
18/09/2025
তুমি আমার সাথে কি করছো জানো?
শুনবা না?
একটু থামো...
আমি বলি, তুমি কি করছো!
তুমি আমাকে শুধু ঠকাওনি, তুমি আমার সমস্ত বিশ্বাসটাকেই ভেঙে টুকরো টুকরো করে ফেলেছো। তুমি এমন ভাবে ভালোবাসার অভিনয় করেছিলে, যেন এই সম্পর্কটাই ছিলো চিরন্তন, অথচ তুমি জানো- তুমি শুধু অভিনয় করছিলে, আর আমি সেটা সত্যি ভেবে নিজের সমস্তটা দিয়ে ভালোবেসে ফেলেছিলাম! তুমি প্রতিবার এমনভাবে ফিরে আসছো, যেন তুমি শুধুই আমার, অথচ বারবার আমাকেই ফেলে রেখে যাচ্ছো নতুন কাউকে ভালোবাসার অজুহাতে।
তুমি জানো না, তোমার এই ব্যবহারে আমি কতোটা ভেঙে গেছি, তুমি জানো না, আমি কতোটা কেঁদেছি একা রাতে, তুমি জানো না, বিশ্বাস করে ভালোবাসা মানে কতোটা সাহস লাগে আর সেই ভালোবাসা যখন এক পাশে হয়-তখন সে কষ্ট কতোটা যন্ত্রণা দেয়!
তুমি শুধু ঠকাওনি,
তুমি আমায় খালি করেছো, নিঃস্ব করেছো।
তোমার কাছে আমি একটা 'পাস করা সময়' ছিলাম হয়তো, কিন্তু তোমার জন্য আমি ছিলাম আমার নিজেরই সবচেয়ে প্রিয় একটা মানুষ।
আজ আমার মনে হয়- আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। তোমাকে ধরে রাখতে গিয়ে আমি আমার হাসি, শান্তি, রাতের ঘুম, আত্মবিশ্বাস সব কিছু হারিয়েছি। তুমি কেবল ঠকাওনি, তুমি আমাকে মেরে ফেলেছো ভিতর থেকে, ধ্বংস করেছো আমার ভালোবাসার উপর থাকা বিশ্বাসটাকে।
তুমি শুনছো তো?
আমি এখন আর আগের মতো নেই... তুমি অনেক ঠকাইছো, হ্যাঁ, অনেক বেশি। এখন আর কিছু চাই না তোমার থেকে, শুধু চাই যেন তুমি একদিন উপলব্ধি করো- কার কতোটা ভালোবাসা তুমি অমূল্যে ফেলে গেছো!! আমি তোর কথাূ দিতিয়ো কাওকে বলবো না