01/04/2025
কেন আমি একজন মুসলিম হিসাবে আহলে হাদিস এবং সালাফী মানহাজ্ব গ্রহণ করলাম...
আবূ হুরায়রাহ্ (রা.) নিজেকে গর্বভরে আহলে হাদীস বলতেন। তিনি বলেন, আমিই পৃথিবীর সর্বপ্রথম আহলে হাদীস।
(ইসা-বা- ৪র্থ খণ্ড, ৩৮৬ পৃ.; তাযকিরাতুল হুফ্ফায- ১ম খণ্ড, ৩৩ পৃ. ও তারীখে বাগদাদ- ৯ম খণ্ড, ৪৬৭ পৃ.)
ব্যক্তিগতভাবে সহাবীগণের মধ্যে 'আব্দুল্লাহ ইবনু 'আব্বাস ও আবূ হুরায়রাহ্ (রা.)-কে আহলে হাদীস বলে ডাকা হতো। (হাফিয খত্নীব বাগদাদী তাঁর বাগদাদের ইতিহাসের ৩য় খণ্ডের ২২৭ পৃষ্ঠায় ও হাফিয যুহরী তাঁর তাবাকাতের প্রথম খণ্ডের ৩২ পৃষ্ঠায় এ কথা উল্লেখ করেছেন)
চতুর্থ হিজরী শতাব্দীর ইতিহাসবিদ বিশারী মাক্বদেসী (মৃঃ ৩৭৫ হিঃ) মানছূরার (সিন্ধুর) অধিবাসীদের সম্পর্কে বলেছেন, ‘তাদের অধিকাংশই আহলেহাদীছ’।আহসানুত তাক্বাসীম ফি মা‘রিফাতিল আক্বালীম, পৃঃ ৪৮১।
আমার উম্মাতের এক দল সর্বাবস্থায়(কিয়ামত) আসার পূর্ব মুহুর্ত পর্যন্ত সত্যের উপর বিজয়ী থাকবে। তাদের ব্যাপারে আলী (রাঃ) বলেন, এরা হলো আহলুল হাদীস।
দলিল তিরমিযী ২২২৯
সহি হাদিস
আহলে হাদিসদের ৩টি আলামত বা বৈশিষ্ট্যঃ
✅ ১. তারা হাদীসের উপর আমল করে।
✅ ২. তারা সুন্নাত তথা হাদীসের প্রতিরক্ষায় নিয়োজিত থাকে।
✅ ৩. তারা সুন্নাত বিরোধিদের মূলোৎপাটন করে।
🖼️ সহিহ ইবনু হিব্বান,
আল-ইহসান, হা/৬১২৯
(1). ইমাম বুখারীর ও ইমাম মুসলিম ইমাম আহম্মদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন,
দুনিয়াতে এমন কোন বেদাতি নেই যে সে আহলে হাদিসগনদের হিংসা করেনা "
( মারিফাতু উলূমিল হাদিস পৃষ্ঠা ৪)
(2) ইমাম শাফেঈ (রহঃ) বলেন, ‘আমি যখন কোন ‘আহলেহাদীছ’-কে দেখি তখন যেন রাসূল (ছাঃ)-কেই জীবন্ত দেখি’ (খত্বীব বাগদাদী, শারফু আছহাবিল হাদীছ, হা/৮৫)। (বিস্তারিত
দ্রঃ আলবানী, সিলসিলা ছহীহাহ হা/২৭০ ও ২৮০-এর আলোচনা; যুবায়ের আলী যাঈ,
‘আহলেহাদীছ একটি বৈশিষ্ট্যগত নাম’ (মাসিক আত-তাহরীক এপ্রিল-জুলাই ২০১৫)।
ইমাম শাফিঈ (রহঃ) বলেন,আহলে হাদিসরা প্রত্যেক যুগে সাহাবীদের মত।তাই আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন রাসুল(সা:) এর কোন সাহাবীকেই দেখি
📖 মীযানে শা'রানী ১ম খন্ড ৫০ পৃষ্টা
বিখ্যাত মুহাদ্দিস ইমাম সুফইয়ান সওরী বলেন,
আহলে হাদিসরা ভূ- পৃষ্টের চৌকিদার
📖 সুয়ূতীর মিফতাহুল জান্নাহ ৪৯ পৃ
ইমাম আবু হানিফা (রহঃ) এর শিষ্য ইমাম আবু ইউসুফ (রহঃ) তার দরজায় একদিন আহলে হাদিসদের সমাবেশ দেখে বলেন, জমিনের উপরে আপনাদের চেয়