানের অর্জন এগুলো।

পূর্ব পাকিস্তান আলাদা হয়ে কি অর্জন করলো এই প্রশ্ন ভবিষ্যত প্রজন্ম অবশ্যই করবে।

©️

মিসাইল প্রতারণা যুদ্ধের একটি অভিনব কৌশল।আমরা কখনও রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসতে দেখি কিন্তু আঘাতের পরিমাণ কম ...
25/06/2025

মিসাইল প্রতারণা যুদ্ধের একটি অভিনব কৌশল।

আমরা কখনও রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসতে দেখি কিন্তু আঘাতের পরিমাণ কম হয়। বেশীর ভাগ মিসাইল আকাশেই ফুটে যায়। কিংবা মাটিতে পড়ার আগে অনেকটা গতিশূন্য হয়ে থেমে যায়। আবার দেখা যায় সেই ফাঁকে একটা ভয়ানক গতিতে আঘাত হেনে বসেছে। এখানে সবগুলোই মিসাইল নয়, শুনলে আশ্চর্য হবেন যে, এ সবের অধিকাংশই গতিশীল ধাতব ফটকা। কেন তাহলে ফটকা!

একটি মিসাইলের ভিতরে অনেকটা সামনের দিকে, অনেকগুলো ছোট বোমা সেট করা থাকে। এগুলোকে ওয়ারহেড বলা হয়। ধরুন ১০টি ওয়ারহেড আছে একটি মিসাইলে। তনুমধ্যে ৮ টি ধাতব ফাঁকা ফটকা বাকি দুটো প্রকৃত বোমা। সবগুলো একই দিকে ফায়ার করা হয়।

রাতের আকাশে অগ্নিগোলক হয়ে এগুলো লক্ষ্যের দিকে ধাবিত হয়। মাটিতে রক্ষিত রাডার তখন কোনটা আসল কোনটা নকল সেটা নির্ণয় করতে বিভ্রান্ত হয়ে পড়ে। রাডারকে এভাবে ধোঁকায় ফেলানটাই হল মিসাইল প্রতারণা। শত শত ধাতব ফটকার চেয়ে, একটি বোমার মূল্য অনেক বেশী।

আগত বোমাগুলো নিয়ে রাডারের সিদ্ধান্ত নিতে হাতে সময় খুব কম থাকে। ফলে অধিক জ্বলন্ত এবং গতিশীল গোলাকে আগত ক্ষেপণাস্ত্র মনে করে, রাডার নিজের দামী ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। দেখা যায় রাডারের নিক্ষেপে ভূলুণ্ঠিত বস্তুটি আদতেই কোন ক্ষেপনাস্ত্র ছিল না। তা ছিল একটা ধাতব ফটকা।

একটা ফটকার পিছনে মিলিয়ন ডলারের দামী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়া হয়। আমরা আকাশে এগুলোকেই বেশী মাত্রায় দেখে থাকি। রাডার বা আয়রন ডোমকে এসব ফালতু বোমা ব্যস্ত রাখে। ফাঁক দিয়ে তাজা বোমাটি দ্রুত গতিশীল হয়ে লক্ষ্য আঘাত হানে। ই'রানের যু'দ্ধ কৌ'শলে আপাতত এই পদ্ধতির প্রয়োগটাই বেশী হচ্ছে।

[সংগৃহিত]

Address

Faridpur
7801

Alerts

Be the first to know and let us send you an email when K.M Shoriful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share