Let's Talk Reality

Let's Talk Reality জানতে ও জানাতে চাই

08/08/2025

শুধু ভোটের জন্য যদি জুলাই আ'ন্দো'ল'ন হতো তাহলে ১৩২ জন শিশু মা'রা যেত না, তার ভোটাধিকার নেই তো।

02/08/2025

আসিফ মাহমুদ সজিব ভূইয়া, আপনি একটু এই ১ বছরে আপনার নিজের দিকে আবার একটু দেখেন, নিজেরে আবার একটু বিবেচনা করেন। দেখেন তো আপনারে কত পয়েন্ট আপনি দিতে পারেন?

02/08/2025

ড. আসিফ নজরুল, আমি হয়তো আপনাকে দু'র্নী'তি'গ্র'স্ত বলতে পারবো না। কারণ আমার কাছে প্রমাণ নাই। কিন্তু আপনি যে কত দুর্বল। এবং দুর্বলরা কি করে জানেন? দুর্বলরা যে চেয়ারে বসে, সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অ'ন্যা'য় করতে থাকে।

02/08/2025

ড. মুহাম্মদ ইউনূস আপনি প্রায় বলে থাকেন যে, সুযোগ হেলায় হারানো যাবে না। নিজেকে একজন আদর্শ শাসক হওয়ার, শাসক হিসেবে আদর্শ মডেল হওয়ার সুযোগ আপনি হেলায় হারাইতেছেন না?

02/08/2025

এই সরকারও দলীয় সরকারগুলোর মতো দু'র্নী'তি'র অভিযোগ মুক্ত না।

01/08/2025

জুলাই সনদটা নিয়ে এতো বি'রোধ কেন?

31/07/2025

আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে?
বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে, দেশ থেকে যে চলে যেতে পারে সে তো চলে যায়।

28/07/2025

জীবন চিরস্থায়ী না, মানুষ অমর না। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা পেলে ক্ষমতা ছাড়তে হয়। বয়সও একই জায়গায় আটকে থাকে না।
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে করা মন্তব্যগুলো সকলের শোনা উচিত।

27/07/2025

জুলাই পদযাত্রার পর, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর আপনারা দল হিসেবে আগালেন, পেছালেন, এক জায়গায় থাকেলেন, অনেক বেশি ভালো করলেন? কি করলেন? যদি একটু সংক্ষেপে বলেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ তালিকা তারিখ: ২৫ জুলাই ২০২৫সময়: বিকেল ৪টা ১৫ মিনিট
25/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ তালিকা

তারিখ: ২৫ জুলাই ২০২৫
সময়: বিকেল ৪টা ১৫ মিনিট

২০২৪ সালের ২৪ জুলাই: আন্দোলন চলাকালে সীমিত পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে। পঞ্চম দি...
24/07/2025

২০২৪ সালের ২৪ জুলাই: আন্দোলন চলাকালে সীমিত পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে। পঞ্চম দিনের মতো সারাদেশে কারফিউ বলবৎ ছিল, তবে তা শিথিল পর্যায়ে ছিল। ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন মামলায় পুলিশ ১,৭৫৮ জনকে গ্রেফতার করে।বিক্ষোভের সময় সেনা মোতায়েন পর জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহৃত হলে জাতিসংঘ এই নিয়ে উদ্বেগ জানায়। ১৯ জুলাই থেকে নিখোঁজ থাকার পর ২৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদের খোঁজ পাওয়া যায়। ২৪ জুলাই রাত পর্যন্ত আরও ৪ জনসহ মোট ২০১ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় সভা করেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকেরা।

চীন সীমান্তে ৪৯ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার একটি বিমান৷ এই ঘটনায় এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি৷ ব্লা...
24/07/2025

চীন সীমান্তে ৪৯ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার একটি বিমান৷ এই ঘটনায় এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি৷ ব্লাগোভেশচেনস্ক শহর থেকে বিমানটি চীনের সীমান্তবর্তী টাইন্দা শহরে যাচ্ছিল।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Let's Talk Reality posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share