Ahmed Topu 2.0

Ahmed Topu 2.0 জীবন বয়ে চলে তার আপন গতিতে। কখনও অম্ল, কখনও মধুর।
(1)

🌿🌿 শুভ সকাল (Good Morning) 🌿🌅 ভোরের আলো ফোটার আগে শিশিরে ভেজা ঘাসের মাঠ যেন এক নিঃশব্দ কবিতা। প্রতিটি ঘাসের ডগায় জমে থাক...
18/07/2025

🌿🌿 শুভ সকাল (Good Morning) 🌿

🌅 ভোরের আলো ফোটার আগে শিশিরে ভেজা ঘাসের মাঠ যেন এক নিঃশব্দ কবিতা। প্রতিটি ঘাসের ডগায় জমে থাকা ছোট্ট জলবিন্দু কেবল ঠান্ডা নয়, শান্তিও ছড়িয়ে দেয়। হাঁটলে যেন পায়ের নিচে ঠাণ্ডা ভালোলাগার শব্দ শোনা যায়।
এই মাঠ শুধু ঘাসে ভরা নয়,
এটা ভোরের শুভেচ্ছা,
শান্ত সকালের অঙ্গীকার,
আর জীবনের কোমল শুরুর প্রতিচ্ছবি।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রী ডাটা।ফ্রী ডাটা পেতে ডায়াল করুনঃ🟦গ্...
17/07/2025

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রী ডাটা।

ফ্রী ডাটা পেতে ডায়াল করুনঃ

🟦গ্রামীণফোন - *১২১*১৮০৭ #
🟥রবি /এয়ারটেল - *৪*১৮০৭ #
🟧বাংলালিংক - *১২১*১৮০৭ #
🟩টেলিটক - *১১১*১৮০৭ #

17/07/2025

আগামীকাল বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কাপড় ধোয়া দিবস পালিত হতে পারে 😃☀️😊

দেশের সব ডাক্তারদের প্রেসক্রিপশন যদি এমন হত!!
08/07/2025

দেশের সব ডাক্তারদের প্রেসক্রিপশন যদি এমন হত!!

✅ *পিংক লেক, অস্ট্রেলিয়া*—প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্যের নাম।এই লেকটির জলচিত্র প্রকৃতির রঙের প্যালেট থেকে যেন গোলাপি রং...
06/07/2025

✅ *পিংক লেক, অস্ট্রেলিয়া*—প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্যের নাম।
এই লেকটির জলচিত্র প্রকৃতির রঙের প্যালেট থেকে যেন গোলাপি রং ধার নিয়েছে। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের *Esperance* এলাকার কাছে অবস্থিত এই লেকটি তার স্বতন্ত্র গোলাপি রঙের জন্য বিখ্যাত।

✅ কেন গোলাপি
লেকে থাকা *Dunaliella salina* নামক শৈবাল ও লবণপ্রেমী ব্যাকটেরিয়া সূর্যের আলো ও উচ্চ লবণাক্ততার কারণে লালচে পিগমেন্ট তৈরি করে—যা পানিকে দেয় এই গোলাপি রঙ।
🌿 এটি শুধু একটি জলাধার নয়, এটি এক গোলাপি বিস্ময়, যা জানিয়ে দেয়, প্রকৃতি কখনো কখনো কল্পনাকেও হার মানায়।

05/07/2025

শুভ রাত্রি 🥰

বাচ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘর দেখে আজ কি বিরক্ত হচ্ছেন? খেলনা ছড়িয়ে আছে, দেওয়ালে রঙের দাগ, প্রতিটি কোণজুড়ে ছো...
05/07/2025

বাচ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘর দেখে আজ কি বিরক্ত হচ্ছেন? খেলনা ছড়িয়ে আছে, দেওয়ালে রঙের দাগ, প্রতিটি কোণজুড়ে ছোট্ট পায়ের দৌড়ঝাঁপ… সব যেন অগোছালো!

