Freelancing Career - Dibbo''

Freelancing Career - Dibbo'' I am a professional Digital Marketer.I have been involved in this work for the last 2 years.

তুমি যে ইন্টারনেট ব্যবহার করো,সেই সেম ইন্টারনেট টা আমি ব্যবহার করি।তুমি রাত জেগে, ইউটিউবে, ফেসবুকে, গান শুনে সময় নষ্ট কর...
26/03/2024

তুমি যে ইন্টারনেট ব্যবহার করো,
সেই সেম ইন্টারনেট টা আমি ব্যবহার করি।

তুমি রাত জেগে, ইউটিউবে, ফেসবুকে, গান শুনে সময় নষ্ট করছো।

আর আমি দিনরাত এক করে, নিজের স্কিল টা ডেভেলপমেন্ট করে যাচ্ছি।

➡️ Digital marketing Expert

ঘরে বসে নিজেের হাতের ফোন টাকে বানিয়ে নিতে পারেন আপনায় ইনকামের একটি হাতিয়ার।

My Profession Is 💰

সিদ্ধান্ত নিন আপনি কাদের দলে থাকবেন।
24/03/2024

সিদ্ধান্ত নিন আপনি কাদের দলে থাকবেন।

24/03/2024

কাউকে উড়তে দেখে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে,,
নিজেও উড়তে শিখুন! দেখবেন জীবন অনেক সুন্দর ❤️☺️

⭐ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।💥যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে...
17/01/2024

⭐ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।

💥যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে Facebook,Youtube, Free_Fire, PUBG খেলায় সময় না দিয়ে।

👉ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারি।
🏂ফ্রিল্যান্সিং Skillup হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারি ।

পরিবারের পাশে দাঁড়ানোর একটি মাত্র মাধ্যম!সেটি হল ফ্রিল্যান্সিং।
💡ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে, নিজের Skillup করে,ঘরে বসে ইনকাম করা যায়।
✨হয়তো একটিমাত্র উদ্যোগ, আপনার জীবনকে পাল্টে ফেলতে পারে।

তাহলে কেন আমরা বেকার বসে থাকবো? কেন আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো?
নিজের প্রতিও তো লজ্জা থাকা উচিত!
😢যে মানুষটা দিনরাত পরিশ্রম করে, আমাদের মুখে এক মুঠো আহার তুলে দিচ্ছে, সেই মানুষটি আর কেউ না, নিজের বাবা। 😢

একবারও কি ইচ্ছে করে না বাবার পাশে দাঁড়াতে? সময় তো চলে যাচ্ছে, নিজেকে পরিবর্তন করতে পারছিনা কেন এখনো।
আমরা চাইলেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার করতে পারি 😇



পরিপাটি ঝকঝকে চেহারা। গায়ে বিশ্বখ্যাত কোনো ব্র্যান্ডের শার্ট-জিনস, পায়ে নামী ব্র্যান্ডের কেডস, কাঁধের ব্যাগে ল্যাপটপ-অ্য...
23/12/2023

পরিপাটি ঝকঝকে চেহারা। গায়ে বিশ্বখ্যাত কোনো ব্র্যান্ডের শার্ট-জিনস, পায়ে নামী ব্র্যান্ডের কেডস, কাঁধের ব্যাগে ল্যাপটপ-অ্যাপলের ম্যাকবুক। এর সবই নিজের আয়ে কেনা। এই বয়সে যাঁর লেখাপড়া শেষ দিকে থাকার কথা বা চাকরি খোঁজার কথা, তিনি কীভাবে এমন স্বাবলম্বী জীবনযাপন করছেন? এই তরুণ হচ্ছেন ফ্রিল্যান্সার। এখন তাঁর মতো অনেক তরুণ দেশে বসে ডলারে আয় করেন। অনেকের মাসিক আয় হাজার ডলার বা তার বেশি।

