Azmir video

Azmir video আমি নতুন ইউজার সবাই আমাকে লাইক করবেন ফলো করবেন সার্পোট করবেন
পাশে থাকলে পাশে পাবেন ইনশা আল্লাহ

সবাই একটু মন থেকে সাপোর্ট করে যান
12/03/2025

সবাই একটু মন থেকে সাপোর্ট করে যান

12/03/2025

প্রিয় বন্ধুরা আসেন সবাই মিলে মিশে একসাথে ফেসবুকে কাজ করি সফলতা অর্জন করি আপনি আমার পাশে থাকেন আমি আপনার পাশে থাকি ধন্যবাদ

12/03/2025

একটা মানুষ সবার চোখে ভালো হতে পারে না

11/03/2025

ফলো‌
নেওয়ার সময়‌ খুব ভালো লাগে দেওয়ার সময় কষ্ট লাগে

11/03/2025

একটু মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো,,,,,
ইউনূসকে গালি দিচ্ছেন, দেন। জাস্ট ডিসেম্বরের ইলেকশনটা হোক। তারপরই আপনারা বুঝবেন, সরকার কাকে বলে, কত প্রকার আর কী কী।

রেপ নিয়ে আন্দোলন হচ্ছে, অথর্ব ইউনূস সরকার কিছু করছে না। বাট ফ্যাক্ট বলি। আনপপুলার, তাও বলি। বারবার বলা হচ্ছে বিচার হচ্ছে না, ট্রু। কারণ আইন এতো সহজ না। অনেক সময় লাগে। আমাদের বিচার ব্যবস্থাই এমন। বাট সরকারের কাজ গ্রেফতার করা।

সরকার কি গ্রেফতার করেছে? শুনে অবাক হতে পারেন, করেছে। গত কিছুদিনের বেশিরভাগ রেপ কেসের আসামী জেলে। সরকার ধরে ফেলেছে। আছিয়ার রেপিস্টদের অভিযোগ পাওয়ার সাথে সাথে গ্রেফতার করেছে ইউনূসের "অথর্ব" সরকার।

রাজনৈতিক সরকার হলে কী করতো? অমুক এমপি, তমুক নেতা, ইভেন মন্ত্রী ফোন করে বইলা দিতো, আমার লোক। ধরা যাবে না। ধরতো না।

বনশ্রীর সেই গুলি করে ডাকাতির কথা মনে আছে?
ইউনূস না থাকলে এই ডাকাত ধরা পড়তো না। তদন্ত করতে যাইয়া যখন দেখতো কোন দলের নেতা জড়িত, সাথে সাথে পুলিশ ম্যানেজ হয়ে যাইতো।

ইউনূসের অথর্ব সরকারের সবচে বড় পজিটিভ দিক হলো, ইউনূসের পোষা লোকজন নাই। যাদের সেইভ দিতে হবে। ম্যাক্সিমাম উপদেষ্টাদের সন্তানরাও থাকে দেশের বাইরে। এদের কোন ক্যাডার বাহিনী নাই। ফলে, কেউ ওসিকে ফোন দিয়ে আসামী ছাড়তে বলতেছে না।

বাট রাজনৈতিক দলের লাখ লাখ ক্যাডার বাহিনী আছে। এরা অপরাধ করলে এদের এতো সহজে ধরা যাবে ভাইবেন না। ক্ষমতা যেদিকে, পুলিশ সেদিকে।

ক্ষমতায় গেলে অমুক করবো তমুক করবো শুনে লাফায়েন না।
কাউকে ব্ল্যাংক চেক দিয়েন না। আগেওতো অসংখ্যবার আমরা এসব শুনেছি।

ইউনূস দেশ চালাতে পারছে না, অন্যরা কি দলটাই ঠিকমত চালাতে পারছে?

বাট নিশ্চিত করেই বলতে পারি, এই অথর্ব সরকারের সময় এই যে সরকারকে যা তা বলতে পারার স্বাধীনতা বা দল মত নির্বিশেষে ধর্ষক আর ডাকাতদের গ্রেফতার করতে পারার এই সময়টা আমাদের মনে পড়বে। বারবার মনে পড়বে।

একটা সরকারকে অথর্ব সরকার বলে গালি দেওয়ার পরেও নিশ্চিন্তে ঘুমাতে পারবো, পুলিশ তুলে নিয়ে যাবে না, এই স্বাধীনতাটুকু পরের কোন রাজনৈতিক সরকারই আমাদের দেবে বলে আমি বিশ্বাস করি না।

তখন স্বরাষ্ট্র মন্ত্রীকে একবার অথর্ব বলে দেইখেন, আপনার লোকাল পাতি নেতা, ক্যাডার ইভেন স্থানীয় পুলিশ প্রশাসন আপনাকে রাতে ঘুমাতে দেয় কি না।

সেইদিন আমাদের অবশ্যই এই অথর্ব ইউনূস সরকারকে মনে পড়বে। মনে পড়বে, আমাদের এক প্রধানমন্ত্রী ছিলো, যাকে অথর্ব, বুইড়া, ব্যর্থ যা তা বলে গালিগালাজ করেও নিরাপদে ঘুমানো যাইতো। যার সমালোচনা করার জন্য কাউকে কোনদিন জেল খাটতে হয়নি।

Address

Khalipur Bazar
Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Azmir video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azmir video:

Share