ফরিদপুর শহর

ফরিদপুর শহর Simple is the best

পরিবারের সন্ধান চাইলোকটি ট্রেইন এক্সিডেন্ট করেছে,ডাক্তাররা অনেক চেষ্টা করার পরেও আল্লাহ তায়ালা নিয়ে গেছে। এখনও তার পরিবা...
25/05/2025

পরিবারের সন্ধান চাই
লোকটি ট্রেইন এক্সিডেন্ট করেছে,ডাক্তাররা অনেক চেষ্টা করার পরেও আল্লাহ তায়ালা নিয়ে গেছে। এখনও তার পরিবারের খোজ পাওয়া যায় নাই। মেডিকেল এর ৬ষ্ঠ তালায় আছে। কেউ চিনে থাকলে দ্রুত যোগাযোগ করুন।

নিখোঁজ সংবাদছবির ব্যক্তি মোঃ জয়নাল ফকির গতকাল(৭-০৫-২৫,বুধবার) সকালে বাড়ি(করিমপুর,কানাইপুর)  থেকে বের হয়ে আর ফিরেনি। বার্...
08/05/2025

নিখোঁজ সংবাদ
ছবির ব্যক্তি মোঃ জয়নাল ফকির গতকাল(৭-০৫-২৫,বুধবার) সকালে বাড়ি(করিমপুর,কানাইপুর) থেকে বের হয়ে আর ফিরেনি। বার্ধক্যজনিত কারণে রাস্তা ভুল করে বিভিন্ন জায়গায় চলে যায়। ভালো ভাবে কথা বার্তা বলতে পারে এবং নাম ঠিকানা, ছেলেদের নাম বলতে পারে।
পরনে একটা পেস্ট কালারের গেঞ্জি, নীল রঙের লুঙ্গি এবং মাথায় একটা টুপি ছিলো। গতকাল ফরিদপুর আঙ্গিনার পাসে একবার দেখা গিয়েছিলো। কেউ দেখে থাকলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: মো: রানা (নাতি) ফোন: 01821-771191

26/04/2025

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফরিদপুর, মাদারিপুর, শরীয়তপুর, বাগেরহাট সহ কয়েকটি গ্রীড ফেইল করার কারনে বিদ্যুৎ সেবা সাময়িকভাবে বন্ধ আছে।
সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দের সাময়িক সমস্যার জন্য ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি আন্তরিক ভাবে দু:খিত।

📌 জরুরী বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি!!ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছ...
25/04/2025

📌 জরুরী বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি!!

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে—

৩৩ কেভি লাইনের রাইট অফ ওয়ে (গাছপালা ও লতা-পাতা কর্তন) কাজের জন্য নিচের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে:

তারিখ: ২৬ এপ্রিল ২০২৫, শনিবার সময়: সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যে সকল এলাকা:

সদরপুর উপজেলা

ভাংগা উপজেলা

চরভদ্রাসন উপজেলা

নগরকান্দা উপজেলার তালমা এরিয়া

কবিরপুর চর এলাকা

আপনাদের সাময়িক অসুবিধার জন্য ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আপনার সহযোগিতাই আমাদের শক্তি।

প্রচারণায়: Abdullah Al Mahmud
প্রয়োজনীয় চার্জড ডিভাইস ও বিকল্প আলো প্রস্তুত রাখুন। অসুবিধার সময় ধৈর্য ও সচেতনতা আমাদের অনেক দূর এগিয়ে দেয়।

25/04/2025

বাটপার হুজুর। এদের কাছে নাকি আবার মানুষ ও যায়।

আছিয়ার মৃত্যুর এক সাপ্তাহের মধ্যে দোষী দের বিচার শেষ করার কথা ছিল 😥
16/04/2025

আছিয়ার মৃত্যুর এক সাপ্তাহের মধ্যে দোষী দের বিচার শেষ করার কথা ছিল 😥

চীনের প্রস্তাবিত হাসপাতালটি দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার ফরিদপুর জেলার যে কোন স্থানে করলে এই বঙ্গের ২১ জেলার মানুষের চিকিৎস...
16/04/2025

চীনের প্রস্তাবিত হাসপাতালটি দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার ফরিদপুর জেলার যে কোন স্থানে করলে এই বঙ্গের ২১ জেলার মানুষের চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে না।

ফলে রাজধানীর চাপও বহুলাংশে ডি-সেন্ট্রালাইজ হবে।
ঢাকায় রোগীর চাপ কমবে।

বর্তমান যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় সমান ভাবে উপকৃত হবে ২১ জেলার মানুষ।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার জন্য, পোস্ট টি বেশি বেশি শেয়ার দিন।

