Md ashik01

Md ashik01 faridpur bangladesh

তুমি আমার সাথে কি করছো জানো?শুনবা না?একটু থামো...আমি বলি, তুমি কি করছো!তুমি আমাকে শুধু ঠকাওনি, তুমি আমার সমস্ত বিশ্বাসটা...
18/09/2025

তুমি আমার সাথে কি করছো জানো?

শুনবা না?

একটু থামো...

আমি বলি, তুমি কি করছো!

তুমি আমাকে শুধু ঠকাওনি, তুমি আমার সমস্ত বিশ্বাসটাকেই ভেঙে টুকরো টুকরো করে ফেলেছো। তুমি এমন ভাবে ভালোবাসার অভিনয় করেছিলে, যেন এই সম্পর্কটাই ছিলো চিরন্তন, অথচ তুমি জানো- তুমি শুধু অভিনয় করছিলে, আর আমি সেটা সত্যি ভেবে নিজের সমস্তটা দিয়ে ভালোবেসে ফেলেছিলাম! তুমি প্রতিবার এমনভাবে ফিরে আসছো, যেন তুমি শুধুই আমার, অথচ বারবার আমাকেই ফেলে রেখে যাচ্ছো নতুন কাউকে ভালোবাসার অজুহাতে।

তুমি জানো না, তোমার এই ব্যবহারে আমি কতোটা ভেঙে গেছি, তুমি জানো না, আমি কতোটা কেঁদেছি একা রাতে, তুমি জানো না, বিশ্বাস করে ভালোবাসা মানে কতোটা সাহস লাগে আর সেই ভালোবাসা যখন এক পাশে হয়-তখন সে কষ্ট কতোটা যন্ত্রণা দেয়!

তুমি শুধু ঠকাওনি,

তুমি আমায় খালি করেছো, নিঃস্ব করেছো।

তোমার কাছে আমি একটা 'পাস করা সময়' ছিলাম হয়তো, কিন্তু তোমার জন্য আমি ছিলাম আমার নিজেরই সবচেয়ে প্রিয় একটা মানুষ।

আজ আমার মনে হয়- আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। তোমাকে ধরে রাখতে গিয়ে আমি আমার হাসি, শান্তি, রাতের ঘুম, আত্মবিশ্বাস সব কিছু হারিয়েছি। তুমি কেবল ঠকাওনি, তুমি আমাকে মেরে ফেলেছো ভিতর থেকে, ধ্বংস করেছো আমার ভালোবাসার উপর থাকা বিশ্বাসটাকে।

তুমি শুনছো তো?

আমি এখন আর আগের মতো নেই... তুমি অনেক ঠকাইছো, হ্যাঁ, অনেক বেশি। এখন আর কিছু চাই না তোমার থেকে, শুধু চাই যেন তুমি একদিন উপলব্ধি করো- কার কতোটা ভালোবাসা তুমি অমূল্যে ফেলে গেছো!! আমি তোর কথাূ দিতিয়ো কাওকে বলবো না

- হঠাৎ অনুভব করলাম, সে আর আগের মতো নেই,  তার চোখে আমি আমার জন্য ঐ আগের ভালোবাসা টা দেখি না!'
12/09/2025

- হঠাৎ অনুভব করলাম, সে আর আগের মতো নেই, তার চোখে আমি আমার জন্য ঐ আগের ভালোবাসা টা দেখি না!'

07/09/2025

'এতো বেশি সেন্সিটিভ হওয়া ভালো না,মাইনা নাও, মানায়ে নাও' বলে বলে দুনিয়ার বাস্তবতা বোঝানোর মানুষ জীবনে অনেক আছে।

তবে আমার এই দীর্ঘ অপেক্ষা শুধু এমন একজন মানুষের জন্য যে কিনা দুনিয়ার সব নির্মমতা দূরে ঠেলে নমনীয় এক রাজ্য বানাবে,নিষ্ঠুর দুনিয়ার সামনে যে ঢাল হয়ে দাঁড়াবে,যে আমার শক্তি হয়ে বলবে, "ও সেন্সিটিভ বইলাই ওর সামনে কঠিন হওয়া যাবে না"! 😌🖤

