Faridpur News Hour

Faridpur News Hour ~Unbiased in revealing the truth, give us information on irregularities and corruption~
-This Site is a non-political site. We work here for build up peace-

মধুখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট প্রদানমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ...
28/07/2025

মধুখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ৩৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “পারফরম্যান্স বেইজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (SEDP)” প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকির মোহাম্মদ নুরুজ্জামান।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল আকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (এইচআরএম শাখা) মোঃ শওকত হোসেন মোল্লা, মধুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাজমুল হক এবং বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজব আলী মোল্লা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগভিত্তিক সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৯ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ এবং একটি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ইতিরানী দাস ও খান মেহেদী হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল প্রানবন্ত।

"জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান"মধুখালী প্রতিনিধি : শনিবার (২৬ জুলাই) সকালে মধুখালী উপজেলা প্রশ...
26/07/2025

"জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান"

মধুখালী প্রতিনিধি : শনিবার (২৬ জুলাই) সকালে মধুখালী উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে " জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান এর সভাপতিত্বে সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য সচিব বাবলু কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন সুলতানা, মধুখালী উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান, বিএনপি নেতা আব্দুল আলীম মানিক, পৌর জামাত ইসলামী সাধারণ সম্পাদক মওলানা মো. রেজাউল করিম, এন সি পি ফরিদপুর জেলা যুগ্ম সমন্বয়ক, মোঃ কামাল হোসেন, পৌর কৃষক,দলের সভাপতি মো.নুরনবী মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুদ্দিন,, ছাত্রদলের উপজেলা শাখার সদস্য সচিব আরিফীন সাদ্দাম ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন।
মাওলানা মাহবুবুর রহমান, অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়, অনুষ্ঠানে জুলাই পূনর্জাগরণের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান।

ফরিদপুরের করিমপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নি/হ/ত ৩, আ/হ/ত ২০ফরিদপুর সংবাদদাতাঃ ফরিদপুরের করিমপুর দুটি যাত্রীবাহী বা...
24/07/2025

ফরিদপুরের করিমপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নি/হ/ত ৩, আ/হ/ত ২০

ফরিদপুর সংবাদদাতাঃ

ফরিদপুরের করিমপুর দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ(বৃহস্পতিবার ২৪ জুন) সকাল দশটার দিকে ফরিদপুর মাগুরা মহাসড়কের সদর উপজেলার কানাইপুরের করিমপুরে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ওসি চৌধুরী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকা গামী রয়েল পরিবহন ঢাকা মেট্রো-১৫-৩২২৬ নম্বরে ও ফরিদপুর মাগুরা লোকাল একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব -১৪- ৯৬৪৭ নম্বরের একটি বাসের সাথে বিপরীতমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ সময় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান তিনজন যাত্রী নিহত হয়েছেন বাকি ২০ জনের মত আহত হয় আহত সকল যাত্রীদের সু-চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন এবং তিনি জানান গাড়ির দুটি দ্রুতগতির কারণে এই দুর্ঘটনার কারণ বলে উল্লেখ করেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

হাইওয়ে থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মারুফ হোসেন জানান, ফরিদপুরের কানাইপুর করিমপুর এলাকায় সকাল সাড়ে দশটায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে লোকাল বাসের গতি বেশি থাকায় মোড়ের উপরে এই ঘটনাটি ঘটেছে।

এ সময় মহাসড়কের দুই পাশে যানজটেন সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত যানবাহন চলাচলের ব্যবস্থা করেন।

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ডের আদেশ ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ১৩ বছর বয়সী এক মানসিক ও...
21/07/2025

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ডের আদেশ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ১৩ বছর বয়সী এক মানসিক ও শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরুদ্দিন মোল্যা (৫৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা আসামির জমিজমা বিক্রি করে ওই কিশোরীর পরিবারকে দেয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়।

