14/02/2025
আগে শবে বরাতে রুটি পিঠা বানানো হইতো সারা দিন আম্মু কাকীরা পিঠা বানায়ে রাতে সবাই একসাথে গোসল দিতাম,, পাশের বাসার আপু রা সবাই এক সাথে ভেজা চুল নিয়া নামাজে দাড়াইতাম, সবাই বলতো চুল থেকে যত পানি পরবে তত সোয়াব তাই আমি চুল ই মুছতাম না। নামাজে কত কিছু যে চাইতাম... আজ কাল কার বাচ্চাদের কাছে তা নিতান্ত তুচ্ছ জিনিস। বোনেরা হিসাব করতাম কে কত রাকাত বেশি পরছি, নামাজের মাঝে মাঝে এর ওর অদ্ভুত কান্ড দেখে নামাজের হাসি চেপে রাখতে পারতাম না নামাজ শেষ করে সবাই এক সাথে খিল খিল করে হেসে উঠতাম। পাশের রুম থেকে ভারি স্বরে বকা। তার পর ফিস ফিস.. আবার হাসি... জীবনে অনেক কিছু অর্জন করার পর এখন দেখি সেই মুহুর্ত গুলো কোন কিছুর বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব না... মেঘে মেঘে অনেক বেলা হয়ে যাচ্ছে।🥲