31/05/2025
কালাইয়ে নিখোঁজের ৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা--চাচা-নানা গ্রেফতার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে নিখোঁজের সাত দিন পর চার বছর বয়সী শিশু রাদিয়া আক্তার রুহির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে তার বাবার বাড়ির শৌচাগারের ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকেই পুলিশ শিশুটির সৎ মা, আপন চাচা রনি৷ এবং সৎ নানা জিয়াউর রহমানকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ মে থেকে নিখোঁজ ছিল রুহি। বহু খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ না মিললেও এক সপ্তাহ পর নিজ বাড়ির শৌচাগারের ট্যাংকে তার মরদেহ পাওয়া যায়।
রুহি ছিলেন আব্দুর রহমানের প্রথম স্ত্রীর সন্তান। এলাকাবাসীর অভিযোগ, সৎ মায়ের সঙ্গে শিশুটির সম্পর্ক ভালো ছিল না। পরকীয়া ও পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।