VOICE of RAJ

VOICE of RAJ Follow For More

17/08/2025

সময় শেখায় কোথায়
ভালোবাসা রাখা উচিত, কোথায় নয়!

15/08/2025

জীবনে আর যাই করেন,
এগুলো করবেন না...!!

14/08/2025

জীবন বড়ই অনিশ্চিত...!!

08/08/2025

কথা গুলো ❤️

সারাদেশে যখন রেজাল্টের ভরাডুবি সেখানে ৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+ পেয়ে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাসিমা কাদির মোল্ল...
10/07/2025

সারাদেশে যখন রেজাল্টের ভরাডুবি সেখানে ৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+ পেয়ে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস! (এনকেএম স্কুল) ❤

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সা...
01/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি তো আর কম নয়!

একজন পথচারী বিকেলে দেখেছিলেন তাকে ঘুমন্ত অবস্থায়। কয়েক ঘণ্টা পর আবার যখন ঐ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনো একইভাবে বসে আছেন তিনি। কিন্তু এবার মনটা কেমন যেন কেঁপে উঠল। গায়ের ওপর হাত রাখতেই বুঝলেন ঘুমিয়ে নেই তিনি। ফিরে গেছেন না-ফেরার দেশে।

রিকশার উপরেই মৃত্যু হয়েছিল তার। নীরবে, একা। হয়তো স্ট্রোক করেই শেষ নিঃশ্বাসটা ফেলেছিলেন। কোনো শব্দ নেই, কোনো আর্তনাদ নেই শুধু একটুকরো নিঃশব্দ বিদায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহের দায়িত্ব নিয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

মানুষের জীবন কতটা অস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল।

দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, হয়তো তার স্বজনের কাছে খবর পৌঁছে যাবে…

25/06/2025

সবার জীবন এক না 🥺🖤

15/05/2025

জীবনের কিছু বাস্তব সত্য কথা!

15/04/2025

এমন সুন্দর যায়গায় যেতে পারলে মন এমনিতেই ভালো হয়ে যেত! 🥀❤️

ছোটবেলার কথা মনে পড়ে গেল, আহা শৈশব..! 🥹🤍
14/04/2025

ছোটবেলার কথা মনে পড়ে গেল, আহা শৈশব..! 🥹🤍

14/04/2025

পাকিস্তানের করাচি শহরে ফি-লি-স্তি-নিদের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে।🖤

২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জ...
14/04/2025

২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ যেন খাটি বাঙালির আসল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে।

এমন দৃশ্য আগে কখনো দেখেছেন?

একটা মানুষ বার বার রাজনৈতিক নেতাদের মেসেজ দিচ্ছে, তোমরা দেশপ্রেমিক হও! কিভাবে মিতব্যয়ী হও!
টাকা পাচার ,দুর্নীতি কইরোনা! বেকারত্ব দূর করো ,দেশ ও জাতির জন্য কাজ করো! সবকিছু প্র্যাকটিক্যালি করে যাচ্ছেন! এ যেন গোটা জাতির জন্য মেসেজ!

তবে অসংখ্য ধন্যবাদ! যারা নতুন বাংলাদেশ বিনির্মানে সম্মিলিতভাবে দেশ ও জাতির জন্য কাজ করছে।আপনারা পথ হারালে পথ হারাবে বাংলাদেশ!
পথ হারাবে এদেশের শিক্ষিত তরুণ প্রজম্ম!!!

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when VOICE of RAJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category