Jannatul Baki Online Mohila Madrasha

Jannatul Baki Online Mohila Madrasha لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّه�
আপনাদের বিশ্বাস যোগ্য একটি অনলাইন প্লাটফর্ম�

05/01/2025

আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আজাবের) নিদর্শনগুলো পাঠাই। (সুরা বনি ইসরাইল: ৫৯)

05/01/2025

🌹নোটিশ🌹

তাজভিদ ১০ম ব্যাচ এর ভর্তি শুরু আলহামদুলিল্লাহ , যারা আগ্রহী অবশ্যই ইনবক্স করবেন ইনশা আল্লাহ।

🌷 তাজভিদ + কায়দা সম্পুর্নকরন কোর্স এর নতুন ব্যাচ ভর্তি শুরু আলহামদুলিল্লাহ

(মাসিক ফি ৪০০ টাকা, ভর্তি ফি ২০০টাকা)

🌷 জানুয়ারির ৫ তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ '

🌷সময়ঃ সকাল ১০.০০ থেকে ১১.০০ ইনশাআল্লাহ
অথবা সবার সাথে কথা বলে টাইম ঠিক করে নিতে পারবে ইনশাআল্লাহ।
🌹ক্লাস সপ্তাহ ৬ দিন হবে।

🌷কোর্সের মেয়াদ ৩ মাস। ,

🌹দুটি এক্সাম নেয়া হবে ইনশাআল্লাহ।

যারা করবেন অবশ্যই ইনবক্স করবেন,,

🌷কোর্স ডিটেইলস
১.আরবী বর্নমালা
২.মাখরাজ
৩.সিফাত
৪.হরকত,তানভীন,জযম,
তাশদীদ
৫.কলকলাহ্
৬.ওয়াজিব গুন্নাহ
৭. মাদ্দ
৮..নুন সাকিন ও তানভীন শিক্ষা
৯.মীম সাকিন
১০.ওয়াকফ
১১.স্পেশাল রুলস( লাম ও র এর মোটা চিকন,আনা)
১২. আনা এবং ওয়াকফ এর নিয়ম
১৩.স্পেশাল ক্লাস...
ইত্যাদি আরো কিছু,,,,

🌷নামাজের সুরা( ইজরা +মাশক) প্রত্যেক সুডেন্টের পড়া যত্নের সাথে ধরা হয় আলহামদুলিল্লাহ '
(নির্দিষ্ট সিট, সিট শেষ হয়ে গেলে ভর্তি নেয়া হবে না )
আপনাদের পরিচিত জনকে ইনভাইট করতে পারেন এবং প্রত্যেকে শিউর হয়ে ভর্তি হবেন ,অন্যের হক নষ্ট করবেন না ইনশা আল্লাহ '

🌹ক্লাস নেওয়া হয় অভিজ্ঞতা সমপুর্ন উস্তাজা দ্বারা আলহামদুলিল্লাহ।

https://t.me/+91xn0R3u3vIzODhl

05/01/2025

-আমি এক আকাশ পরিমাণ বিশ্বাস নিয়ে
আল্লাহর কাছে চাইতে শিখছি.....!
-আমি জানি যেই, আল্লাহ ফেরাউনের চাওয়া,,
অপূর্ণ করে নাই...! সেইআল্লাহ আমার চাওয়া ও
অপূর্ণ করবে না,আমাকে খালি হাতে ফিরে দিবে না....!
আমিন 🤲🤲🤲

05/01/2025

ইয়া আল্লাহ্ ❤️‍🩹
আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন ......❤️

যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হবেন..আমিন ইয়া রব

03/01/2025

কুরআনের সাথে আপনার সম্পর্ক যতটা মজবুত হবে, জীবনে আপনি ঠিক ততটাই সুখী হবেন।

কুরআনের সাথে আপনার সম্পর্ক যদি হয় ঠুনকো,
তবে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা হবে অতি-সঙ্কীর্ণ!

