Nayan's Diary

Nayan's Diary Thank You For Visit Our Page. Like, Comment, Share and Follow Plz.

রাজশাহী
10/05/2025

রাজশাহী

ছবির আশায় ছাড়লাম সবি
03/05/2025

ছবির আশায় ছাড়লাম সবি

02/05/2025

ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, বরং কাউকে নিঃশব্দে অনুভব করা, তার সুখে নিজের সুখ খুঁজে নেওয়া।
ভালোবাসা মানে, কাউকে দেখে হঠাৎ মনে হওয়া, "এই মানুষটিই আমার নিজের।"
ভালোবাসা মানে, একে অপরের ভুলগুলো ক্ষমা করে দেওয়া, আর কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে বলা, “আমি আছি।”

02/05/2025

তানিয়া ও রিফাত — একে অপরকে ভালোবাসতো সাত বছর ধরে। বিশ্ববিদ্যালয়ে দেখা, বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গাঢ় প্রেম। তানিয়া ছিলো একজন স্বপ্নবাজ মেয়ে, সাহসী ও স্বাধীনচেতা। রিফাত একটু চুপচাপ, তবুও তানিয়ার হাসিতেই তার পৃথিবী রাঙিয়ে উঠতো।

তাদের প্রেম ছিল নিঃস্বার্থ, কিন্তু জীবনের বাস্তবতা বড় নির্মম। রিফাতের পরিবার কখনোই তানিয়াকে মেনে নেয়নি, কারণ তানিয়ার পরিবার খুব সাধারণ। তানিয়া বলেছিল, “চলো পালিয়ে যাই, আমাদের ভালোবাসাই তো আসল।” কিন্তু রিফাত পারলো না — দায়িত্ব, ভয়, সমাজ সব একসাথে তাকে পিছিয়ে রাখলো।

একদিন হঠাৎ করেই রিফাত জানালো, তার বিয়ে ঠিক হয়ে গেছে পরিবারের পছন্দে। তানিয়া ভেঙে পড়লো। কিছু না বলে সেদিন বিদায় নিলো, শুধু একটা চিঠি দিলো রিফাতকে, যেখানে লিখেছিলো:

“ভালোবাসা মানেই পাশে থাকা নয় রিফাত। কখনও কখনও ভালোবাসা মানে, কাউকে ছেড়ে দিয়ে তার সুখ কামনা করা। আমি জানি, তুমি সুখী হতে পারো। আমি যাচ্ছি, কিন্তু এই হৃদয়ে তুমি থাকবি, চিরকাল।”

সেই চিঠির পর আর কখনও তানিয়ার দেখা মেলেনি। রিফাত বিয়েটা করেছিল, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেছিল তানিয়ার অনুপস্থিতি। সময় কেটে গেলো, কিন্তু "শেষ চিঠি"টা আজও তার ড্রয়ারে পড়ে থাকে, আর প্রতিদিন রাতে সে পড়ে— যেন তানিয়া ঠিক পাশেই আছে।

20/04/2025
08/04/2025

ফিলিস্তিনের ভিসা ওপেন করে দেন! 🇯🇴
বাংলাদেশ থেকে লাখো যুবক জিহাদে যেতে প্রস্তুত। ইনশাআল্লাহ

22/02/2025

হুমায়ুন আহমেদ স্যার বলেছিলো।

কৃষক 🥰❤️
09/01/2025

কৃষক 🥰❤️

06/01/2025

বন্ধুরা ৭ তারিখ রাত ৯ টায় লাইভে আসবো। কথা হবে, আড্ডা হবে।

05/01/2025

উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না।

29/12/2024

আমি জানি আমি তোমারে পাবো না। তারপর ও আমি তোমাকে ভালোবাসি।

19/12/2024

কাউকে ঠ'কা'লে, আপনারও ঠকতে হবে।

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayan's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category