10/08/2024
আসসালামু আলাইকুম।
বাংলাদেশে এই প্রথম আমাদের যাত্রা শুরু। বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে অনলাইন প্রযুক্তিতে। সব কিছুই এখন হাতের মুঠোয়। বাংলাদেশ ভিত্তিক যেকোন ফ্রিল্যান্সিং সেবা দেয়ার জন্য আমরা প্রস্তুত। তাই আজই যোগাযোগ করুন।
📕আমাদের কাজের ধরণ:
✅যেকোনো টাইপিং অথবা হ্যান্ড রাইটিং (লেখালেখি সেবা সরবরাহ করা, ব্লগ পোস্ট, বুক রিভিউ, প্রবন্ধ লেখা, সংবাদ লেখা, কপিরাইটিং, সামগ্রিক লেখালেখি সেবা।)
✅ছবি/ভিডিও এডিটিং বা সম্পাদনা
✅যেকোনো বিষয়ের উপর স্ক্রিপ্ট রাইটার (কন্টেন্ট)
✅ট্রান্সক্রিপশন
✅গ্রাফিক্স ডিজাইন: গ্রাফিক্স ডিজাইন করা, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ব্রোশার ডিজাইন, ফাইল ফরম্যাটিং ইত্যাদি।
✅ডিজিটাল মার্কেটিং: সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM), ই-মেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ইত্যাদি।
✅সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট: কোম্পানির সোশ্যাল মিডিয়া প্রোফাইল পরিচালনা, পোস্ট তৈরি এবং সম্প্রচার, ফলোয়ার বেড়ে চলা, স্ট্র্যাটেজি পরিচালনা ইত্যাদি।
☑️ইনশাল্লাহ, আপনাদের চাহিদা অনুযায়ী যেকোনো কাজ করতে আমরা প্রস্তুত।
☎️ যোগাযোগ: ০১৭০৫০৩৩৬৭৯,
ই-মেইল: [email protected]