~সংগৃহীত

03/01/2025

✾࿐(﷽)❛❛আল্লহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜(ﷺ)✾࿐

صَــــــــــــــــلَّی اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ

02/01/2025

পবিত্র কোরআন হিফজ করা, চর্চা করা এতটাই ফজিলতপূর্ণ কাজ যে রাসুল (সা.) তার হিফজকারীদের ফেরেশতাদের সঙ্গে তুলনা করেছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.) থেকে বর্ণনা করেছেন, কোরআনের হাফেজ পাঠক লিপিকর সম্মানিত ফেরেশতাদের মতো। খুব কষ্টকর হওয়া সত্ত্বেও যে বারবার কোরআন পাঠ করে, সে দ্বিগুণ পুরস্কার পাবে। (বুখারি, হাদিস : ৪৯৩৭)

01/01/2025

🌹নোটিশ🌹

তাজভিদ ১০ম ব্যাচ এর ভর্তি শুরু আলহামদুলিল্লাহ , যারা আগ্রহী অবশ্যই ইনবক্স করবেন ইনশা আল্লাহ।

🌷 তাজভিদ + কায়দা সম্পুর্নকরন কোর্স এর নতুন ব্যাচ ভর্তি শুরু আলহামদুলিল্লাহ

(মাসিক ফি ৪০০ টাকা, ভর্তি ফি ২০০টাকা)

🌷 জানুয়ারির ৫ তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ '

🌷সময়ঃ সকাল ১০.০০ থেকে ১১.০০ ইনশাআল্লাহ
অথবা সবার সাথে কথা বলে টাইম ঠিক করে নিতে পারবে ইনশাআল্লাহ।
🌹ক্লাস সপ্তাহ ৬ দিন হবে।

🌷কোর্সের মেয়াদ ৩ মাস। ,

🌹দুটি এক্সাম নেয়া হবে ইনশাআল্লাহ।

যারা করবেন অবশ্যই ইনবক্স করবেন,,

🌷কোর্স ডিটেইলস
১.আরবী বর্নমালা
২.মাখরাজ
৩.সিফাত
৪.হরকত,তানভীন,জযম,
তাশদীদ
৫.কলকলাহ্
৬.ওয়াজিব গুন্নাহ
৭. মাদ্দ
৮..নুন সাকিন ও তানভীন শিক্ষা
৯.মীম সাকিন
১০.ওয়াকফ
১১.স্পেশাল রুলস( লাম ও র এর মোটা চিকন,আনা)
১২. আনা এবং ওয়াকফ এর নিয়ম
১৩.স্পেশাল ক্লাস...
ইত্যাদি আরো কিছু,,,,

🌷নামাজের সুরা( ইজরা +মাশক) প্রত্যেক সুডেন্টের পড়া যত্নের সাথে ধরা হয় আলহামদুলিল্লাহ '
(নির্দিষ্ট সিট, সিট শেষ হয়ে গেলে ভর্তি নেয়া হবে না )
আপনাদের পরিচিত জনকে ইনভাইট করতে পারেন এবং প্রত্যেকে শিউর হয়ে ভর্তি হবেন ,অন্যের হক নষ্ট করবেন না ইনশা আল্লাহ '

🌹ক্লাস নেওয়া হয় অভিজ্ঞতা সমপুর্ন উস্তাজা দ্বারা আলহামদুলিল্লাহ।

https://www.facebook.com/profile.php?id=61565773074476&mibextid=ZbWKwL

31/12/2024

“কুরআন তার ধারককে বিশালভাবে প্রভাবিত করে। কুরআনের ধারক যদি তাতে বিশ্বাস করে এবং তা অনুসারে আমল করে, তবে তা তার ঈমান, আমল, চরিত্র এবং সবকিছুতে প্রভাব ফেলবে! তুমি দেখো রাসূলুল্লাহ ﷺ এর অবস্থান। তিনি ছিলেন সেরা চরিত্রের অধিকারী। আয়েশা (رضي الله عنها) বলেন: ‘তার চরিত্রই ছিল কুরআন।’

~دروس الحرمين لابن عثيمين ١/٤٨٤

31/12/2024

ইমানের দুর্বলতা, কারণ ও প্রতিকার :
প্রতিনিয়ত আমরা গুনাহ ইত্যাদির মাধ্যমে নিজেদের ইমানকে দুর্বল করে তুলছি; অথচ তা পরিমার্জন করার কখনো চিন্তা করছি না। এভাবে চলতে চলতে একসময় আমাদের ইমান শক্তিহীন হয়ে পড়বে। তখন তা আর কোনো কাজে আসবে না। তাই প্রতিটি মুমিনের কর্তব্য হলো, নিজের ইমানের অবস্থা যাচাই করা, দুর্বলতার কারণগুলো চিহ্ণিত করা এবং যথাসময়ে পরিচর্যা করে ইমানকে পরিশুদ্ধ রাখা। নিম্নে আমরা ইমানের দুর্বলতার দশটি নিদর্শন, দশটি কারণ ও দশটি প্রতিকার উল্লেখ করছি।