আজ(২১ জুলাই সোমবার) দুপুর দেড়টার (১:৩০ মিনিট) দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামি জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে ওই প্রতিবন্ধি কিশোরীর সম্পর্কে চাচা।

‎আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই সময়ে স্থানীয়রা হাতেনাতে আটক করে এবং অসুস্থ্ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। পরেরদিন কোতয়ালী থানায় মামলাটি করেন কিশোরীর বাবা।

‎এ মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, একটি পরিবারের প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে তার বয়স্ক চাচা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যা সমাজের জন্য হুমকিস্বরুপ। যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম। যাতে একজন কিশোরী বা তরুণী তার পরিবার বা প্রতিবেশীর কাছে নিরাপদে থাকে, সমাজে এমন ঘটনা যেন না ঘটে। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।

ফরিদপুরে মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেল গ্রেফতারফরিদপুর প্রতিনিধি  : ফরিদপুর সদর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে  মাদক কারবা...
21/07/2025

ফরিদপুরে মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি ফাইজুস পাভেলকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল (২০ জুলাই রবিবার) আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে যৌথ বাহিনীর বিশেষ একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পাভেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এর মধ্যে রয়েছে একটি অস্ত্র মামলা এবং পাঁচটি মাদক মামলা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েক দিন ধরে পাভেলের অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এরই প্রেক্ষিতে, ফরিদপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ দল গঠন করা হয় এবং অভিযান চালিয়ে পাভেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকালে পাভেলের কাছে ১০৫টি ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার টাকা এবং মাদক সেবনের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাভেল তার অপরাধের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে।

বর্তমানে পাভেলকে ফরিদপুর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান এ বিষয়ে আরো তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের নিচে অ'জ্ঞা'ত ব্যক্তির বি/ব/স্ত্র  ম/র/দেহফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন সার...
18/07/2025

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের নিচে অ'জ্ঞা'ত ব্যক্তির বি/ব/স্ত্র ম/র/দেহ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন সার্জারি ভবনের লিফটের আন্ডারগ্রাউন্ডে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে লিফটম্যান তীব্র দুর্গন্ধ অনুভব করে লিফটের নিচতলার দরজা খুললে, সেখানে একটি মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতালের ওয়ার্ডমাস্টারকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, মৃতদেহটি প্রায় ৪-৫ দিন আগের, কারণ মরদেহটি বেশ ফুলে গেছে এবং পচন ধরেছে।

মরদেহটি আপাতত ঘটনাস্থলেই রয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে লাশটি উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর হাসপাতাল চত্বরে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

গোপালগঞ্জের মাটি এবং সাধারণ মানুষকে চিরতরে মুক্ত করে তারপরে ঘরে ফিরে আসবো : নাহিদ ইসলামফরিদপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক ...
17/07/2025

গোপালগঞ্জের মাটি এবং সাধারণ মানুষকে চিরতরে মুক্ত করে তারপরে ঘরে ফিরে আসবো : নাহিদ ইসলাম

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের মাটি এবং সাধারণ মানুষকে চিরতরে মুক্ত করে তারপরে ঘরে ফিরে আসবো। আমরা গোপালগঞ্জ আবারো যাব এই যাওয়া শেষ যাওয়া নয়।

আজ (১৭ জুলাই বৃহস্পতিবার) ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদ এবং ডেভিলদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
গোপালগঞ্জের অপকর্মের জুলাই পদযাত্রা থামবে না। আমরা তিন আগস্টের মধ্যে সারা বাংলাদেশের পদযাত্রা শেষ করব। ফরিদপুরবাসী, আমরা ফরিদপুরের জন্য লড়াই করতে এসেছি। এখানে আমাদের অন্যান্য সহযোগী বন্ধুরা রয়েছে।

