25/07/2025
জাবেদের জীবন বাঁচাতে আপনার একটি শেয়ারই যথেষ্ট! 💔 হৃদয়বিদারক দৃশ্য! ছোট্ট শিশু জাবেদ, যার হাসিখুশি থাকার কথা খেলার মাঠে, সে আজ হাসপাতালের বিছানায় ক্যান্সারে আক্রান্ত হয়ে যন্ত্রণায় ছটফট করছে। তার বাবা মোহাম্মদ ওমর আলী, একজন দিনমজুর। সামান্য উপার্জনে জাবেদের উন্নত চিকিৎসার খরচ জোগানো তাঁর পক্ষে একেবারেই অসম্ভব।
ডাক্তাররা জানিয়েছেন, জাবেদের ক্যান্সার আক্রান্ত পায়ে দ্রুত অপারেশন প্রয়োজন, যার জন্য প্রায় ৩ লক্ষ টাকা লাগবে। এই মুহূর্তে টাকার অভাবে অপারেশন আটকে আছে, আর ছোট্ট জাবেদের দিন কাটছে অসহনীয় যন্ত্রণায়। চোখের সামনে সন্তানের এমন কষ্ট দেখে বাবা-মায়ের কান্না থামছে না।
আমরা এই মর্মান্তিক পরিস্থিতি দেখে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করতে বাধ্য হয়েছি। আমরা জানি, একা কারো পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা কঠিন, কিন্তু সবাই মিলে চেষ্টা করলে এই অসম্ভবকেও সম্ভব করা যায়!
আমরা ভিক্ষা চাচ্ছি না, আমরা শুধু জাবেদের জীবন ভিক্ষা চাচ্ছি। আপনার একটি শেয়ার হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে এবং জাবেদের চিকিৎসার পথ খুলে দেবে।
আপনার সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করুন, হোক তা ৫০, ১০০, ৫০০, ১০০০, ৫০০০ টাকা বা তার বেশি। আপনার ক্ষুদ্র সাহায্যও জাবেদের জীবন বাঁচাতে অনেক বড় ভূমিকা রাখবে।
অবশ্যই যাচাই করার পর কেউ সাহায্য করবেন! আমি কপি পেস্ট করলাম, আমার লক্ষ্য সাহায্য করা ! কিন্তু পোষ্ট করার সামর্থ আছে বলেই পোষ্ট করলাম, আমার এই পোষ্ট করার মাধ্যমে যদি কাউর উপকার হয়। তাতেই আলহামদুলিল্লাহ ❤️✅
বিকাশ/নগদ (পার্সোনাল): 01882966980
ঠিকানা: মোহাম্মদ ওমর আলী (জাবেদের বাবা), পাবনা, আতাইকুলা।
দয়া করে আপনার মানবিকতার হাত বাড়িয়ে দিন। আপনার সহযোগিতা এবং একটি শেয়ার, জাবেদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে। 🙏
👇👇✅
যে কোনো হারানো বিজ্ঞপ্তি , ঐ পেইজে দিতে! ইনবক্স এ যোগাযোগ করুন! সবার জন্য ভালোবাসা রইলে ❤️