সত্যের সন্ধানে

সত্যের সন্ধানে এটা হলো সত্যের সন্ধানে পেইজ
এটা কারো পেইজ না
(6)

27/07/2025

আগামী ৫ সেপ্টেম্বর ,, আমাদের, নবী ,হযরত মুহাম্মদ ( সা :), জন্মদিন খুশি হয়ে থাকলে আলহামদুলিল্লাহ 🖤

27/07/2025

ব্রেকিং নিউজ :
দীর্ঘদিন পরে মসজিদে
"আল আকসা" প্রাঙ্গণে গাজাবাসীর নামাজ আদায়।
আলহামদুলিল্লাহ্ 🤲

আল্লাহ তুমি রহম করুন আমিন
27/07/2025

আল্লাহ তুমি রহম করুন আমিন

27/07/2025

আজ পবিত্র কুরআন শরীফ এর 1459 বছর 1দিন পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ🤲

একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে আপনার সাহায্য প্রয়োজন! আপনার একটি শেয়ার, একটি জীবন! 💔১ বছরের ছোট্ট সিফাত, যার খেলার ছলে...
27/07/2025

একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে আপনার সাহায্য প্রয়োজন! আপনার একটি শেয়ার, একটি জীবন! 💔
১ বছরের ছোট্ট সিফাত, যার খেলার ছলে হেসে বেড়ানোর কথা, সে আজ পেটের টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সিফাতের বাবা মুহাম্মদ আইয়ুব আলি একজন সামান্য বেতনের বিক্রয় প্রতিনিধি। টাকার অভাবে তার সন্তানের চিকিৎসা করাতে পারছেন না। ডাক্তার বলেছেন, দ্রুত ৭ লক্ষ টাকা জোগাড় করে অপারেশন করাতে পারলে সিফাত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।
কিন্তু এই মুহূর্তে আরও ৪ লক্ষ টাকা প্রয়োজন! এই অসহায় বাবা-মায়ের আর্তনাদ কি আমাদের কানে পৌঁছাবে না? আমরা অনেকেই আমোদ-ফুর্তিতে অনেক টাকা নষ্ট করি। আসুন, আজ আমরা ১০০, ৫০০, ১০০০ বা ৫০০০ টাকা দিয়ে সিফাতের পাশে দাঁড়াই। ভাবুন, আপনারই সন্তান বা ছোট ভাই সুস্থ হওয়ার জন্য লড়ছে!
আপনার সামান্য সাহায্যই পারে এই ছোট্ট জীবনে নতুন আলোর দিশা দেখাতে। আমরা সবাই মিলে যদি হাত ধরি, তবে ইনশাল্লাহ এই ৪ লক্ষ টাকা উঠে যাবে।

যেভাবে সাহায্য করবেন: অবশ্যই যাচাই করার পর কেউ সাহায্য করবেন! আমি কপি পেস্ট করলাম, আমার লক্ষ্য সাহায্য করা কিন্তু সামর্থ নাই, কিন্তু পোষ্ট করার সামর্থ আছে বলেই পোষ্ট করলাম, আমার এই পোষ্ট করার মাধ্যমে যদি কাউর উপকার হয়। তাতেই আলহামদুলিল্লাহ ❤️✅
সিফাতের বাবার বিকাশ, নগদ ও রকেট পার্সোনাল নম্বরে আপনার সাহায্য পাঠান:
* বিকাশ পার্সোনাল: ০১৭৩২২১৮০৩৪
* রকেট পার্সোনাল: ০১৭৩২২১৮০৩৪(২)
যোগাযোগ ও ঠিকানা:
মুহাম্মদ আইয়ুব আলি
গ্রাম - হাজিপারা
ইউনিয়ন - বারোবাজার
থানা - কালীগঞ্জ
জেলা - ঝিনাইদহ
আপনার একটি শেয়ার, একটি জীবন!
সাহায্য করতে না পারলেও, দয়া করে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির নজরে এনে সিফাতের জীবন বাঁচাতে সাহায্য করবে।
👇👇✅
যে কোনো হারানো বিজ্ঞপ্তি , ঐ পেইজে দিতে! ইনবক্স এ যোগাযোগ করুন! সবার জন্য ভালোবাসা রইলে ❤️
#সিফাতেরপাশেদাঁড়াই #শিশুরজীবনবাঁচান #মানবতারটানে #সাহায্যকরুন #ঝিনাইদহ #টিউমার_চিকিৎসা