এর আগে বেলা ২টায় ফরিদপুরে পৌঁছে সার্কিট হাউস থেকে পদযাত্রা নিয়ে মঞ্চে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন কর্মী ও সমর্থকেরা।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নাসিরউদ্দিন পাটুয়ারীসহ বৈষম্যবিরোধী ফরিদপুর ছাত্র আন্দোলনের আহবায়ক মোহাম্মদ রিয়াজসহ অন্যান্যরা।

সর্বশেষ পরিস্থিতি রণক্ষেত্র গোপালগঞ্জ নিহত ৪, কারফিউ জারিডেস্ক রিপোর্ট ঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবে...
16/07/2025

সর্বশেষ পরিস্থিতি রণক্ষেত্র গোপালগঞ্জ নিহত ৪, কারফিউ জারি

ডেস্ক রিপোর্ট ঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সারাদিন দফায় দফায় হামলা, সংঘর্ষে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হওয়ার পর কারফিউ জারি করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার পর থেকে শহরের কোথাও কোনো হামলা বা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা না ঘটলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শহরে রাত ৮টা থেকে কারফিউ শুরু হয়েছে যা চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। স্পর্শকাতর স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল চলছে।

রাত সাড়ে ৮টায় শহর মোটামুটি শান্ত দেখা গেছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ। মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শহরে যান চলাচল নেই বললেই চলে। যে কয়েকজনকে রাস্তায় দেখা গেছে তারাও বাড়িমুখো।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন রাত সাড়ে ৮টায় গণমাধ্যমকে বলেন, এখন শহর শান্ত আছে। হামলাকারীরা কোথাও কোথাও আছে। তবে পুলিশের সঙ্গে তারা মুখোমুখি অবস্থানে নেই।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর এসেছে।

এর আগে সকালে এনসিপি নেতারা গাড়িবহর নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। পরে ইউএনওর গাড়িতে হামলার ঘটনা ঘটে।

এসবের মধ্যে বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল করে এসে জয়বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশ মঞ্চে হামলা চালায়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা পুলিশি নিরাপত্তায় টেকেরহাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে ফের হামলা হয়।

এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। এ পরিস্থিতিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন। পরে তারা সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে পুলিশ সুপার কার্যালয় ছাড়েন। দুপুরে জেলা শহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যায় কারফিউ জারির ঘোষণা আসে।

ফরিদপুর শ্রমিক দলের “জিয়া পরিবারের” বিরুদ্ধে কুরুচিপূর্ণ সমালোচনার তীব্র নিন্দা ও প্রতিবাদ ফরিদপুর প্রতিনিধি ঃ দেশকে অস্...
16/07/2025

ফরিদপুর শ্রমিক দলের “জিয়া পরিবারের” বিরুদ্ধে কুরুচিপূর্ণ সমালোচনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি ঃ দেশকে অস্থিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে। রাজনীতির নামে-দেশ ও জাতির শ্রদ্ধেয় “জিয়া পরিবারের” বিরুদ্ধে কুরুচিপূর্ণ-অসম্মান জনক সমালোচনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফরিদপুর শ্রমিক দলের সভাপতি মোঃ সামসুল হক সরদার।

বুধবার সন্ধ্যায় গোয়ালচামট স্বর্নকুটির মার্কেটে ফরিদপুর শ্রমিক দলের নিজস্ব কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে দেশে বেশ কিছু নৃশংষ হত্যাকান্ড হয়েছে। খুলনাতে যুবদলের একজনের নেতাকে বাড়ির প্রাঙ্গনে গুলি করে হত্যার পড়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয়।

মিটফোর্ড হাসপাতালের ৩য় গেটের সামনে ভাঙ্গারির মালামাল নিয়ন্ত্রনকে কেন্দ্র করে সোহাগ নামের একজন বিএনপি কর্মীকে তার ব্যবসার অংশিদারগণ নৃশংষ ভাবে হত্যা করে। আমরা এই নৃশংষতার নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, জিয়া পরিবার তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।নির্বাচনের মাধ্যমে জনগণ যখন বিএনপিকে ক্ষমতাসীন করার অপেক্ষায় তখন বিভিন্ন মহল ষড়যন্ত্র শুরু করেছে। অতীতেও ষড়যন্ত্র করে কেউ বিএনপিকে দমাতে পারেনি।

আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে এই সব কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই একই সঙ্গে ঐসব নির্বোধ ষড়যন্ত্র কারি দের আহবান জানাই, দেশের সর্বনাশের কার্যকলাপ থেকে বিরত থাকার। অন্যথায় দেশের স্বাধীনতা প্রেমি তথা জিয়া পরিবারের ভক্ত-কোটি কোটি মানুষের রোষানলে আপনারা ভস্মীভূত হয়ে যাবেন-এতে কোন সন্দেহ নাই।
রাজনীতিতে সমালোচানা থাকে প্রতিযোগিতা থাকবে কিন্তু শত্রুতা নয়। এটাই শালীনতার দাবী। ফ্যাসিষ্ট হাসিনার প্রেত্মার নিকট কেউ নিজেকে বিক্রয় করবেন না-এই উদাত্ত আহ্বান পক্ষ-বিপক্ষ সকলের প্রতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ মানা, সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, সহ-সম্পাদক মোঃ রউফুন আলম সিদ্দিকি লিমন, মোঃ জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান বাবলু, কার্যকারি সদস্য শেখ আনছার আলি,

অন্যান্যদের মধ্যে ছিলেন কোতয়ালি থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার জোদ্দার, ফরিদপুর মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম.এম জাহাঙ্গীর প্রমুখ।

07/07/2025

সরজমিন মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নে হাজির হলেই অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য...

22/04/2025

ফরিদপুরে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র মামলায় আমিরুল মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারতডেস্ক রিপোর্ট ঃ বাংলাদেশের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্...
09/04/2025

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

ডেস্ক রিপোর্ট ঃ বাংলাদেশের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুবিধাসংক্রান্ত ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল করেছে ভারত। এর ফলে আঞ্চলিক বাণিজ্যে নয়া শঙ্কা দেখা দিয়েছে।বুধবার (০৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এ ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা। এটি বিশেষ করে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ২৯ জুনের এক আদেশ, যেখানে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বা ক্লোজ-বডি ট্রাক ভারতীয় স্থল কাস্টম স্টেশন ব্যবহার করে সমুদ্রবন্দর ও বিমানবন্দরের পথে পাঠানো যেত, সেটি এখন বাতিল করা হয়েছে।

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব-
ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে যেসব বাণিজ্য ভারতের অবকাঠামো ব্যবহার করে সম্পন্ন হতো। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) বলছে, এখন থেকে এই সুবিধা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। যদিও পূর্বে প্রবেশ করা পণ্যবাহী যানবাহন বিদ্যমান নিয়মে ভারত ত্যাগ করতে পারবে।জিটিআরআইর প্রধান এবং সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন, ভারত গত দুই দশক ধরে বাংলাদেশের জন্য একতরফাভাবে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশের লালমনিরহাটে চীনের সহায়তায় একটি বিমানঘাঁটি পুনর্জীবিত করার পরিকল্পনা এবং চিকেন নেক করিডোরের নিকটে একটি কৌশলগত ঘাঁটি তৈরির প্রচেষ্টা এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে।

ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন হচ্ছে কি?
বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত ভারতের বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দায়বদ্ধতার প্রশ্ন তুলতে পারে। ডব্লিউটিওর গ্যাট ১৯৯৪-এর ধারা ৫ অনুযায়ী, সব সদস্য দেশকে স্থলবেষ্টিত দেশের পণ্যের মুক্ত ট্রানজিট সুবিধা দিতে হয়। ট্রানজিটে দেরি করা, অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করা কিংবা অতিরিক্ত শুল্ক আরোপ করা নিষিদ্ধ।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur News Hour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridpur News Hour:

Share