অজানা জগৎ

অজানা জগৎ যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোন মানে হয় না । প্রয়োজন শুধু একটু ধৈর্যধারণ করা।
(2)

13/08/2025

স্বপ্নে দেখি কক্সবাজারের বালি গুলো নেই 😁
বালি থাকতে কক্সবাজার ভ্রমণ করে আসুন |

06/08/2025

আল্লাহ আপনি এই পরিবারকে ধৈ'র্য্য ধরার তৌফিক দা'ন করুন 😥🤲

ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১১ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বা'চ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি।

পরে ফা'য়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উ'দ্ধার করে একে একে ৭ টা ম'রা'দে'হ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪ জন শিশু।

23/07/2025

আহারে 😓

22/07/2025

কোনো রিক্সাওয়ালা'কে আজ থেকে তার ভাড়া থেকে এক টাকাও বেশি দিবো না!

21/07/2025

ঐক্যবদ্ধ বাংলাদেশ।🇧🇩

21/07/2025

বিমান দূর্ঘটানার পর এই দৃশ্যগুলো দেখে আত্মা কাঁপতেছে ভাই!

আর সামরিক প্রশিক্ষণের বিমান উড়ানোর কথা তো নদী-চর কিংবা জনবিরল এলাকায়।
তাহলে তারা কেন কোন বিবেকে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের আকাশে এমন প্রশিক্ষণের বিমান উড়াচ্ছিলো?
তার উপর আবার স্কুলের মাথার ওপর দিয়ে উড়িয়ে!

এ যেন নিয়ম-নীতি বলে কিছুই নেই।
আর যে বিমান ব্যবহার করা হচ্ছে তা আধুনিক তো নয়ই,পুরোনো মান্ধাতা আমলের F7।

নিজেদের দেশ নিয়ে ভাবার ফুরসত তো কারো নেই, সবাই যেন ব্যস্ত থাকে অন্য দেশের তোষামোদে।
যদি সত্যিই দেশের কথা ভাবা হতো, তবে এতদিনে এসব পুরনো বিমান বদলে নতুন ও আধুনিক বিমান আসত।
তাহলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা আমাদের দেখতে হতো না। যা আমাদের আত্মাকেও কাপিয়ে তুলছে! এইসব প্রযুক্তিতে পেছিয়ে থাকার কারণে সরকারও এর দায় এড়িয়ে যেতে পারবে না–সরকার যায় সরকার আসে বাট এগুলোর কোন পরিবর্তন ও উন্নতি হয় না

আল্লাহ আমাদের ভাই-বোনদের হেফাজত করুন এবং যাঁরা দায়িত্বে থেকেও অবহেলা করেন, তাঁদেরকে দেশের জন্য সত্যিকারের চিন্তা করার তাওফিক দিন। 😔🤲

21/07/2025

উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ফাইটার বিমান বিধ্বস্ত হল!
আল্লাহ সবাইকে হেফাজত করুক 🤲

19/07/2025

মানবতা যদি রাজনীতির আগে আসতো, তবে অনেক কিছুই বদলে যেত।

18/07/2025

ইয়া রব আপনি তো অন্তর জামি, আপনি আমার অগুছালো জীবনটা গুছিয়ে দিন 🤲🏻

Address

Modhukhali
Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when অজানা জগৎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share