
27/09/2025
কখনও কখনও জীবন একেবারে এই ব্রিজটার মতো।
একপাশে থাকে স্বপ্ন, আরেকপাশে থাকে বাস্তবতা। মাঝখানে থাকে এক লম্বা পথ—যেখানে ভয়, সংগ্রাম আর অনিশ্চয়তা ভর করে থাকে।
আজ আমি এই ব্রিজের সামনে দাঁড়িয়ে মনে করি—
একসময় এই শহর, এই দৃশ্য ছিল শুধু ছবিতে। আজ বাস্তবে দাঁড়িয়ে আছি এখানে।সব কিছু মালিকের ইচ্ছে তেই হয় ,আজ হয়তো এখানে কাল হয়তো অন্য কোথাও ,রিজিক বড় আজব জিনিস ,✍️✍️✍️✍️✍️✍️