Connect with AYAN

Connect with AYAN stay with AYAN.

09/07/2025

How ?

06/07/2025

Some people think there's only one way to earn in this world! 😂😂
Some believe my time will never run out — but maybe they don’t realize that 75% of it is already gone, and only 25% remains.
And when that 25% is gone too, you’ll get the full 100% back! 😅

That’s what I’m saying — Think first, then act.
When punishment ends, peace returns.
But those who cross the line — even their wings can be clipped. 😝

Around 200 million people live in Bangladesh —
Everyone earns through different means,
So don’t underestimate anyone’s path.

03/07/2025

সময় শেষ হবে,
রাত পার হবে, একসময় দিন হবে —
তখন যেন আক্ষেপ না হয় যে, আমি যে রাতে না ঘুমিয়ে পার করছি ,
ভুল করছি হয়তো-
রাতে যদি ঘুমাতাম,
তবে দিনের আলোতে অন্ধকার খুঁজতে হতো না ঘুমানোর জন্য।

01/07/2025

জুলাই শহীদ ও বীরদের জানাই স্যালুট🫡,🇧🇩

18/06/2025

আমি চায়, তোমার মুখের হাসি সব সময় ফুটে থাকুক,
তার প্রয়জনে যদি আমার মুখের হাসি শেষ হয়ে যায় তাতে ও আমি খুশি!

07/06/2025

সালামি ছাড়া এবার ও ঈদ Done.

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের খুশিতে সকল মুসলিম মেতে উঠুক
06/06/2025

ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি
ঈদের খুশিতে সকল মুসলিম মেতে উঠুক

06/06/2025

শেষ গন্তব্য কবর

একে অন্যকে ঘৃণায় মারে,
রক্তে রঞ্জিত আপন সংসার।
কিছু টাকার জন্য হানাহানি,
ভ্রাতৃত্ব হারায় লোভের ভার।

জমির জন্য কাটে রক্তঝরা,
চোখে চোখে জন্মায় আগুন।
ভাই ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ায়,
ভুলে যায় সেই শৈশব-জীবন।

ছেলে মুখ ফিরায় বাপের থেকে,
চিরচেনা ঘর হয় অচেনা।
চাচা দাঁড়ায় অস্ত্র হাতে,
ভাতিজা হয় চোখের কাঁটা।

ভাই আর বোন একে অন্যে অবিশ্বাস,
ভেঙে পড়ে হৃদয়ের প্রাচীর।
স্বার্থের বাঁধনে সম্পর্ক গলে,
ভালোবাসা হারায় যেখানে অহংকার দুলে।

শেষে গন্তব্য কবর, চিরনিদ্রার ঘর,
একবার শুয়ে গেলে, আসে না কেউ পর।
না থাকে টাকা, না জমির দলিল,
না থাকে দ্বন্দ্ব, না থাকে কাঁদন-মিল।

তবু কেন এই হানাহানি, কেন এত দ্বেষ?
জীবনের শেষ অধ্যায়ে তো শুধু নিঃশ্বাস শেষ।
যদি আগে বোঝা যেত – ক্ষমাই শ্রেষ্ঠ,
ভালোবাসাতেই থাকে জীবনের আবেশ।

মাত্র ৪০০ টাকায় ২টি বই! সাথে জিতে নিতে পারেন ২০,০০০ টাকা! অথবা ২০০০০ টাকা মূল্যের পছন্দের বই নেয়ার সুযোগ!বিশ্বাস হচ্ছে ...
27/05/2025

মাত্র ৪০০ টাকায় ২টি বই! সাথে জিতে নিতে পারেন ২০,০০০ টাকা! অথবা ২০০০০ টাকা মূল্যের পছন্দের বই নেয়ার সুযোগ!

বিশ্বাস হচ্ছে না? কিন্তু অফার একদম রিয়েল!
মাত্র ৪০০ টাকায় ২টি বই কিনলেই আপনি চলে আসবেন নগদ ২০,০০০ টাকার রাইফেল ড্র-তে!

শর্ত একটাই:
প্রথম ১,০০০ কপি বিক্রির পরই অনুষ্ঠিত হবে রাইফেল ড্র।
আর সেই একজন ভাগ্যবান ব্যক্তি হয়ে উঠবেন ২০,০০০ টাকার নগদ বিজয়ী!

Connected with Ayan পেজ থেকে প্রতিনিয়ত জানানো হবে আপডেট –
কত বই বিক্রি হলো, কত বাকি, কখন ড্র হবে – সব কিছু থাকবে ক্লিয়ার ও লাইভ!

এখনই অর্ডার করুন এবং আপনার বন্ধুকে ট্যাগ করুন বা ইনবক্সে জানিয়ে দিন এই দারুণ অফারের কথা!

বই কিনুন, ভাগ্য খুলুন!
২০,০০০ টাকা আপনার অপেক্ষায়!
অর্ডার করতে কমেন্ট বক্সে interested লিখুন অথবা পেজে নক দিন ।

21/05/2025

সব নির্বাচন অবৈধ,
শুধু ইশরাকের টা বৈধ।

10/05/2025

ভারত vs পাকিস্তানকে তুলনা করা উচিত -
ঢাকা কলেজ vs সিটি কলেজের সাথে ,
যারা কিছুদিন পরপরই যুদ্ধ যুদ্ধ খেলা খেলবে !

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Connect with AYAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share