ফ্রিল্যান্সারের বাংলা করা যায় মুক্ত পেশাজীবী। নয়টা-পাঁচটা চাকরির ঘেরাটোপে আবদ্ধ নন তাঁরা। বাসা কিংবা যেকোনো স্থানে বসেই কাজ করতে পারেন। লাগবে নিজের দক্ষতা, বিদ্যুৎ আর গতিশীল ইন্টারনেট-সংযোগ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিষ্ঠান স্থানীয় কর্মী নিলে খরচ বেশি হয়। অনেক সময় চাহিদামতো এত কর্মী পাওয়া যায় না।

তারা তখন বাইরে থেকে (আউটসোর্সিং) নির্দিষ্ট কাজটি করিয়ে নেন। এতে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির যেমন অর্থ সাশ্রয় হয়, তেমনি যেকোনো স্থান থেকে কাজটি করে ওই ব্যক্তিও আয় করেন। বেশির ভাগ কাজ মেলে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে। তথ্যপ্রযুক্তির ভাষায় এগুলো ‘অনলাইন মার্কেটপ্লেস’ (অনলাইন কাজের বাজার)। দেশে তথ্যপ্রযুক্তির প্রসার ও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে ফ্রিল্যান্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে।


15/12/2023

আপনার ১৫ হাজার টাকা মূল্যের একটা মোবাইল থাকে এবং আপনি Tik Tok, YouTube এবং Facebook ব্যবহার করে অযথা সময় নষ্ট করে থাকেন, তাহলে আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন , এই মোবাইল হাতে তুলে নিন এবং ঘরে বসে আয় শুরু করে দিন।*
* Tik tok Facebook YouTube আপনি ব্যবহার করার কারণে অন্য কেউ সফল হচ্ছে, আপনি নিজে কেন সফল হচ্ছেন না??????

টাকা সুখে মু্ূল নারে মুনি।সুখের মূল ডলার🥹
15/12/2023

টাকা সুখে মু্ূল নারে মুনি।
সুখের মূল ডলার🥹

🧑‍💻আপনি অনলাইনে সময় অপচয় করছেন, যা জীবন থেকে কেড়ে নিচ্ছে মূল্যবান অনেক সময়। আমি বলবো অনলাইন আপনি ব্যবহার করছেন না বর...
12/12/2023

🧑‍💻আপনি অনলাইনে সময় অপচয় করছেন,
যা জীবন থেকে কেড়ে নিচ্ছে মূল্যবান অনেক সময়। আমি বলবো অনলাইন আপনি ব্যবহার করছেন না বরং অনলাইন আপনাকে ব্যবহার করছে..!
💸একজন ফ্রিল্যান্সার, অনলাইনে একই সময় ব্যয় করছে ইনকাম করার জন্য।🤑
তাই সময় থাকতে দক্ষ হোন।


ফ্রিল্যান্স মার্কেট নমনীয় এবং ব্যক্তিদের যে কোনো সময় কাজ করার সম্ভাবনা দেয়।  ফ্রিল্যান্সারদের জন্য সর্বোত্তম কাজের পর...
10/12/2023

ফ্রিল্যান্স মার্কেট নমনীয় এবং ব্যক্তিদের যে কোনো সময় কাজ করার সম্ভাবনা দেয়। ফ্রিল্যান্সারদের জন্য সর্বোত্তম কাজের পরিবেশ বেছে নেওয়া সম্ভব যা আপনার প্রয়োজন অনুসারে এবং দক্ষতা উন্নত করে। আপনি বাড়িতে সবচেয়ে কার্যকরভাবে কাজ করতে পছন্দ করেন নাকি অন্য অফিসে অনুপ্রেরণা চান তা আপনার উপর নির্ভর করে। আপনি যেখানে সবচেয়ে বেশি উত্পাদনশীল এবং অনুপ্রাণিত সেখানে কাজ করার জন্য উন্মুক্ত থাকুন, যাতে আপনি সেরা মানের কাজ তৈরি করার সময় আপনার প্রক্রিয়াটিকে উন্নত করতে পারেন। নমনীয় কাজ আপনাকে আপনার আদর্শ কর্মক্ষেত্রের পরিস্থিতি তৈরি করতে দেয় যা সৃজনশীলতা, উদ্ভাবন এবং কার্যকারিতাকে উৎসাহিত করে।