কিন্তু জানেন কি? এই এলোমেলো ঘর একদিন ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি হয়ে যাবে।
তবে সেই ঘরে থাকবে না খিলখিল করে হেসে ওঠা শিশুর কণ্ঠস্বর, থাকবে না ছোট্ট পায়ের টুপটাপ শব্দ, খেলনার টুংটাং আওয়াজ কিংবা ঠোঁট ফুলিয়ে কান্নার সুর।

হয়তো তখন আপনার ঘর থাকবে, কিন্তু আপনার সোনামণি তার শৈশব পেরিয়ে বড় হয়ে গেছে। তার একটি নিজস্ব জগৎ তৈরি হয়েছে, যেখানে "আম্মু", "আব্বু" বলে আপনাকে বারবার ডাক দেয়ার সময় নেই।
সে এখন আপনাকে আর বিরক্ত করে না, খাবার নিয়ে পেছনে ছুটতে হয় না, অসুখে আর রাত জাগতে হয় না।
শুধু পড়ে থাকে কিছু মধুর স্মৃতি, শৈশবের কোমলতায় গড়া কিছু মুহূর্ত।

সন্তান—আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত।
বিশ্বাস না হলে, একবার তাকান সেই মানুষটির দিকে যার কোল খালি। বুঝে যাবেন, আজ আপনার কাছে যা বিরক্তিকর মনে হচ্ছে, তা কারো কাছে অপ্রাপ্তির যন্ত্রণা।

তাই বলছি, আপনার শিশু সন্তানের দুষ্টুমিগুলোকে বিরক্তির নয়, বরং আনন্দের চোখে দেখুন। পারলে তার সঙ্গে খেলায় যোগ দিন, একসাথে মজা করুন। কারণ সময় একদিন পেরিয়ে যাবে—থেকে যাবে শুধু স্মৃতি।

আরেকটা কথা মনে রাখবেন—
শিশুদের সান্নিধ্য পৃথিবীর সবচেয়ে প্রশান্তিদায়ক অনুভূতি।
আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, সন্তানকে কাছে পেলে অন্তর নরম হয়ে যায়, একটা স্বস্তি কাজ করে—যা আপনি দূর থেকে কখনোই পাবেন না।

আজ রিজিকের খোঁজে অনেকে সন্তানদের থেকে দূরে চলে যাচ্ছেন। মনে রাখুন, রিজিক তো আল্লাহই দেন। কাছ থেকে পরিশ্রম করলেও বরকত পাওয়া যায়। আর সন্তানরাও তখন ভালোভাবে মানুষ হয়ে ওঠে। তাদের মূল্যবোধ, আদব-কায়দা, চরিত্র—সবকিছু গড়ে ওঠে আপনার সান্নিধ্যে।

অন্যথায়, যদি আপনি দায়িত্ব ফেলে দূরে থাকেন, সন্তান মানুষ না হলে একদিন তার জন্য আপনাকেই সারাজীবন ভুগতে হবে।

তাই বলছি, কষ্ট হলেও সন্তানের পাশে থাকুন। সময় দিন, শিক্ষা দিন, ভালোবাসা দিন। এই সময় আর কখনো ফিরে আসবে না।

-কালেক্টেড

পাকা রাস্তা নয়, এখন পাকা ধানের রাস্তাগাড়ির বদলে নৌকা চালালেই চলে!  শুধু আইনটা একটু বদলালে ভালো হয়,  'সড়ক ও জনপথ' বদলে হো...
05/07/2025

পাকা রাস্তা নয়, এখন পাকা ধানের রাস্তা
গাড়ির বদলে নৌকা চালালেই চলে!
শুধু আইনটা একটু বদলালে ভালো হয়,
'সড়ক ও জনপথ' বদলে হোক 'সেচ ও কৃষিপথ'!🌾🌾
কার কার এলাকায় এমন অবস্থা??

05/07/2025

শুভ সকাল 🥰

04/07/2025

সর্বোচ্চ চেষ্টা করুন বাইরে গেলে বাইরে থেকে কিছু না খাওয়ার। বিশেষ করে ফুটপাত বা পথের পাশে থাকা কম দামের অস্বাস্থ্যকর হোটেল থেকে খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
একান্ত প্রয়োজন হলে ভরসা করা যায় এমন ভালো মানের হোটেল থেকে সবজি মিশ্রিত হালকা খাবার খান।
অন্যথায়, অল্প টাকা বাঁচাতে গিয়ে আপনি এমন কিছু খেয়ে ফেলতে পারেন, যার কারণে পরবর্তীতে হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসা করাতে হতে পারে।

Address

1 No. Road
Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Topu 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share