VOICE of RAJ

VOICE of RAJ Follow For More

15/05/2025

জীবনের কিছু বাস্তব সত্য কথা!

15/04/2025

এমন সুন্দর যায়গায় যেতে পারলে মন এমনিতেই ভালো হয়ে যেত! 🥀❤️

ছোটবেলার কথা মনে পড়ে গেল, আহা শৈশব..! 🥹🤍
14/04/2025

ছোটবেলার কথা মনে পড়ে গেল, আহা শৈশব..! 🥹🤍

14/04/2025

পাকিস্তানের করাচি শহরে ফি-লি-স্তি-নিদের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে।🖤

২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জ...
14/04/2025

২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ যেন খাটি বাঙালির আসল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে।

এমন দৃশ্য আগে কখনো দেখেছেন?

একটা মানুষ বার বার রাজনৈতিক নেতাদের মেসেজ দিচ্ছে, তোমরা দেশপ্রেমিক হও! কিভাবে মিতব্যয়ী হও!
টাকা পাচার ,দুর্নীতি কইরোনা! বেকারত্ব দূর করো ,দেশ ও জাতির জন্য কাজ করো! সবকিছু প্র্যাকটিক্যালি করে যাচ্ছেন! এ যেন গোটা জাতির জন্য মেসেজ!

তবে অসংখ্য ধন্যবাদ! যারা নতুন বাংলাদেশ বিনির্মানে সম্মিলিতভাবে দেশ ও জাতির জন্য কাজ করছে।আপনারা পথ হারালে পথ হারাবে বাংলাদেশ!
পথ হারাবে এদেশের শিক্ষিত তরুণ প্রজম্ম!!!

ডক্টর ইউনুস আজ বলেই দিলেন ডিসেম্বরেই নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন৷ সত্যি বলতে আমরা যারা রাজনীতির বাহিরে থাকি কিংবা আলাদা...
13/04/2025

ডক্টর ইউনুস আজ বলেই দিলেন ডিসেম্বরেই নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন৷ সত্যি বলতে আমরা যারা রাজনীতির বাহিরে থাকি কিংবা আলাদা করে কোনো দল পছন্দ করি না, তাদের এজন্যে এটা একটা মন খারাপের সংবাদ৷

একজন ৮৫ বছরের বয়স্ক মানুষ দেশটাকে পুরো বিশ্বে কিভাবে উঁচু করা যায় সে চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত৷ অথচ তাকে বিদায় করার জন্যে কিছু মানুষ উঠেপড়ে লেগেছে৷ এরা কখনই দেশের ভালো চায় না৷ এরা ভুলে গেছে দলের চেয়ে দেশ বড়৷

ডক্টর ইউনুসের হাজারটা দোষ থাকতে পারে কিন্তু এতো অল্প সময়ে কোনো দেশের প্রধানকে দেশে এতো সংস্কার করতে দেখিনি৷ আবারো বলি "আগামী পাঁচ বছর কোনো নির্বাচন চাই না! ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর দেখতে চাই" দলের আগে দেশ বড়।

মার্চ ফর গা*জা 🇯🇴ঢাকা বাংলাদেশ----
12/04/2025

মার্চ ফর গা*জা 🇯🇴
ঢাকা বাংলাদেশ----

সব কিছুরই শুরু এবং শেষ আছে, কিন্তু এই বরবতার কী কোনো শেষ নেই??
06/04/2025

সব কিছুরই শুরু এবং শেষ আছে,
কিন্তু এই বরবতার কী কোনো শেষ নেই??

😢
29/03/2025

😢

🖤
28/03/2025

🖤

রিয়েল হিরো 🔥এইবার রমজানে বাজার সিন্ডিকেটদের জন্যে ঘুম হা'রা'ম করে দিয়েছেন এই মানুষ টা। আমি প্রায় সময় ওনার ভিডিও দেখি কি ...
27/03/2025

রিয়েল হিরো 🔥

এইবার রমজানে বাজার সিন্ডিকেটদের জন্যে ঘুম হা'রা'ম করে দিয়েছেন এই মানুষ টা। আমি প্রায় সময় ওনার ভিডিও দেখি কি বিচক্ষণ একটা মানুষ।
প্রত্যেক জেলা পর্যায়ে এমন চৌকস অফিসার দরকার।
আব্দুল জাব্বার মন্ডল স্যারের দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করছি ❤️

26/03/2025

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when VOICE of RAJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category