চিন্তাধারা

চিন্তাধারা উত্তম চিন্তা ও নিরালস্য প্রয়াস শাশ্বত অমোঘ।

ফরিদপুর বৃক্ষ মেলা, ২০২৫
09/07/2025

ফরিদপুর বৃক্ষ মেলা, ২০২৫

06/07/2025

ফরিদপুরের নীলক্ষেত

সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা
01/07/2025

সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা

30/06/2025

কেন্দ্রীয় গ্রন্থাগার
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ

Eid-Al-Adha Mubarak 🌙
06/06/2025

Eid-Al-Adha Mubarak 🌙

03/06/2025

ফরিদপুরের প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয়।
স্থাপিতঃ ১৮৮৫
১৮৮৫ সালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে পূর্বের ফরিদপুর মেডিকেল কলেজ এর অভ্যন্তরে যেখানে আবাসিক হল ছিলো সেখানে "হিন্দু ইনস্টিটিউশন" নামে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠালাভ করেছিলো। যা ফরিদপুর জেলার প্রাচীন একটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান। তৎকালিন সময়ে বিদ্যালয় টির যখন শোচনীয় অবস্থা পার করছিলো তখন বিদ্যালয়টির প্রতিষ্ঠাকৃত গণ বিদ্যালয়টির ভবন নির্মান এবং শিক্ষকদের বেতন প্রদান করতে পারছিলো না। তখন বিদ্যালয়ের হেড পন্ডিত মধুসূদন গঙ্গোপাধ্যায় এবং শ্রীযুক্ত শ্যামাকান্ত চক্রবর্ত্তী মহাশয় বিদ্যালয়টিকে পুণঃজীবিত করার লক্ষে ফরিদপুর এর ঈশান গোপালপুরে জমিদার ঈশানচন্দ্র সরকারের দারস্থ হয়। ঈশানচন্দ্র সরকার ছিলেন বিদ্যোৎসাহী পুরুষ তিনি তাদের প্রস্তাব গ্রহন করলেন এবং বিদ্যালয়টি পুনর্গঠন, নতুন পুস্তক ক্রয়, আসবাপত্র ক্রয়, ‍বিদ্যালয়গৃহ নির্মান করেন, বিদ্যালয়ে উপযুক্ত শিক্ষক নিয়োগ করা হলো। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়টির নাম রাখা হয় ঈশান ইনস্টিটিউশন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা প্রবেশীকা পরীক্ষায় ভালো ফল করতে লাগলো।

১৮৯৭ সালের ২১শে জুন বাংলার ছোটলাট বাহাদুর ঈশান ইনস্টিটিউশন পরিদর্শন করেন । বিদ্যালয়টির সাফল্য দেখে ছোটলাট বাহাদুর ঈশান চন্দ্র সরকারকে সম্মান সূচক একখানা প্রশংসা পত্র প্রদান করেন। তৎকালিন সময়ে ফরিদপুরের সুপ্রসিদ্ধ প্রবীণ উকিল অম্বিকাচরণ মজুমদার এবং বিদ্যালয়টির সেক্রেটারি উকিল শ্রীযুক্ত নলিনী কান্ত সেন মহাশয় এর অক্লান্ত পরিশ্রমে ১৯২০ সালে দ্বিতল বিশিষ্ট ভবন নির্মিত হয়। তৎকালিন সময়ে বাংলায় ঈশান ইনস্টিটিউশন একটি সনামধন্য ইংরেজী বিদ্যালয় হিসেবে পরিনত হয়েছিলো। তবে ঐতিহাসিক সেই ইংরেজী বিদ্যালয়টি বর্তমানে আর নেই রয়ে গেছে বিদ্যালয় এর সেই ভবনটি । ভবনটি বহুদিন ফরিদপুর মেডিকেল কলেজের হোস্টেল হিসেবে ব্যবহৃত হয়েছিলো বর্তমানে ম্যাটস এর হোস্টেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ভবনটিতে দেশের প্রখ্যাত অসংখ্য চিকিৎসক ছাত্রজীবন পার করেছে তারা হয়তো অনেকে জানেই না ভবনটি এক সময় ইংরেজী বিদ্যালয় ছিলো। তবে কেনো কি কারনে স্বনামধণ্য বিদ্যালয়টি বন্ধ হয়েছিলো তার সঠিক কারন জানা নেই। পরবর্তীতে ১৯৭৬ সালে ঈশান গোপালপুরে ঈশানচন্দ্র সরকারের বংশধর পৌপুত্র খগেন্দ্রনাথ সরকার (লক্ষণবাবু) রায় সাহেব ঈশানচন্দ্র সরকারের নামানুসারে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করে নাম রাখায় হয় ঈশান ইনস্টিটিউশন। বর্তমানে এই বিদ্যালয়টিও ফরিদপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মর্যাদালাভ করেছে। ফরিদপুর এর শিক্ষা ক্ষেত্রে জমিদার রায় সাহেব ঈশানচন্দ্র সরকারের ভূমিকা ছিলো ব্যাপক। ইংরেজি সেই বিদ্যালয়ের পাশেই ১৯০৭ সালে নারী শিক্ষার প্রসারের জন্য তিনি ঈশান বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান করেছিলেন যা আজও সগৌরবে আলো ছড়িয়ে চলেছে।

তথ্যসূত্র: ইতিহাসবিদ ও লেখক জ্ঞানেন্দ্রনাথ কুমার সংকলিত (বংশ পরিচয় গ্রন্থ থেকে)

03/06/2025

| বন্ধু 🥀

|২৫'শে মেবিশ্ব থাইরয়েড দিবস।
24/05/2025

|২৫'শে মে
বিশ্ব থাইরয়েড দিবস।

'আমি চিরতরে দূরে চলে যাবতবু আমারে দেব না ভুলিতে'—শুভ জন্মতিথি প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম।
24/05/2025

'আমি চিরতরে দূরে চলে যাব
তবু আমারে দেব না ভুলিতে'

—শুভ জন্মতিথি প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম।

23/05/2025

বৃক্ষ প্রেমিক: জাওয়াদ আবীর (দেখাবেন টেরারিয়াম তৈরি)
চিত্রগ্রাহক: দ্বীপ মল্লিক
পেইজ: চিন্তাধারা

08/04/2025

BATA Heist | Bangladesh

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিন্তাধারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share