14/04/2025

© News view

26/03/2025

ভাড়া নিয়ে গোল্ডেন লাইনের কারসাজি। ধরে ফেললো ভোক্তার ম্যাজিস্ট্রেট

🤣😂🤣
23/03/2025

🤣😂🤣

শেষ পর্যন্ত পড়ুন। সতর্কতার সঙ্গে নিরাপদে চলুন। গত পরশু সকাল ৮:৫০ এ আমি ফরিদপুর র‍্যাফলস ইন এর মোড় থেকে কানাইপুর যাওয়ার অ...
16/03/2025

শেষ পর্যন্ত পড়ুন। সতর্কতার সঙ্গে নিরাপদে চলুন।

গত পরশু সকাল ৮:৫০ এ আমি ফরিদপুর র‍্যাফলস ইন এর মোড় থেকে কানাইপুর যাওয়ার অটোতে উঠি। আমি একাই যাচ্ছি। অটোতে আগে থেকেই একটা মহিলা থাকায় আমি নিশ্চিন্তে অটোতে উঠে যাই। আমাদের ২ জনকে নিয়েই অটো রওনা দেয় আর যাত্রী উঠায় না। রাজবাড়ি রাস্তার মোড় থেকে একটা লোক অটোতে উঠে। আমাদের অপজিটের সিটে উনি বসে। আমি একা বহু বার কানাইপুর যাতায়াত করেছি। অনেক বার তাই আমি কখনো ওভাবে ভাবিনি এমন ঘটনা ঘটবে।
কিছুদুর যাওয়ার পর লোকটা আমার পাশে বসে থাকা মহিলাকে একটা কাগজ দিয়ে বলে আপু এখানে কি লেখা একটু পড়ে দেন। আমি পড়তে পারি না। আমি সাথে সাথে মহিলাকে মানা করি যে আপু পইড়েন না। অটো তখন অনেক স্লো হয়। আমি বার বার বলতেছি অটো আলাকে যে থামেন থামেন উনি কিছুতেই থামতেছে না।
আমার কাছে যেই ব্যাগ ছিলো ওইটাতে ২০০ টাকা আর ফোন ছাড়া কিছু ছিলো না। ফোনটা ছিলো সবচেয়ে ভেতরের চেইনে। কানাইপুর যাওয়ার পথে হাক্কানী দরবার শরীফ আছে একটা আমি ঠিক চিনিনা ওখানে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। অবাক করা বিষয় আমার একফোট্টাও কিচ্ছু মনে নাই।

আমার হাতে আর মুখে এমন দাগ। আমার হালকা হালকা মনে পড়ে লোকটা বিকৃত মস্তিষ্কের মতো আমার হাত কাটতেছে।
আমার চশমাও ভেঙে যায়। আমাকে ওইখানে ফেলে ওই মহিলাকে নিয়ে যায়। মহিলাকে যখন নিয়ে যাচ্ছিলো মহিলাটা অজ্ঞান ছিলো। আমি ওখানে একটা লোকের থেকে ফোন নিয়ে বাসায় ফোন দেই।
সামনেই পুলিশের চেকপোস্ট বসছে। ওখানে গিয়ে কোনো রকমে বলি।
পুলিশের কি দায়িত্বহীনতা আমাকে বাসা অব্দিও দিয়ে যায়নি। এমনকি ওদের এই বিষয়ে কোনো মাথা ব্যাথাই নাই। আমি টানা ২৪ ঘন্টা কোনো জ্ঞান এ ছিলাম না।
একদম জীবনটা কোনো রকমে বেচে ফিরছি। কোনোরকমে। ওই মহিলার কি হইছে জানিনা। ওনার পরনে কালো বেরকা। কালো হিজাব। বয়স বেশি না। পায়ে জুতা। এতোটুকুই মনে আছে।
অটোআলার ব্যবহার ও ভাব দেখে নিশ্চিত করা যায় যে উনিও জড়িত। অটোর রং লাল। ভালোই নতুন অটো। কি পরিমান যে ট্রমায় ছিলাম। ওই ট্রমা কাটাইতে পারিনাই এখনো।
( Sara Jannat )

ফরিদপুরের  গোয়ালকান্দিতে ‌ অ.গ্নিকাণ্ড সংঘটিত ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের সদর উপজেলার  গোয়ালকান্দিতে ‌ অগ্নিকাণ্ড সংঘট...
12/03/2025

ফরিদপুরের গোয়ালকান্দিতে ‌ অ.গ্নিকাণ্ড সংঘটিত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদর উপজেলার গোয়ালকান্দিতে ‌ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার বেলা আনুমানিক ১২,৩০ মিনিটের ‌ দিকে কোতোয়ালি থানাধীন গোয়ালকান্দির আব্দুল আজিজ( ৫৫) এর লেপ তোষকের দোকান ও গোডাউনে ‌ উক্ত ‌ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ সময় এলাকার লোকজন দ্রুত ফায়ার সার্ভিসকে ফোন করলে, ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনুমান ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয় । ফায়ার সার্ভিস সূত্র জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে চারটি লেপ তোষোকের গোডাউন পুড়ে প্রায় ৫০,০০,০০০/( ৫০ লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদপুর শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফরিদপুর শহর:

Share