আমরা সবাই জানি জন্ম-মৃত্যু মহান আল্লাহর হাতে। তবুও মানুষ কোনো উসিলায় এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। আজ একটি ছোট্ট জীবনে...
27/07/2025

আমরা সবাই জানি জন্ম-মৃত্যু মহান আল্লাহর হাতে। তবুও মানুষ কোনো উসিলায় এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। আজ একটি ছোট্ট জীবনের জন্য আপনাদের কাছে আকুল আবেদন নিয়ে এসেছি। আপনার বিকাশ/নগদের ২০/৫০ টাকা হয়তো আপনার দৈনন্দিন জীবনে খুব বড় কিছু নয়, কিন্তু এই সামান্য অর্থই আট বছরের ছোট্ট জান্নাতুল সাইমার জীবন বাঁচাতে পারে!
কে এই জান্নাতুল সাইমা?
নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কাচারিপাড়া গ্রামের মো. বাদল মিয়ার নিষ্পাপ এই মেয়েটি মুখে ও দুই চোখে এক ভয়াবহ টিউমার বহন করছে। ডাক্তাররা দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন, যা করালে সে আবার স্বাভাবিক, সুস্থ জীবন ফিরে পাবে।
কেন তার সাহায্য প্রয়োজন?
সাইমার চিকিৎসায় প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা! তার বাবা একজন সামান্য মুরগি খামারি। মেয়ের চিকিৎসার জন্য তিনি গ্রামের শেষ সম্বল জমিও বিক্রি করে দিয়েছেন। এখন তিনি নিরুপায় হয়ে সারা দেশের মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
আমরা প্রতিদিন কত টাকা অযথা নষ্ট করি, তাই না? আসুন, আজ ৫০/১০০ টাকা অপ্রয়োজনে খরচ না করে এই ছোট্ট বোনটির প্রাণ বাঁচাতে দান করি। আপনার দান সাদকার সওয়াব দেবে, এবং একটি জীবন বাঁচাতে সাহায্য করবে।

সাহায্য পাঠাতে: অবশ্যই যাচাই করার পর কেউ সাহায্য করবেন! আমি কপি পেস্ট করলাম, আমার লক্ষ্য সাহায্য করা কিন্তু সামর্থ নাই, কিন্তু পোষ্ট করার সামর্থ আছে বলেই পোষ্ট করলাম, আমার এই পোষ্ট করার মাধ্যমে যদি কাউর উপকার হয়। তাতেই আলহামদুলিল্লাহ ❤️✅
* বিকাশ ও নগদ (পার্সোনাল): 01882966
(শিশুটির বাবা)

* প্রয়োজনে এই নম্বরে কল করে কথা বলতে পারেন।
আমি নিজে দানের নিয়তে ২০০ টাকা দিয়ে শরীক হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারাও এগিয়ে আসুন! প্রবাসী ও বিত্তবান ভাই-বোনদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
আপনার শেয়ার এবং সামান্য সাহায্যই সাইমার জীবন বাঁচাতে পারে।
👇👇✅
যে কোনো হারানো বিজ্ঞপ্তি , ঐ পেইজে দিতে! ইনবক্স এ যোগাযোগ করুন! সবার জন্য ভালোবাসা রইলে ❤️
#সাহায্যের_হাত_বাড়ান #জান্নাতুল_সাইমা #জীবন_বাঁচাই #মানবতার_টানে #সাদকা #নীলফামারী #চিকিৎসা_সহায়তা #শেয়ার_করুন

তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন
27/07/2025

তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন

26/07/2025

আজ পবিত্র কুরআন শরীফ এর 1459 বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ🤲

মাইলস্টোন কলেজের  হৃদয় বিদারক যে নিষ্পাপ শিশুটি ৭০% পোড়া ফুসফুস নিয়ে তার বাবা-মাকে খুঁজছিল, সে আর আমাদের মাঝে নেই। শরী...
26/07/2025

মাইলস্টোন কলেজের হৃদয় বিদারক যে নিষ্পাপ শিশুটি ৭০% পোড়া ফুসফুস নিয়ে তার বাবা-মাকে খুঁজছিল, সে আর আমাদের মাঝে নেই। শরীয়তপুরের এই ছোট্ট বীর আরিয়ান, অকল্পনীয় কষ্ট সহ্য করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে। তার পরিবার নিশ্চিত করেছে যে সে এখন শান্তিতে আছে।
আরিয়ানের এই হৃদয়বিদারক গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জীবনের অনিশ্চয়তা আর ভালোবাসার গভীরতা। পোড়া শরীর আর ৭০% ঝলসে যাওয়া ফুসফুস নিয়েও সে তার মা-বাবাকে খুঁজে ফিরেছে—এই দৃশ্য যেকোনো হৃদয়কে নাড়িয়ে দেবে।
আল্লাহ তায়ালা আরিয়ানকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। তার শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দিন।
সবাই আরিয়ানের জন্য দোয়া করবেন। এই পোস্টটি শেয়ার করে আরিয়ানের গল্প ছড়িয়ে দিন, যেন এই ছোট্ট আত্মাটি সবার প্রার্থনায় থাকে।

