Mim's bake & make

Mim's bake & make আসসালামু আলাইকুম আমি বোয়ালমারী হোমমেড কেক নিয়ে কাজ করি। সবাই ফলো & শেয়ার দিয়ে পাশে থাকবেন 💙

বউ!😐🫡
09/07/2025

বউ!😐🫡

🧁🧁🧁মাফিন কেক রেসিপি🧁🧁🧁উপকরণঃ**ময়দা — ২ কাপ**চিনি — ৩/৪ কাপ**মাখন (গলানো) — ১/২ কাপ**ডিম — ২টা**দুধ — ১ কাপ**বেকিং পাউডা...
09/07/2025

🧁🧁🧁মাফিন কেক রেসিপি🧁🧁🧁

উপকরণঃ

**ময়দা — ২ কাপ
**চিনি — ৩/৪ কাপ
**মাখন (গলানো) — ১/২ কাপ
**ডিম — ২টা
**দুধ — ১ কাপ
**বেকিং পাউডার — ২ চা চামচ
**ভ্যানিলা এসেন্স — ১ চা চামচ
**লবণ — এক চিমটি

ইচ্ছা অনুযায়ী: চকলেট চিপস, ব্লুবেরি বা বাদাম

প্রস্তুত প্রণালীঃ

১. ওভেন ৩৭৫°F (১৯০°C) তে প্রি-হিট করুন। মাফিন ট্রে-তে পেপার লাইনার দিন বা তেল ব্রাশ করে নিন।

২. একটা বড় বাটিতে ময়দা, বেকিং পাউডার, লবণ আর চিনি একসাথে মিশিয়ে নিন।

৩. আরেকটা বাটিতে গলানো মাখন, ডিম, দুধ আর ভ্যানিলা এসেন্স একসাথে ফেটিয়ে নিন।

৪. আস্তে আস্তে শুকনো উপকরণের সাথে ভেজা উপকরণ মিশিয়ে নিন। বেশি নাড়বেন না।

৫. ইচ্ছা করলে চকলেট চিপস বা ব্লুবেরি মিশিয়ে নিতে পারেন।

৬. ব্যাটার মাফিন কাপের ৩/৪ অংশ পর্যন্ত ভরে দিন।

৭. ১৮–২২ মিনিট বেক করুন। টুথপিক ঢুকিয়ে দেখে নিন, পরিষ্কার বের হলে হয়ে গেছে।

৮. ঠান্ডা করে পরিবেশন করুন।

সংগৃহীত

আলহামদুলিল্লাহ ২ পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক ডেলিভারি ডান🥰বৃষ্টির মধ্যে কেক ডেলিভারি দিতে কি যে কষ্ট হচ্ছে 🥺🥺         ...
09/07/2025

আলহামদুলিল্লাহ ২ পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক ডেলিভারি ডান🥰
বৃষ্টির মধ্যে কেক ডেলিভারি দিতে কি যে কষ্ট হচ্ছে 🥺🥺

🧕🩸"এ কোনো সাধারণ জিন নয় লা,😝 এ হলো স্মার্ট জিন,যে ক্যামেরার সামনে থিকা সরে না,😜" —“বোরখা বেচো ঠিক আছে, কিন্তু নাটক বেইচ্...
09/07/2025

🧕🩸"এ কোনো সাধারণ জিন নয় লা,😝 এ হলো স্মার্ট জিন,যে ক্যামেরার সামনে থিকা সরে না,😜" —
“বোরখা বেচো ঠিক আছে, কিন্তু নাটক বেইচ্চা কয়দিন সিস্টার!” 🤣🎭
তোমার নাটক পাবলিক খায় না চাদু 😎 মুখে কালার এর জন্য পুরো মুখ পিনক কালার হয়ে আছে,🤣 বইন নাটক করছত ভালো কথা আর ইকটু ভালো মতোই করতি,আমারা বিনোদনটা আর ইকটু স্ট্রংলি পাইতাম,😕

🔮 কিন্তু চিন্তা নাই! 😁
মুখে লাল রং থুক্কু রক্ত আর বেডির লাইভ দেখে যাদের মনে আতঙ্ক ঢুকে গেছে,🤐
তাদের জন্য Mim's bake & make এনেছে –
"JIN SPECIAL CAKE COLLECTION" 🎂😜

✨ রেড ভেলভেট যা দেখে বলেবেন– “এটা খেলে আমার ভয় ভালো হয়ে যাবো!”😁
✨ চকোলেট কেক যা বেডির নাটকেও ফেইল খায়!🤤

📢 অর্ডার দিন এখনই, 😌🍰💃
শুধুমাত্র ফরিদপুরের আপু/ভাইয়াদের জন্য... 🤪

---

'sbake&make










😜

Bento cake
07/07/2025

Bento cake

🎂 সিম্পল ডিজাইন, দারুণ স্বাদ! 💕ঘরেই তৈরি ভালোবাসা মাখা কেক — সহজ ডিজাইন, কিন্তু মন ছুঁয়ে যায়!আপনার স্পেশাল দিনগুলো হোক আ...
07/07/2025

🎂 সিম্পল ডিজাইন, দারুণ স্বাদ! 💕
ঘরেই তৈরি ভালোবাসা মাখা কেক — সহজ ডিজাইন, কিন্তু মন ছুঁয়ে যায়!
আপনার স্পেশাল দিনগুলো হোক আরো মিষ্টিময় আমাদের হোমমেড কেকের সাথে।
📌 ভ্যানিলা পাউন্ড ৪০০ টাকা চকলেট পাউন্ড ৫০০টাকা এবং অন্যান্য ফ্লেভারের দাম জানতে ইনবক্স করুন।
📍 সম্পূর্ণ হাইজেনিক ও ফ্রেশ উপাদানে প্রস্তুত
📦 হোম ডেলিভারি দেওয়া যাবে নির্ধারিত চার্জে হোতাপাড়া থানার মধ্যে বিভিন্ন জায়গায়।

📩 ইনবক্স করুন এখনই আপনার পছন্দের ডিজাইন আর স্বাদের জন্য! 01960199794

Princess theme cake 👸🧚‍♀️🧜‍♀️🧞‍♀️💃🧝‍♀️For order inbox us. ⬇❤️
07/07/2025

Princess theme cake 👸🧚‍♀️🧜‍♀️🧞‍♀️💃🧝‍♀️

For order inbox us. ⬇❤️

চাইলেই পাবেন কাস্টমাইজ কেক — ডিজাইন দিন, বাকিটা আমাদের হাতে ছেড়ে দিন!"কোয়ালিটি, টেস্ট, আর কেয়ার — তিনটিই একসাথে পেতে চাই...
06/07/2025

চাইলেই পাবেন কাস্টমাইজ কেক — ডিজাইন দিন, বাকিটা আমাদের হাতে ছেড়ে দিন!"কোয়ালিটি, টেস্ট, আর কেয়ার — তিনটিই একসাথে পেতে চাইলে,ইনবক্স করুন Mim's Bake & Make!" এ

06/07/2025

আজকে গরিব বইলা বদনায় কইরা চা খাইতে পারি না..🙂🤣

আমার কাছে বোন মানে লাইফের একটা অংশ 💝💝 মায়ের পরে বোন হলো একমাত্র ভরশার জায়গা😊
04/07/2025

আমার কাছে বোন মানে লাইফের একটা অংশ 💝💝 মায়ের পরে বোন হলো একমাত্র ভরশার জায়গা😊

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim's bake & make posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share