
21/07/2025
🚨 জরুরি বার্তা 🚨
ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
কুয়েত মৈত্রী হাসপাতাল
উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
মনসুরআলী মেডিকেল কলেজ
উত্তরার হাসপাতালগুলোতে শত শত ব্যাগ রক্ত লাগবে। রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।
উল্লেখ্য: একটি ট্রেনিং এয়ারক্রাপ্ট নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজে (উত্তরা) বি'ধ্বস্থ! সাথে সাথে আ'গুন ধরে যায়, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর সদস্যরা। ইতোমধ্যেই বহু প্রাণ অকালে ঝলসে গেছে! উদ্ধার হচ্ছে নিথর দেহগুলো! 💔
হে প্রভু, সবাইকে হেফাজত করুক 🤲