ইমানের দুর্বলতার নিদর্শনসমূহ-
০১. হারাম ও গুনাহের কাজে নিমজ্জিত হওয়া
০২. চোখে পানি না আসা এবং অন্তরে কাঠিন্য অনুভব করা
০৩. ইবাদতে শৈথিল্যতা প্রদর্শন করা
০৪. কুরআনের আয়াত দ্বারা প্রভাবিত না হওয়া
০৫. অনর্থক ঝগড়া-বিবাদ বা তর্ক-বিতর্ক করা
০৬. মুসলমান ভাইয়ের বিপদাপদে খুশি হওয়া
০৭. দুনিয়ার প্রতি আকর্ষণ ও এর প্রতি ঝুঁকে পড়া
০৮. হারাম কাজ সংঘটিত হতে দেখলেও ক্রোধের সঞ্চার না হওয়া
০৯. কথা ও কাজে অমিল হওয়া
১০. মুসলমানদের সমস্যার ব্যাপারে গুরুত্ব না দেওয়া

ইমানের দুর্বলতার কারণসমূহ-
০১.ইমানি পরিবেশ থেকে দীর্ঘদিন দূরে থাকা
০২. সৎ ও অনুকরণযোগ্য ব্যক্তি থেকে দূরে থাকা
০৩. শরিয়তের জ্ঞান ও ইমানি বইপত্র থেকে দূরে থাকা
০৪. গুনাহগারদের মাঝে অবস্থান করা
০৫. গুনাহকে হালকা ভাবা
০৬. ধন-সম্পদ ও স্ত্রী-সন্তান নিয়ে মেতে থাকা
০৭. বদদ্বীন, মুনাফিক ও কাফির শাসকদের সাথে উঠাবসা করা
০৮. বেশি খাওয়া, বেশি ঘুমানো ও অত্যধিক রাত্রি জাগরণ
০৯. অনর্থক কথাবার্তা বলা
১০.দুনিয়ার মোহে মগ্ন হওয়া

ইমানের দুর্বলতা দূরকরণের উপায়সমূহ-
০১. অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত করা
০২. বিনয়ী হওয়া ও দুনিয়ার চাকচিক্য পরিত্যাগ করা
০৩. বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা
০৪. নিয়মিত ইসলামি আলোচনা সভায় উপস্থিত হওয়া
০৫. নফল আমলে অভ্যস্ত হয়ে ওঠা
০৬. আল্লাহকে ভালোবাসা ও অধিকহারে তাঁর জিকির করা
০৭. মুমিনদের সাথে সম্পর্ক ও কাফিরদের সাথে সম্পর্কচ্ছেদ করা
০৮. আত্মসমালোচনা করা
০৯. কামনা-বাসনা কম করা
১০. আল্লাহর নিকট রোনাজারি ও দুআ করা

আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত, ইমানের দুর্বলতার এসব কারণ নিজের মধ্যে আছে কিনা। থাকলে কেন এবং কীভাবে তা দূর করা যায়, সেটা নিয়ে আজ থেকেই ফিকির করা। নইলে অন্তর একসময় পাথরে পরিণত হয়ে যাবে। তখন হাজারো চেষ্টা করলেও তা আর ঠিক হবে না। আল্লাহ আমাদের সবাইকে ইমানের দুর্বলতা দূর করে ইমানকে শক্তিশালী করার তাওফিক দান করুন।

লেখাঃ Tarekuzzaman হাফি।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আমাকে ছয়টি জিনিসের ব্যাপারে যামানত (নিশ্চয়তা বা গ্যারান্টী) ...
31/12/2024

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“তোমরা আমাকে ছয়টি জিনিসের ব্যাপারে যামানত (নিশ্চয়তা বা গ্যারান্টী) দিলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিবঃ

(১) যখন কথা বলবে সত্য বলবে,
(২) ওয়াদা করলে তখন তা পালন করবে,
(৩) আমানত গ্রহণ করলে তা হিফাজত করবে,
(৪) লজ্জাস্থানের হিফাজত করবে,
(৫) দৃষ্টিকে অবনত রাখবে,
(৬) (অন্যায় কাজ থেকে) হাত সংযত রাখবে।”

উৎসঃ হাকিমঃ ৪/৩৫৮, মুসনাদে আহমাদ, ইবনু খুযাইমাহঃ ৩/৯১, ইবনু হিব্বানঃ ১০৭। শায়খ নাসির উদ্দীন আলবানী রহি’মাহুল্লাহ হাদীসটি পর্যালোচনার শেষে হাদীসটিকে হাসান ও সহীহ মানে উত্তীর্ণ বলেছেন, আস-সহীহাহঃ ১৪৭০

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul Baki Online Mohila Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share