19/06/2025
নিজেকে সন্মান করতে না জানলে অন্যের কাছে থেকে সন্মান আশা করা বৃথা।তাই সবার আগে নিজের সন্মান দেখতে হয়।।
যখন তুমি শুধু নিজের দিকেই মনোযোগী হও আর নিজেকে অন্যের সাথে তুলনা না কর তবে সবাই তোমাকে সম্মান করতে শুরু করবে।
নিজেকে যথেষ্ট পরিমাণে ভালোবাসো। এটা করতে শুরু করলেই তোমার আশপাশ এমন মানুষে ভরে যাবে যারা তোমাকে সম্মান করে।
আত্মসম্মান না থাকলে তাকে সবাই স্বস্তা ভাবে।