স্বপ্ন দেখার কোনও বিকল্প নেই!  প্রতিভা যথেষ্ঠ নয়; পৃথিবী ব্যর্থ প্রতিভাবানদের দিয়ে ভরা। শিক্ষা যথেষ্ঠ নয়; পৃথিবীর সবখানে...
04/12/2023

স্বপ্ন দেখার কোনও বিকল্প নেই!
প্রতিভা যথেষ্ঠ নয়; পৃথিবী ব্যর্থ প্রতিভাবানদের দিয়ে ভরা। শিক্ষা যথেষ্ঠ নয়; পৃথিবীর সবখানে শিক্ষিত অসহায় ও নি:স্ব মানুষ খুঁজে পাবেন!
স্বপ্ন দেখা, এবং তাকে লক্ষ্য বানিয়ে তাকে অর্জনের জন্য পরিশ্রম করা মানুষের দ্বারাই যে কোন কিছু অর্জন সম্ভব!✌️
একজন মানুষ জীবনে ছোট বা বড় – যা-ই অর্জন করতে চায় না কেন, তার পেছনে একটি স্বপ্ন থাকা জরুরী। এটা মানুষকে প্রতিদিন, প্রতি মূহুর্তে অনুপ্রেরণা দেয়! 😊

💪
🥰

📌📌অনেকেই বলে ফ্রিলেন্সিং শিখতে তাদের সবচেয়ে বড় বাধা টাকা, ধৈর্য,সময়, আরো অনেক অজুহাত।👍👍এগুলা অজুহাত ছাড়া কিছুই নয়, কারন ...
28/11/2023

📌📌অনেকেই বলে ফ্রিলেন্সিং শিখতে তাদের সবচেয়ে বড় বাধা টাকা, ধৈর্য,সময়, আরো অনেক অজুহাত।👍👍
এগুলা অজুহাত ছাড়া কিছুই নয়, কারন কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয়৷ আপনি পরিশ্রম করবেন না,সময় দিবেন না, তো পিছিয়ে থাকবে কে আপনি নাকি আমি! মাসিক ২-৩ লাখ টাকা ইনকাম করতে ইচ্ছে হয় কিছু কম্ফোর্ট জোন থেকে বের হইতে ইচ্ছে করে না৷ হাইরে বাঙালি।
আর যারা বলছেন সঠিক দিক নির্দেশনা তাদের বলবো পা বারালেই পথ পাওয়া যায়💝💝


আপনি চাইলেই ডিজিটাল মার্কেটিং এর সোশাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করে দিতে পারেন এবং এর মাধ্যমেই আপনি আয় শুরু করে দিতে প...
27/11/2023

আপনি চাইলেই ডিজিটাল মার্কেটিং এর সোশাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করে দিতে পারেন এবং এর মাধ্যমেই আপনি আয় শুরু করে দিতে পারেন ।
যখন আপনি সোশাল মার্কেটিং করার পাশাপাশি এসইও তে দক্ষতা অর্জনের মাধ্যেমেও উজ্জ্বল ক্যারিয়ার গড়া সম্ভব। আপনি নন-ট্যাকনিকাল হলে, ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার জন্য ভাল একটি অপশন। আর ডিজিটাল মার্কেটিংই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডেভ্লাপমেন্ট থেকে একটু সহজ কাজ যা দিয়ে আপনি ৩ মাসের মধ্যেই ফ্রিল্যান্সিং করে আরনিং করা পসিবল। আমাদের বাংলাদেশীদের অনেকেরই আর্থিক অবস্থা ভাল নয়, তারা অনেকেই এটি শিকে কম সময়ে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে পারবেন।




Address

Boalmari
Faridpur

Telephone

+8801877387084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing Career - Dibbo'' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancing Career - Dibbo'':

Share