যে কোনো হারানো বিজ্ঞপ্তি , ঐ পেইজে দিতে! ইনবক্স এ যোগাযোগ করুন! সবার জন্য ভালোবাসা রইলে ❤️

জাবেদের জীবন বাঁচাতে আপনার একটি শেয়ারই যথেষ্ট! 💔 হৃদয়বিদারক দৃশ্য! ছোট্ট শিশু জাবেদ, যার হাসিখুশি থাকার কথা খেলার মাঠে, ...
25/07/2025

জাবেদের জীবন বাঁচাতে আপনার একটি শেয়ারই যথেষ্ট! 💔 হৃদয়বিদারক দৃশ্য! ছোট্ট শিশু জাবেদ, যার হাসিখুশি থাকার কথা খেলার মাঠে, সে আজ হাসপাতালের বিছানায় ক্যান্সারে আক্রান্ত হয়ে যন্ত্রণায় ছটফট করছে। তার বাবা মোহাম্মদ ওমর আলী, একজন দিনমজুর। সামান্য উপার্জনে জাবেদের উন্নত চিকিৎসার খরচ জোগানো তাঁর পক্ষে একেবারেই অসম্ভব।
ডাক্তাররা জানিয়েছেন, জাবেদের ক্যান্সার আক্রান্ত পায়ে দ্রুত অপারেশন প্রয়োজন, যার জন্য প্রায় ৩ লক্ষ টাকা লাগবে। এই মুহূর্তে টাকার অভাবে অপারেশন আটকে আছে, আর ছোট্ট জাবেদের দিন কাটছে অসহনীয় যন্ত্রণায়। চোখের সামনে সন্তানের এমন কষ্ট দেখে বাবা-মায়ের কান্না থামছে না।
আমরা এই মর্মান্তিক পরিস্থিতি দেখে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করতে বাধ্য হয়েছি। আমরা জানি, একা কারো পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা কঠিন, কিন্তু সবাই মিলে চেষ্টা করলে এই অসম্ভবকেও সম্ভব করা যায়!
আমরা ভিক্ষা চাচ্ছি না, আমরা শুধু জাবেদের জীবন ভিক্ষা চাচ্ছি। আপনার একটি শেয়ার হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে এবং জাবেদের চিকিৎসার পথ খুলে দেবে।
আপনার সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করুন, হোক তা ৫০, ১০০, ৫০০, ১০০০, ৫০০০ টাকা বা তার বেশি। আপনার ক্ষুদ্র সাহায্যও জাবেদের জীবন বাঁচাতে অনেক বড় ভূমিকা রাখবে।

অবশ্যই যাচাই করার পর কেউ সাহায্য করবেন! আমি কপি পেস্ট করলাম, আমার লক্ষ্য সাহায্য করা ! কিন্তু পোষ্ট করার সামর্থ আছে বলেই পোষ্ট করলাম, আমার এই পোষ্ট করার মাধ্যমে যদি কাউর উপকার হয়। তাতেই আলহামদুলিল্লাহ ❤️✅
বিকাশ/নগদ (পার্সোনাল): 01882966980

ঠিকানা: মোহাম্মদ ওমর আলী (জাবেদের বাবা), পাবনা, আতাইকুলা।
দয়া করে আপনার মানবিকতার হাত বাড়িয়ে দিন। আপনার সহযোগিতা এবং একটি শেয়ার, জাবেদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে। 🙏

👇👇✅
যে কোনো হারানো বিজ্ঞপ্তি , ঐ পেইজে দিতে! ইনবক্স এ যোগাযোগ করুন! সবার জন্য ভালোবাসা রইলে ❤️

আমাদের কোটি কোটি মুসলমান দের কলিজা
24/07/2025

আমাদের কোটি কোটি মুসলমান দের কলিজা

কক্সবাজার সমুদ্র সৈকত  ঘুরতে গিয়েছিলাম
08/02/2025

কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে গিয়েছিলাম

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category