আমি আপনার আশে-পাশেই থাকবো আজীবন, আপনি তবুও কখনো আমার খোঁজ পাবেন না 😅💔
22/08/2025

আমি আপনার আশে-পাশেই থাকবো আজীবন, আপনি তবুও কখনো আমার খোঁজ পাবেন না 😅💔

অথচ তুমি কোনো কালেই জানতে পারবা না, কত গভীর ছিলো তোমাকে পাওয়ার আক্ষাংকা .! m
21/08/2025

অথচ তুমি কোনো কালেই জানতে পারবা না, কত গভীর ছিলো তোমাকে পাওয়ার আক্ষাংকা .! m

কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না!কারণ তারা যে পরিমাণ দুঃখ আমায় দিয়েছিল,তা ফেরত দেওয়ার মত সামর্থ্য আমার নেই!
20/08/2025

কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না!
কারণ তারা যে পরিমাণ দুঃখ আমায় দিয়েছিল,
তা ফেরত দেওয়ার মত সামর্থ্য আমার নেই!

মানুষ আমি একটাই! তবে ব্যাক্তি ভাগে আমার চরিত্র গুলো আলাদা আলাদা! কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে ব'দমেজা'জি, কা...
19/08/2025

মানুষ আমি একটাই! তবে ব্যাক্তি ভাগে আমার চরিত্র গুলো আলাদা আলাদা! কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে ব'দমেজা'জি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো খুব রোমান্টিক, অনেকর কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ! আবার কারো কাছে পৃথিবীর সবথেকে খা'রাপ মানুষটি আমি! তবে মানুষ কিন্তু আমি একটাই! M

ফুল শুধু সৌন্দর্য নয়, সে এক নীরব ভাষা— কোমলতার, ভালোবাসার, আর মমতার!🌸
18/08/2025

ফুল শুধু সৌন্দর্য নয়, সে এক নীরব ভাষা— কোমলতার, ভালোবাসার, আর মমতার!🌸

শব্দরা হারিয়ে যায় নীরবতার মাঝে,মন যেন খুঁজে ফিরে এক হারানো সাজে!
16/08/2025

শব্দরা হারিয়ে যায় নীরবতার মাঝে,
মন যেন খুঁজে ফিরে এক হারানো সাজে!

তাকে কখনো কিছু বলার অধিকার ছিল না, তবু প্রতিবার বলার মতো কিছু থাকতো।শুধু মনটাকে চুপ করিয়ে দিয়েছি, যাতে সে বুঝে না ফেলে, ...
06/08/2025

তাকে কখনো কিছু বলার অধিকার ছিল না, তবু প্রতিবার বলার মতো কিছু থাকতো।

শুধু মনটাকে চুপ করিয়ে দিয়েছি, যাতে সে বুঝে না ফেলে, আমি অজান্তেই অধিকার খুঁজে ফিরি তার মাঝে।

নিজেকে অসহায় মনে হয় না যতটা, তার চেয়ে বেশি নিজেকে তুচ্ছ লাগে তখন—
তখন বোঝা যায়, ভালোবাসলেও অধিকার জোটে না সবার কপালে।

তাই এখন অভিমানও করি নিঃশব্দে, হাসি দিয়ে ঢেকে রাখি
অধিকারহীন প্রেমের সমস্ত শূন্যতা!🖤

আমি তোমাকে সুখী, দেখতে চাই বলেই নিজেকে ধ্বং'সে'র দিকে ঠেলে দিলাম, তোমার সুখ দী*র্ঘ হক!🙂❤️‍🩹
02/08/2025

আমি তোমাকে সুখী, দেখতে চাই বলেই নিজেকে ধ্বং'সে'র দিকে ঠেলে দিলাম, তোমার সুখ দী*র্ঘ হক!🙂❤️‍🩹

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md ashik01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share